ডাই পোস্টঃ টিসু পেপার দিয়ে খরগোশের মাথা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১০ই ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি টিসু পেপার দিয়ে খরগোসের মাথা বানিয়েছি। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে তারা বেশ খুশি হবে। বানানোর পর আমারও বেশ ভালো লেগেছে । আজ প্রথম আমি টিসু দিয়ে কোন কিছু বানালাম। আর নতুন নতুন যে কোন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। আর তাইতো চেস্টা করি সেই সকল জিনিস আপনাদের সাথেও শেয়ার করতে। খরগোসের মাথা বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি টিসু পেপার সহ আরও কিছু উপকরণ।যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন, দেখে নেয়া যাক, তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d4.jpg

d19.jpg

১। সাদা রং এর টিসু
২।লাল ও কালো রং এর কলম
৩।স্কচ টেপ

টিসু দিয়ে খরগোস এর মাথা তৈরি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d4.jpg

d3.jpg

প্রথমে ২২ সেঃমিঃX ১৮সেঃমিঃ সাইজের এক টুকরো সাদা টিসু সমান তিন ভাঁজ করে নিয়েছি খরগোসের মাথা বানানোর জন্য।

ধাপ-২

d5.jpg

ভাঁজ করা টিসুটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d6.jpg

d7.jpg

টিসু পেপারের উভয় দিক মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৪

d8.jpg

d9.jpg

উভয় পাশের টিসু কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

d10.jpg

d11.jpg

দু'পাশের ভাঁজ করা টিসু পুনরায় চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

d12.jpg

d13.jpg

এবার নিচের দিকে টিসু ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের টিসুর কোনা স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d14.jpg

যে পাশে স্কচ টেপ লাগিয়ে নিয়েছি ,তার উলটো পাশে কালো ও লাল রং এর পেন দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম টিসু দিয়ে খরগোসের মাথাটি।

উপস্থাপনা

d15.jpg

d16.jpg

d17.jpg

আশাকরি আমার আজকে টিসু পেপার দিয়ে বানানো খরগোসের মাথাটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ বিকাল।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 9 pro
তারিখ২৩ শে ফেব্রুয়ারী, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 days ago 

টিসু পেপার দিয়ে অসাধারণ একটা ডাই তৈরি করেছেন।আপনার ডাই গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। খরগোসের মাথাটি দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

Daily task

dt1.png

dt2.png

 2 days ago 

শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে কি সুন্দর খরগোশের মুখ তৈরি করলেন। যতবার দেখছি তত অবাক হচ্ছি আপনার সৃজনশীলতা দেখে। দারুন সুন্দর হয়েছে খরগোশের মুখটি আপু। আপনার ইনোভেটিভ আইডিয়ার প্রশংসা না করে পারছি না। কারণ মুখটি একেবারে আসল খরগোশের মতই হয়েছে।

 2 days ago 

টিস্যু দিয়ে এরকম ভাবে দারুণ কিছু জিনিস তৈরি করা যায় এটা আসলে আমার কাছেও অজানা ছিলো। আপনি কিন্তু খুবই সুন্দর করে টিস্যু দিয়ে খরগোশের মাথা বানিয়েছেন। খরগোশের মাথা তৈরি করার প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দর করে সাবলীল বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আগামীতে আপনার থেকে এরকম আরো ক্রিয়েটিভ জিনিসগুলো দেখতে চাই।

 2 days ago 

টিস্যু পেপার দিয়ে খরগোশের মাথা তৈরি করার আইডিয়া কিন্তু অনেক বেশি দারুণ ছিল। আর আমার কাছে এটা দেখতেও অনেক বেশি ভালো লেগেছে। আমি কয়েকদিন আগে এরকম ডাই তৈরি করেছিলাম। এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। অনেক বেশি দারুণ লাগলো আমার কাছে এটা দেখে।

 2 days ago 

টিসু পেপার দিয়ে খরগোসের মাথা তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 2 days ago 

টিসু পেপার দিয়ে খরগোসের মাথা তৈরি করতে দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 88798.56
ETH 2508.06
USDT 1.00
SBD 0.65