রঙ্গিন কাগজ দিয়ে হ্যাপি নিউ ইয়ার এর কার্ড তৈরি।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রঙ্গিন কাগজ দিয়ে হ্যাপি নিউ ইয়ার এর কার্ড তৈরি।সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল। এবং এ বছর অনেক দুঃখ, কষ্ট, ভুল হয়ে গিয়েছে। কিন্তু সেগুলো মনে রেখে আমাদের দুঃখ না করে, বরং নতুন করে আমাদের জীবনকে তৈরি করতে হবে, রাঙিয়ে নিতে হবে, নতুন বছরকে বরণ করতে হবে। যাইহোক এই নতুন বছর উপলক্ষে ভাবলাম আপনাদের কাছে নতুন কিছু শেয়ার করি। তাই রঙিন কাগজ দিয়ে একটি কার্ড তৈরি করলাম।রঙ্গিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । খুব একটা সময় পাইনা তাই বেশি একটা করা হয় না। তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এটি দেখতে খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন
- সাদা কাগজ।
- কেচি।
- আঠা।
- জেলপেন।
- পুঁতি।
- প্রথমে আমি কাগজের উপর একটি বৃত্ত এঁকে কেচি দিয়ে কেটে নেব।
- এরপর সাদা কাগজে একটি ফুল কেটে নেব।
- এরপর নীল কাগজের বৃত্তের ওপরে, সাদা কাগজের ফুলটি আঠা দিয়ে লাগিয়ে নেব।
- এরপর নীল রঙের একটু কাগজকে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেব ,এরপর আবার মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে ,কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে নেব।
- এরপর কেচির সাহায্যে ফুলটি কেটে নেব। এবং একটি পাতা কেটে ,অন্য একটি পাতার সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে নেব ,এরপর মাঝখানে আঠা দিয়ে পুঁতি লাগিয়ে নেব।
- এরপর আমি আঠা দিয়ে সবগুলো ফুল লাগিয়ে নেব।
- এরপর নীল রঙের কাগজের উপরে, চার পাশে পুঁতি লাগিয়ে নেব।
- এরপর আমি মাঝখানে হ্যাপি নিউ ইয়ার লিখে নিব।
নতুন বছরে আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি শুভ নববর্ষের অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাপি নিউ ইয়ার এর কার্ড টি অনেক ভালো হয়েছে আপু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।নতুন বছরের শুরুতে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।ভালো মন্দ সবকিছু মিলিয়ে তো মানুষের জীবন।তবে মন্দ গুলোকে পরিহার করে ভালো কিছু নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।অনেক সুন্দর করে আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার এর কার্ড তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সকল দুঃখ ভুলে আমরা নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিয়েছি! আপনার নিউ ইয়ার কার্ড সুন্দর হয়েছে আপু। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন। ধন্যবাদ
আপু নতুন বছরের শুভেচ্ছা জানাই। একদম ঠিক বলেছেন আপু আমাদের জীবন থেকে যে দিন চলে গিয়েছে সেই দিন ভালো বা খারাপ যাই হোক না কেন তাকে মনে করে দুঃখ না পেয়ে নতুন দিনকে বরণ করে নেওয়া উচিত। যাই হোক আপনি নতুন বছর উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার কার্ডের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু পুরোনো বছরের দুঃখ কষ্ট ভুলে আমাদেরকে নতুন বছরে আবার নতুনভাবে শুরু করতে হবে নতুন বছর উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ড এর উপরে ছোট ছোট ফুল গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এই ছোট ছোট ফুলগুলো তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। সবশেষে কার্ডটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ।ধন্যবাদ আপু।
একটা বছরকে ঘিরে আমাদের অনেকেরই দুঃখ কষ্ট এবং আনন্দ মিশে থাকে তবে সেই বছরটা যখন চলে যায় তখন মনে হয় পরের বছরটা হয়তো এর থেকে ভালো কাটবে। এটা সম্পূর্ণই নির্ভর করে আমাদের ভাগ্যের উপর। যাই হোক চমৎকার একটি নতুন বছরের কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম। খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক আপু পুরনো বছরে দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে নতুন ভাবে শুরু করতে হবে । নতুন বছর উপলক্ষে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এই রকম একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু ৷ নতুন বছরকে ঘিরে রঙ্গিন কাগজ দিয়ে হ্যাপি নিউ ইয়ার এর কার্ড অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ৷ কার্ড টি দেখে আসলেই অনেক ভালো লাগলো ৷ আপনি ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে গুছিয়ে দিয়েছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷