ডাই//ক্লে দিয়ে বিভিন্ন খাবার ভর্তি প্লেট তৈরি
আসসালামু আলাইকুম বন্ধুরা
আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে শেয়ার করবো ক্লে দিয়ে বিভিন্ন খাবার ভর্তি প্লেট তৈরির ডাই প্রজেক্ট। আমি একটি প্লেটের মধ্যে বেশ কয়েক পদের খাবার বানিয়ে সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করেছি। যখন সম্পূর্ণ কাজ শেষ হলো তখন দেখতে একদমই বাস্তবের মতোই দেখাচ্ছিল। এই ধরনের জিনিস বানাতে খুব ভালো লাগে। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে এমনেতেই খুব ভালো লাগে। বর্তমানে সবাই ক্লে দিয়ে সবাই খুব সুন্দর সুন্দর জিনিস বানায়। তাইতো আমি চিন্তা করলাম কিছু একটা বানিয়ে নেই। তারপর মনে যা আসছিল তাই মনের মাধুরী দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছি।
তবে যখন কোনো কাজ এত কষ্ট করে বানিয়ে শেয়ার করলে আপনাদের কাছে ভালো লাগে তখন পরিশ্রম সার্থক মনে হয়। আমার বাংলা ব্লগে প্রায় সবাই খুব সুন্দর সুন্দর ডাই তৈরি করেন। তাদের দেখে আমিও চেষ্টা করি নতুনত্ব নিয়ে আসতে। তবে কতটুকু সম্ভব হয় তা জানি না। আজকের এই খাবারের প্লেট সম্পূর্ণ বানানোর পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ছেলে তো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এসব জিনিস আবার বাচ্চারা খুব পছন্দ করে। এই ধরনের জিনিস শোপিস হিসেবেও ব্যবহার করা যায়। যাই হোক তাহলে চলুন আমি কিভাবে এই ডাই বানিয়েছি তার ধাপ গুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিভিন্ন কালারের ক্লে
২. গাম
৩. পোস্টার রং
🍁১ম ধাপ🍁
![]() | ![]() |
---|
প্রথমে সবুজ কালার ক্লে দিয়ে প্লেটের ডিজাইন করে নিলাম।
🍁২য় ধাপ🍁
![]() | ![]() |
---|
এবার সাদা কালার ক্লে দিয়ে ছোট বাটির ডিজাইন করে নিলাম। এরপর সেই বাটিতে পানি কালার গাম দিয়ে নিয়েছি।
🍁৩য় ধাপ🍁
![]() | ![]() |
---|
এখন পোস্টার রং দিয়ে কালার করে নিলাম। যাতে করে মনে হয় বাটিতে খাবার রয়েছে।
🍁 ৪র্থ ধাপ🍁
![]() | ![]() |
---|
এবার কিছু ভাত ও ডিম পোঁচ বানিয়ে নিলাম।
🍁৫ম ধাপ🍁
সবশেষে এবার সবুজ প্লেটে সবগুলো খাবার সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছে।
🍁 ফাইনাল আউটপুট 🍁
এবার বিভিন্ন ভাবে কিছু ছবি তুলে নিলাম। আমার আজকের ক্লে দিয়ে বিভিন্ন খাবার ভর্তি প্লেট তৈরির ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
https://x.com/TanjimaAkter16/status/1904241490500739549?t=KgvgXXcdStniw8RBCEtmZg&s=19
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের খাবার ভর্তি থালা বাটি তৈরি করেছেন। বিভিন্ন ধরনের খাবার দেখতে বেশ চমৎকার লাগছে। ক্লে দিয়ে তৈরি করা এসব জিনিস গুলো দেখতে বেশ ভালই লাগে। তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন। অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে দারুন একটু কাজ আমাদের সাথে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো আপু।
ক্লে দিয়ে যে কোন কিছু করতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি খুব সুন্দর করে বিভিন্ন রকম খাবার দিয়ে টেবিলের মতো করে একটা সুন্দর ডেকোরেশন তৈরি করেছেন। যেটা দেখে ভীষণ ভালো লাগছে আপু। আসলেই ছোট ছোট এই কাজগুলো দেখলে খুবই ভালো লাগে।
ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আজকে আপনি অনেক সুন্দর করে খাবার ভর্তি প্লেট তৈরি করেছেন। সবকিছু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এই ধরনের কাজগুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে।