নাটক রিভিউঃ- " প্রেমিক "

in আমার বাংলা ব্লগ21 days ago

02-02-2025

১৭ মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো সবচেয়ে বড় বিষয়। দিনশেষে সুস্থ্য না থাকতে পারলে কোনো কিছুই দেখবেন ভালো লাগছে না। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য! নাটকটির নাম হচ্ছে প্রেমিক। আশা করছি নাটকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2025-02-02-14-21-51-21.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামপ্রেমিক।
পরিচালনাতানভীর তন্ময়।
গল্পবাবু সিদ্দিকি।
স্ক্রিপ্টমারুফ হোসেন সজীব।
প্রযোজকতানভীর আহমেদ ।
অভিনয়েখাইরুল বাশার, তানজিন তিশা, আশরাফুল আলম সোহাগ ,মোঃ শামীম, মিলি বাশার, জি এম মাসুদ সহ আরও অনেকে।
আবহ সংগীতআপেল মাহমুদ এমিল।
দৈর্ঘ্য৪৩ মিনিট ৫৪ সেকেন্ড।
প্লাটফর্মইউটিউব।
মুক্তির তারিখ২৬ই জানুয়ারী , ২০২৫ ইং
ধরনরোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

অপুঃ
খাইরুল বাশার।
কনাঃ
তানজিন তিশা।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2025-02-02-14-22-45-54.jpg

Screenshot_2025-02-02-14-24-20-81.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, সারা এলাকায় পোস্টার টাঙানো আর সেখানে লেখা আমি তোমাকে আর দেখবো না। পোস্টারটিতে চেয়ারম্যান এর বোনের ছবি দেয়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান এর বোনের বান্ধবী ফোন দিয়ে তাকে জানায় যে সারা এলাকায় তার পোস্টার দিয়ে ভরপুর। আর সেটা শুনে চেয়ারম্যান এর বোন তো রেগে আগুন। তারপর ঘুম থেকে উঠেই তার ভাইয়ের কাছে চলে যায় সে। তার ভাইয়ের হাতেও গিয়ে দেখে পোস্টার। তার ভাইয়ের বিশ্বস্ত কর্মী বজলুর ভাইকে বলে খোজঁ লাগাতে। কার এতো বড় সাহস হলো যে তার বোনের পোস্টার দেয়ালে লাগিয়ে দিবে। চেয়ারম্যান এর বোনের দিকে এলাকার কেউ তাকাতে পারে না। তাকালেই তাকে গাছের আগায় ঝুলায় রাখে। আর সেটার প্রতিবাদে এলাকার আরেক ছেলে যার নাম অপু সে এ কাজটি করেছে। অপু চেয়ারম্যান এর বোন কনাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। কিন্তু বলতে পারে না সাহস করে।
Screenshot_2025-02-02-14-35-44-67.jpg

Screenshot_2025-02-02-14-40-43-11.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

চেয়ারম্যান এর লোকজন জানতে পারে যে অপু কাজটি করেছে। তারপর দলবল নিয়ে অপুকে খুজঁতে যায় চেয়ারম্যান এর বোন। চায়ের দোকানে গিয়ে অপুকে পেয়ে যায়। অপু চেয়ারম্যান এর বোনকে দেখে তার সাহস যেন আরও বেড়ে যায়। কিছু না বলেই আগে সে গাড়িতে উঠে বসে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে নিয়ে বেধেঁ রাখা হয়। আর তখন কনা তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু অপু কিছুতেই কনাকে ভয় পাচ্ছে না। কনাকে উল্টা বলে সে এমন রূপবতী না যে তার দিকে তাকিয়ে থাকতে হবে। এটা শোনার পরে কনার আরও রাগ বেড়ে যায়। আর তখন কনার ভাই সেখানে চলে আসে এবং কনাকে থামায়। তারপর অপুর সাথে পরিচয় হয়ে জানতে পারে তার বাবা স্কুল টিচার ছিলেন এবং চেয়ারম্যান এর বাবার বন্ধু। সেটা শুনে অপু তো ভীষণ খুশি হয়ে যায়। তারপর অপুকে আর কিছু বলেনি। অপু আসার সময় কনার সাথে দেখা হয়। আর কনাকে বলে সে এতোটাও সুন্দর না! কেন যে মানুষ তাকায়?

Screenshot_2025-02-02-14-46-33-23.jpg

Screenshot_2025-02-02-14-46-44-74.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তার পরেরদিন বজলুর ভাই অপুকে তুলে আনতে যায়। ঠিক তখন অপুর বন্ধু তাকে পরামর্শ দেয় যে কনাকে তার মনের কথা কাগজে লিখে দিতে। অপু তখন বজলুর ভাইয়ের সাথে কনার কাছে আসে। কনা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কনা অপুকে গুলি করতে পারে না। অপু স্বইচ্ছায় তার বুকে গুলি করে দিতে বলে। তখন অপু তার হাতে কাগজের চিঠিটা ধরিয়ে দেয় এবং বলে তার ভালোবাসা কয়েক আকাশ সমান! তারপর থেকে কনা অপুর প্রতি দূর্বল হতে থাকে। কনার বান্ধবী তাকে পরামর্শ দেয় অপুর সাথে কথা বলার জন্য। কনা তখন অপুকে ফোন দেয়। তখন কথা শুরু করার আগেই অপু কেটে দেয়। তারপর কনা আবার কল দেয়। আর তখন অপু বলে সে অপরিচিত কারো সাথে কথা বলবে না, কারণ সে কনাকে বিয়ে করতে চাই! তারপর তাদের মধ্যে ভালোবাসার জন্ম হয়।

Screenshot_2025-02-02-14-54-13-15.jpg

Screenshot_2025-02-02-14-55-11-23.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তাদের ভালোবাসার ব্যাপারটা কনার ভাইয়ের কানে চলে যায়। সেটা জানায় তার ভাইয়ের কর্মচারী বজলুর ভাই! বজলুর ভাই ভিডিও করে তাকে দেখায়। তারপর অপুকে ধরে নিয়ে আসে চেয়ারম্যান এর লোকজন! চেয়ারম্যান লোকজন অপুকে প্রচন্ড রকম মারধর করে। তখন চেয়ারম্যান তাকে শর্ত দেয়। হয় তার শর্ত মানবে না হয় তাকে লাশ হয়ে যেতে হবে। তখন তার কপালে পিস্তল ধরে। আর তখন অপু বলতে থাকে সে যদি কনাকে না পায় তাহলে তার বেচেঁ থাকার কোনো প্রয়োজন নেই। তা চেয়ে ভালো মারা যায়। আর তখনই কনার ভাই বুঝতে পারে অপু কনাকে কতটা ভালোবাসে। তারপর দুজনের ভালোবাসার মিলবন্ধনের মধ্যে দিয়ে নাটকটির সমাপ্তি ঘটে।

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে। বিশেষ করে নাটকের সিনেমাটোগ্রাফিটা অসাধারণ ছিল। গ্রামের দৃশ্যপটগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তাছাড়া নাটকের গল্পটিও দারুণ ছিল। নাটকটি মূলত রোমান্টিক টাইপের। যারা রোমান্টিক টাইপের নাটক পছন্দ করেন তাদের জন্য মূলত নাটকটি। নাটকটিতে একজন প্রেমিক হিসেবে প্রেমিকার জন্য যা যা করার দরকার তাই করা হয়েছে। আর সে কাজটি অভিনয়ের মাধ্যমে দেখিয়েছে। নাটকটিতে তানজিন তিশা ও খাইরুল বাশার দারুণ অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি উপভোগ করার মতো ছিল।

ব্যক্তিগত রেটিং


৯.৪/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 20 days ago 

প্রেমিক নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকের পুরো কাহিনীটা কিন্তু খুবই সুন্দর ছিল। এরকম নাটক গুলো যতই দেখি ততই ভালো লাগে। খাইরুল বাশার আর তানজিন তিশা দুজনে অনেক সুন্দর অভিনয় করেছে এই নাটকে। নাটকটা এখনো পর্যন্ত দেখিনি তাই ভাবছি সময় পেলে নাটকটা দেখব। আশাকরি নাটকটা দেখতে অনেক ভালো লাগবে।

 19 days ago 

খাইরুল বাশারের নাটক আমার কাছেও বেশ পছন্দের আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

আমি প্রায় খেয়াল করি আপনি বেশ চমৎকার সব নাটক রিভিউ এর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে থাকেন। রোমান্টিক নাটক আমারও বেশ পছন্দের। নাটকটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটা ছেলে ভালোবাসার মানুষের জন্য কি কি করতে পারে তার সম্পূর্ণ দৃষ্টান্ত এই নাটকে ফুটে উঠেছে। আপনি বেশ গুছিয়ে নাটকটি উপস্থাপন করেছেন। চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

আমি মাঝে মাঝে নাটক দেখার সময়। আর দেখার সময় সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 21 days ago 

বাহ্ আজকে দেখছি আপনি প্রেমিক নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই মুভি দেখি।আর মাঝে মাঝে আপনাদের নাটক রিভিউ পড়ার চেষ্টা করি। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল এই নাটকের কাহিনী অনেক সুন্দর এবং রোমান্টিক। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 19 days ago 

মুভি আমার তেমন দেখা হয় না। সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ ভাই

 21 days ago 

খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। নাটক রিভিউ আমি অনেক পছন্দ করি। ভিন্ন ভিন্ন নাটক সম্পর্কে ধারণা পাওয়ার অন্যতম সুযোগ সৃষ্টি করে দেয় রিভিউগুলো। আজকে আপনি এ নাটক রিভিউ করার মধ্য দিয়ে আমাকে অজানা একটি নাটক সম্পর্কে ধারনা দিয়েছেন। রাস্তায় নাটকটা সম্পর্কে অবগত হতে পারলাম।

 19 days ago 

নাটকটি দেখতে পারেন, আশা করি উপভোগ করতে পারবেন

 21 days ago 

এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে প্রেমিক নাটকের রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ রিভিউটা শেয়ার করার জন্য।

 19 days ago 

দেখতে পারেন, আশা করছি নাটকটি উপভোগ করতে পারবেন।

 20 days ago 

এটা ঠিক বলেছেন, দিনশেষে সুস্থ না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। নাটকটা কিছুদিন আগে রিভিউ এর মাধ্যমে দেখা হয়েছে। আপনিও খুব সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ দিয়েছেন। সুন্দর একটা রোমান্টিক নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

হুম, দিনশেষে সুস্থ্যতা হলো প্রথম কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 20 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটক টি অনেক সুন্দর। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 19 days ago 

নাটকের গল্পটা আসলে দারুণ ছিল। সময় পেলে দেখতে পারেন।

 20 days ago 

রোমান্টিক নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রিভিউ পড়ে ভাবছি সময় পেলে দেখে নেবো। তাছাড়া তানজিন তিশা ও খাইরুল বাশার এর নাটক দেখতে আমি খুব পছন্দ করি। তাদের দু'জনের অভিনয় খুব সুন্দর হয়েছে। এই নাটকে দৃশ্যপট গুলো খুব সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 19 days ago 

বাশারের নাটকগুলো আমার কাছে ভালোই লাগে দেখতে আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67