নাটক রিভিউ//ধনী গরিবের লড়াই//পর্ব ৬//
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ৬ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | 22 মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
ধনী গরিবের লড়াই নাটকের শুরুতেই আপনারা দেখতে পারবেন মোড়ল বাড়ির মোড়ল সাহেব কিছু সংখ্যক লোককে ডেকে নিয়ে এসে তার মেয়ের বিয়ের জন্য পুরো বাড়িকে সুন্দরভাবে সাজাতে বলে। অপরদিকে মোড়ল সাহেবের মেয়ের সাথে বিয়ে হবে বলে সুরুজ মিয়া তার ভাবীদের কাছ থেকে হলুদ লাগিয়ে নেয়। সেই সাথে রিমাকে তার ভাবীরা হলুদ লাগিয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ নেয় সুরুজ। সেই সাথে সুরুজ তার ভাবিদের তার বাসর ঘর সুন্দর করে সাজানোর জন্য বলে।
ওইদিকে রিমা আর তার ছোট চাচী রিমার বড় ভাইয়ের কাছে রাস্তায় ধরা পড়ে যায়। সোহাগ মিয়ার কাছে যাওয়ার সময়। কিন্তু ভাগ্য ভালো রিমা এবং তার ছোট চাচী রিমার বড় ভাইয়ের কাছে ধরা পড়ে না। এদিকে সোহাগের ছোট বোন সোহাগের মায়ের কাছে যেয়ে সব বলে দেয়, যে সোহাগ এবং তার বাবা মোড়ল বাড়ির মেয়েকে তাদের বাড়ির বউ হিসেবে আনতে গেছে। এ কথা শুনে সোহাগের মা চিন্তায় অস্থির হয়ে যায়। এদিকে আবার সোহাগ এবং সোহাগের বাবা রিমার আশার অপেক্ষায় থাকে কখন আসবে রিমা। রিমা আশা মাত্রই সোহাগের বাবা দুজনকে নিয়ে কাজী অফিসে চলে যায় বিয়ে দেওয়ার জন্য।
কি আর বলব এই নাটকের হাস্যকর একটি চরিত্রের অভিনয় হলো মাস্টার আর সুলতানার সম্পর্ক। মাস্টারকে সুলতানা হলুদ লাগাচ্ছিল এতে মাস্টার রেগে যায় যার ফলে মোড়ল সাহেব মাস্টারের ৫০০ টাকা জরিমানা করে দেয়। অবশেষে সোহাগ এবং রিমার বিবাহ সম্পন্ন হয়। পুনরায় রিমা এবং রিমার ছোট চাচী মোড়ল বাড়িতে চলে আসে।
এদিকে মোড়ল বাড়িতে হৈ হুল্লোড় পড়ে গেছে যে রিমাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু রিমা একটু পরেই তার রুম থেকে হলুদের শাড়ি পরে বের হয়। তারপরে সবাই মিলে হলুদের স্টেজে গিয়ে রিমাকে হলুদ লাগায়। এরই মাঝে রাস্তায় মোড়ল সাহেবের সাথে সোহাগের বাবার সাথে দেখা হলে নানার রকম টিটকারি করে। তারপর ওখান থেকে চলে যায়। কিন্তু যখন রিমা এবং সুরুজের বিয়ে পড়াতে শুরু করে কাজী তখনই সোহাগ এবং সোহাগের বাবা বিয়ে আটকে দেয়। তারপরে কি হলো দেখতে চাইলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন......
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
এই নাটকটি যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি। একের পর এক চমক দেখেই চলেছে এই নাটক। আসলেই ধনী গরিবের লড়াই নাটকটি চমৎকার একটি নাটক। আজকে ষষ্ঠতম পর্বটি রিভিউ করলাম। এখান থেকে স্পষ্ট হয় এটাই যে সোহাগের বাবা মোড়ল বাড়ির মেয়েকে তার ছেলের পুত্রবধু হিসেবে তার বাসায় নিয়ে যেতে চেয়েছিল। এটা আসলে সে করেই ছাড়বে। এটা সত্য কথা যে ,যে কোন জিনিসের প্রতি কঠোর চিন্তা ভাবনা দৃঢ় আত্মবিশ্বাস থাকলেই সেই কাজে সফল হওয়া সম্ভব। ঠিক যেমনটা ধনী গরিবের লড়াইয়ের নাটকের সোহাগের বাবা যা ইচ্ছা করেছিল সেটা করে দেখিয়েছে। দেখা যাক পরবর্তী পর্বগুলোতে কি অপেক্ষা করছে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X promotion
নাটকটি বেশ কয়েক পর্ব দেখেছিলাম। নাটকটি দেখতে আমার কাছেও বেশ ভালই লাগে। আজ আবার আপনার রিভিউ এর মাধ্যমে নাটকের এই পর্বটি দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
আসলেই এই নাটকের পর্বগুলো ভীষণ ভালো লাগে আমার কাছেও। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ডেইলি টাস্ক প্রুফ
এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে। বেশ কয়েকটা পর্ব দেখেছি। খুব সুন্দর ছিল নাটকের রিভিউটা। যেন নাটকের পর্ব গুলো দেখার প্রতি আরো উৎসাহ সৃষ্টি হলো রিভিউ পড়ে।
আমার কাছেও এই নাটকটি অনেক বেশি ভালো লাগে। যাইহোক গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
এই নাটকের বিষয়বস্তু আমার কাছে বেশ ভালো লাগে।নাটকের বেশ কয়েকটি পর্ব আমি দেখেছি। আমার বাংলা ব্লগের অনেকের পোস্টে এই নাটকের রিভিউ পড়েছি। আপনি সুন্দর করে সাবলীল ভাষায় নাটকটি রিভিউ করেছেন। আপনার এই নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। নাটকের রিভিউগুলো পড়তে বেশ ভালো লাগে আমার। অল্প সময়ের সমস্ত কাহিনী জেনে নেওয়া যায়। সুন্দর নাটকে রিভিউ করার জন্য আপনাকে ধন্যবাদ।
এটা সত্য যে আমার বাংলা ব্লগের অনেকেই এই নাটকের রিভিউ করতেছে। তবে আমার রিভিউ সম্পর্কে আপনার সুচিত্ব মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো,ধন্যবাদ।
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
আসলেই ভাই এই নাটকের নায়ক নায়িকা গুলো দারুন অভিনয় করে যাচ্ছে। এই পর্বটিও চমৎকার ছিলো। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে।
আজকে আপনি অনেক সুন্দর করে ধনী গরিবের লড়াই নাটকের ছয় নাম্বার পর্ব শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমার কাছে তো এই নাটকটা অনেক ভালো লাগে দেখতে। আপনি এক এক করে নাটকের প্রত্যেকটা পর্ব আমাদের মাঝে শেয়ার করছেন অনেক সুন্দর করে। নাটকের এই পর্ব টাও খুব সুন্দর হয়েছে।
এই নাটকটির সবগুলো পর্বই দারুণ লেগেছে আপু। আপনাদের কাছেও ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম। গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।