💝নাটক রিভিউ || ধনী গরিবের লড়াই || ০২ তম পর্ব💝

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পরের মেয়ে নাটকের ১১৫ পর্বের মধ্য থেকে ০১ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।


Screenshot_20250308-205038~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নামধনী গরিবের লড়াই
রচনাসোলায়মান
পরিচালকঈগল টিম
অভিনয়েইফতেখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সহেলী কাকন, লিপু মামা, রিজভীনা মৌসুমী
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণড্রামা
পর্বের সংখ্যা১১৫
রিভিউ০২তম পর্ব
দৈর্ঘ্য২৭ মিনিট
প্ল্যাটফর্মyoutube@Eagle drama series officia চ্যানেল


চরিত্রেঃ

  • রিমা
  • সোহাগ
  • সূরোজ


কাহিনীর সারসংক্ষেপ

রিমা জোরে শব্দ করে কথা বলেছিল সেই শব্দ তার ভাই সুরজ শুনে ফেলে। তারপর রুমের দরজা ধাক্কা দিলে রিমার বোন গিয়ে দরজা খুলে দেয়। তারপর রিমার ভাই জিজ্ঞেস করেন কিছু হয়েছে কিনা ওরা বলে না কিছু হয় নাই। বলার পর তার ভাই চলে যায় এবং তারা ঘুমিয়ে পড়ে।

Screenshot_20250308-205821~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


তারপর সকাল বেলা সোহাগের মা-বাবা অনেক বড় টেনশন করছিল। তার মধ্যে তার বোন এসে বলে সোহাগ ভাই রাতেও বাড়ি ছিল না। এটা শুনে তার মা আরও টেনশনে পড়ে যাই। তারপর সোহাগের বোন আবার তার বন্ধুদের কাছে চাই। সোহাগের বন্ধুদের কাছে গিয়ে সোহাগের কথা শুনতে গিয়ে পিছন থেকে সুরোজ তাদের কথা শুনে ফেলে। তাদের তিনজনের কথা শোনার পরে সোহাগের দুই বন্ধুকে ধরে নিয়ে যায়।

Screenshot_20250308-210308~2.png

Screenshot_20250308-210022~2.png

Screenshot_20250308-210916~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


রিমাকে তার ভাবি নাস্তা করতে ডাকে। আর সোহাগ বলে আমার জন্য নাস্তা নিয়ে আসো। রিমা তার ভাবীর ডাকে নাস্তা করতে যাই। নাস্তা করতে গিয়ে রিমার বারবার সোহাগের কথা মনে পড়ছিল। যার কারনে রিমা খাবারের প্লেট নিয়ে রুমে চলে আসে। ‌

Screenshot_20250308-210901~2.png

Screenshot_20250308-211155~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


অন্যদিকে মাস্টারমশাইকে লিমা কে ডেকে নিয়ে আসতে বলে মোড়ল মশাই।কিন্তু সে এই কথা বলে যায়। রিমার বড় বোনের সাথে মাস্টারমশাই গল্প শুরু করে দেয়। কিন্তু মোড়ল মশাই যে তাকে রিমাকে ডেকে নিয়ে আসতে বলে সে কথা সে ভুলেই যায়। মাস্টারমশাই এবং রিমার বোন দুজনে ই ন্যাকা ন্যাকা করে কথা বলছিল।

Screenshot_20250308-211250~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


সোহাগের জন্য রিমা নাস্তা নিয়ে আসে। সোহাগ কে দেয় খাওয়ার জন্য কিন্তু সে খেতে চায় না বলে তুমি খাইয়ে দাও তারপরে খাবো। রিমা প্রথমে রাজি হয় না পরে বলে আমি খাইয়ে দিলে এখান থেকে চলে যাবেন তো। সোহাগ বলে আচ্ছা চলে যাব। সে জন্য রিমা সোহাগকে খাইয়ে দেয়। অন্যদিকে তার বন্ধুদের মোড়লের লোকজন মারধর করছিল।

Screenshot_20250308-211311~2.png

Screenshot_20250308-211354~2.png

Screenshot_20250308-211403~2.png

🌸স্ক্রিনশট: ইউটিউব🌸


ব্যক্তিগত মতামত:

ধনী গরিবের লড়াই দ্বিতীয় পর্ব নাটকটিতে একটা জিনিসই বুঝতে পারলাম মোড়ল পরিবারের মেয়েরা একটা ছেলের সাথে প্রেম বলতে কোন কিছু করার সাহস পায় না। কারণ তাদের পরিবারের নিয়ম-শৃঙ্খলা অনেক বেশি কঠিন। তাই তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। তবে পরিবারে এরকম নিয়ম-শৃঙ্খলা থাকাই শ্রেয়। তবে ছেলেমেয়েরা কঠোরভাবে শাসনে থাকলে ভালো মানুষ হতে পারবে।


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181SsBXzcn223B22y6ehCkS5KiST2zcCrkSfQWM67QR6iJ.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
Sort:  
 5 days ago 

আজকের টাস্ক সম্পূর্ণ

Screenshot_20250308-223513~2.png

Screenshot_20250308-223334~2.png

 5 days ago 

পরিবারের শাসন করা হলে বাড়ির মেয়েরা এবং ছেলেরা প্রত্যেকেই নিয়ম-শৃংখলার মধ্যে থাকে। এই নাটকের অনেকগুলো পর্ব এর আগে রিভিউ পরেছি। আজ আপনি ধনী গরিবের লড়াই নাটকের দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন। এর আগে প্লাটফর্মে অনেকেই এই নাটকের বিভিন্ন পর্ব শেয়ার করেছিল। সেগুলোই আমার পড়া হয়েছিল। আজকের রিভিউটি বেশ ভালো লাগলো আপু। চমৎকার উপস্থাপনার মাধ্যমে সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপু আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে ঈগল টিমের প্রতিটা নাটক ভীষণ ভালো লাগে।আপনার শেয়ার করা নাটকটি আমি দেখেছি।ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

ধনী গরিবের লড়াই নাটকের দ্বিতীয় পর্বটা অনেক সুন্দর করে শেয়ার করলেন আপনি। আমার কাছে আপনার শেয়ার করা নাটকটার দ্বিতীয় পর্ব খুব ভালো লেগেছে। এই নাটকটা আমি দেখেছিলাম। যাইহোক আশা করি আপনি নাটকের প্রতিটা পর্বের রিভিউ সবার মাঝে এরকম ভাবেই শেয়ার করবেন।

 4 days ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। ধনী গরিবের লড়াই নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি ধনী গরিবের লড়াই নাটকের ২ তম পর্ব রিভিউ শেয়ার করেছেন আপু আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন আপু আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81053.42
ETH 1873.17
USDT 1.00
SBD 0.73