চশমা পরিবার
সবাইকে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি।আজ গেছিলাম চোখের ডাক্তার এর কাছে বোন কে নিয়ে।
গতদুই দিন ধরা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর ঠান্ডা সব মিলিয়ে এবার আমার জন্য একটা বিরক্তি কর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এখন আর বিল্ডিং এ নেই। এখন আর বৃষ্টি/ঠান্ডা উপভোগ করি না।
কারণ রাতে প্রচুর ঠান্ডা বাতাস আসে ঘরে আর রান্নার জায়গাও খোলা এবং বাথরুম ও অনেক দুরে।
যাই হোক আজ শুক্রবার চক্ষু হাসপাতালে ডাক্তার আসে। তাই গিয়েছিলাম বোন কে নিয়ে। সিরিয়াল দিলাম অনেক ক্ষন বসে ছিলাম, একটু পর রিসেপশনিস্ট এর সাথে গল্প করতে করতে জানতে পারলাম উনি আমার বাবার বন্ধু। তাই আমাদের সিরিয়াল কেটে আগে চেম্বার এ ঢুকিয়ে দিল। এর পর ডক্তার চেক-আপ করল।
আজ ছিল সনাতনধর্মালম্বী দের একাদশী। আমি আর মা ছিলাম একাদশী তাই খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কারন সকালে জল ও পান করি নি।
ডাক্তার প্রেসক্রিপশন করল।
এবার চশমা বানানোর পালা। চশমা পরা অবস্থাতে বোন কে দেখলে আমার শুধু হাসি পায়।
আমরা আট জনের পরিবার এখন সবাই চশমা পরি।
মা,বাবা,বোন,আমি,দিদা,দাদু,মামা,মামি সবাই চশমা পরি।
এবার বাসায় আসলাম খাওয়া দাওয়া করলাম। আজ মেনুতে ছিল সাবুদানা দুধ দিয়ে সিদ্ধ আর বাদাম ভাজা।
তার পর এককাপ চা খেলাম কারণ খুব মাথা ব্যাথা করতেছিল।
এখন রাতের খাবার পালা। আজ রাতে কাউনের চালের খিচুড়ি খেলাম।
সুস্থতা সৃষ্টিকর্তার অশেষ কৃপা।
এখন সৃষ্টিকর্তার নাম সরণ করে ঘুমিয়ে পরব।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগ টি। ভুল এুটি গুলো ক্ষমা করবেন। সবাইকে ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আসলে বর্তমান সময়ে মানুষের দেহে যেকোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর চোখের সমস্যার জন্য আপনার বোনকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো। আপনার পরিবারে আটজনের চোখে এখন চশমা দেয়া লাগে বিষয়টি জানতে পেরে বেশ বিস্মিত হয়ে গেলাম। তারপরও আমাদের সকলের উচিত আমাদের চোখের যথার্থ যত্ন নেওয়া।
জি ভাইয়া। ধন্যবাদ।
চশমা পরিবার অসুস্থতা হলেও বেশ ভালোই সবার চশমা।আসলে বর্তমানে প্রতি ঘরে ঘরে এমন চশমা পরিবার হয়ে যাবে কোন এক সময়।বর্তমানে চোখের সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে। একাদশীর খাওয়া দাওয়া গুলো খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জবাব।
ধন্যবাদ আপু