নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ২১ )

in আমার বাংলা ব্লগ13 days ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ২১ পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।

1000014702.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য :-

নামস্কুল গ্যাং সিজন ২
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাআর্থিক সজীব।
অভিনয়েশহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালকমামুন অর রশিদ
সম্পাদনাসাইদুর রহমান সবুজ
মিউজিকবি এইচ পারভেজ

কাহিনী সারসংক্ষেপ

এই পর্বের শুরুতে আমরা অফিস রুমে স্কুল গ্যাং এর পাঁচ বন্ধুকে দেখতে পাই। আর হেড স্যার ও তাদের কথা মেনে নিয়ে স্কুল থেকে আর রিজাইন নেবে না বলে দেয়। তারপর তাদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দেয়। তাদের ক্লাস রুমে যাওয়ার পর পরে ওখানে আদর স্যার আসে আর আরোহীর স্কুল ক্যাপ্টেন সিলেকশনের কথা বলে দেয়। স্যার যখন ক্লাস থেকে বেরিয়ে যায় তখন আরোহী মন খারাপ করে বারান্দায় চলে যায়। অন্যদিকে সাথী এবং তার বন্ধুরা আরোহীকে তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যায় আর কনগ্রাচুলেশন জানায়।

1000014703.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

কিন্তু আরোহী কোনো গুরুত্ব দেয়নি তাদের কথায়। সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন সাথী আবারও বিষয়টা জিজ্ঞেস করে। আর তখনই আরোহী তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপরে তাদের সবাইকে সবকিছু খুলে বলে। যেটা শুনে তাদের সবার অনেক বেশি রাগ হয় হিমুর উপর। আর তারা সবাই মিলে ছুটির পর সবকিছু ঠিক করে নেওয়ার কথা বলে। তারপর আমরা হিমুকে একটা মাস্তান ছেলের সাথে কথা বলছে। আসলে ছেলেটাও একসময় জেলে ছিল। আর সে তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে।

1000014704.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর স্কুল ছুটি হওয়ার পর আমরা স্কুল গ্যাং এর সব বন্ধুদেরকে দেখতে পাই হিমুর বাসার সামনে এসেছে ‌। আর শান্ত ভিতরে গিয়ে দেখে হিমু আছে কিনা কিন্তু হিমু ছিল না। এরপর তারা আরোহী কে বলে যেন কল দেয়। কিন্তু আরোহীর কাছে যে নাম্বার ছিল ওই নাম্বারটা বন্ধ ছিল। তারপর নাজিয়া তার ব্যাগ থেকে একটা নাম্বার বের করে, যেটা একসময় হিমু তাকে দিয়েছিল তাকে কল করার জন্য। তারপর মিরাজ তার ফোন বের করে ফোন দেয়। আর তখনই সাথী মোবাইলের বিষয় জিজ্ঞেস করে। কারণ শান্তর চিকিৎসার সময় তারা সবাই মোবাইল বিক্রি করে দিয়েছিল।

1000014705.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর তখন সে বলে সব টাকা যেহেতু খরচ হয়নি, তাই জন্য মোবাইল গুলো তারা ফিরিয়ে এনেছে। আর তখন সাথী তাদের গহনার বিষয়ে ও বলে। যেন টাকা ফিরিয়ে দেয় আর তারা তাদের গহনা নিয়ে আসতে পারে। আর তারা বলে ওই বিষয়গুলো পরে দেখবে, আর তারা হিমুকে কল দেয়। আর হিমু যখন কল ধরে তখন নাজিয়া তার সাথে কথা বলে। আর কথার জালে ফাঁসিয়ে তাকে তার সাথে দেখা করার জন্য বলে। এরপর হিমু যখন আসে তখন তারা সবাই মিলে ওকে ধরে নেয়।

1000014706.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর তাকে একটা বন্ধ ঘরে নিয়ে যায়। মিরাজ তো অনেক বেশি রেগে যায় তার উপর। অন্যদিকে হিমু তাদেরকে আরো বেশি থ্রেট দিতে থাকে। ভিডিও গুলো পাবলিস্ট করে দেওয়ার ভয় দেখায় সবাইকে। এরপর তারা একে একে মোবাইল থেকে সবগুলো ভিডিও ডিলিট করে দেয়। আর হিমু কেও শাস্তি দেয়। মেয়ে ফ্রেন্ড গুলোকে বাহিরে বের করে দেয়। আর তারাও হিমুর সব জামা কাপড় খুলে নিয়ে তার ভিডিও করে। আর কখনোই এই পর্বটা শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

আমার কাছে তো অনেক ভালো লেগেছে আজকের পর্ব টা দেখতে। আরোহী কে শেষ পর্যন্ত স্কুল ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আরোহী একটুও খুশি ছিল না। আর সবাই মিলে যখন আরোহী কে অভিনন্দন জানায়, আর তার সাথে কথা বলে তখনও আরোহী তেমন ইন্টারেস্ট দেখায়নি কোনো কিছুর উপর। পরে সাথী জিজ্ঞেস করার পর আরোহীর সবকিছু খুলে বলে। আর তারা সব বন্ধুরা মিলে হিমুকে শাস্তি দেয়, এমনকি তার মোবাইল থেকে সব ভিডিও ডিলিট করে দেয়। তারাও হিমুর ভিডিও করে তার জামা কাপড় খুলে নিয়ে। হিমুকে তারা বেশ ভালোই শাস্তি দিয়েছে। যেটা একেবারে ভালো হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

আজকে দেখছি আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও এই নাটকের প্রথম কয়েকটি পর্ব দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন।এই নাটকের রিভিউ পড়ে মনে হলো যে এই নাটকের কাহিনী অনেক সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 12 days ago 

আমি চেষ্টা করবো নাটকটার প্রতিটা পর্ব সুন্দর করে শেয়ার করার জন্য।

 13 days ago 

তুমি অনেক সুন্দর করে আজকে এই নাটকের একুশ তম পর্ব শেয়ার করেছো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আজকের পর্বটার ২১ তম পর্বটা পড়তে। সব বন্ধুরা মিলে হিমুকে বেশ ভালো ভাবেই শাস্তি দিয়েছে। আর আরোহীও সবার সাথে মিশে গিয়েছে দেখে ভালো লাগলো।

 12 days ago 

পরবর্তী পর্ব গুলোতে কি হয় এগুলো দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 75568.71
ETH 1415.84
USDT 1.00
SBD 0.64