ডাই প্রজেক্টঃ পুরাতন সুতার রোল দিয়ে গলার মালা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন।আজ ২৩শে পৌষ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

j1.jpg

j2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে ডাই পোস্ট।অনেকদিন হয়েছে কোন ধরনের জুয়েলারী তৈরি করা হচ্ছে না। তাই আজ অনেকদিন পর একটি গলার মালা বানালাম। আর সেই মালা বানানোর পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো।আজকাল কাপড়ের তৈরি জুয়েলারির ট্রেন্ড চলচ্ছে। ড্রেস এর সাথে মিলিয়ে পড়ছে মেয়েরা। আর তা দেখতেও বেশ ভালো লাগছে।তাই আজ আমি কাপড় দিয়ে একটি মালা বানিয়েছি। দেখতে বেশ ভালো লেগেছে আমার মালাটি। এর সাথে মিলিয়ে কানের দুল ও হাতের চুড়ি বানাবো পরবর্তিতে। তাও আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি।কাপড়ের মালা বানাতে আমি ব্যবহার করেছি পুরাতন সুতার রোল ও কাপড় সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে তৈরি করলাম আজকের উপস্থাপিত গলার মালাটি।। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

j18.jpg

j17.jpg

j5.jpg

j4.jpg

১। পুরাতন সুতার রোল
২।গাম
৩।কাঁচি
৪।রুপালী পুথি
৫।সুঁই
৬।সুতা দু"ধরনের
৭।মেটালের ঝুমকা
৮।কটন বল

গলার মালা তৈরির ধাপ সমুহ

ধাপ-১

j16.jpg

j15.jpg

j14.jpg

প্রথমে এক টুকরো কাপড় কেটে নিয়েছি। কাপড়ের টুকরোটি কাগজের রোলের সাথে সেলাই করে লাগিয়ে নিয়েছি।এবং দু'প্রান্তের অতিরিক্ত কাপড় গাম দিয়ে রোলের ভিতরে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২

j13.jpg

কিছু রুপালী রং এর পুথি সুই এ গেঁথে নিয়ে প্যাচানো রোলের মাঝ বরাবর সেলাই করে নিয়েছি।

ধাপ-৩

j12.jpg

সেই সুতার মধ্যে একটি ঝুমকা ঢুকিয়ে নিয়ে তা সেলাই করে মাঝখানে লাগিয়ে দিয়েছি।এবং একইভাবে পুথি বাকী অংশে সেলাই করে লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি লকেট

ধাপ-৪

j11.jpg

এবার একটি লাচ্ছি সুতা কয়েক তার করে নিয়েছি বানানো লকেটটিতে ঢুকিয়ে মালার টারসেল বানানোর জন্য।

ধাপ-৫

j10.jpg

j9.jpg

j8.jpg

j7.jpg

এবার টারসেলে প্রথমে কটন বলটি ঢুকিয়ে নিয়েছি। এবার সুতার এক প্রান্ত বানানো লকেট এ ঢুকিয়ে নিয়েছি।আবারও কটন বল ঢুকিয়ে নিয়ে গলার মালা বানানো শেষ করেছি।

উপস্থাপন

j6.jpg

j3.jpg

j19.jpg

আশাকরি আজকে পুরাতন সুতার রোল দিয়ে বানানো গলার মালাটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 2 months ago 

Daily Task

dt1.png

dt2.png

dt3(jan7).jpg

 2 months ago 

আপু আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ। আর এত সুন্দর করে পুরনো একটি জিনিসকে নতুন রূপ দান করেছেন দেখে অনেক ভালো লাগলো। আর গহনাটি দেখতেও খুবই চমৎকার হয়েছে।

 last month 

আমার বেশ আগ্রহ এই গয়না তৈরিতে। তাই মনে হয় সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 2 months ago 

একটা কথা বলি আপু? আপনার কাজগুলো দেখলে আমার একটাই কথা মনে হয়, আপনি আমার কোন জন্মের হারিয়ে যাওয়া যমজ বোন বা দিদি৷ আপনিও দেখি আমারই মতন সব কিছু হাতে করার দিকে এগিয়ে যান৷

এই হারগুলো এখন ট্রেন্ডি। সালোয়ার থেকে জিন্স বা শাড়ি সবেতেই মানায়। আমিও পরি।

 last month 

আমিও তাই মনে করি। আপনার স্বভাবের সাথে আমার অনেক মিল এই হাতের কাজের দিকে। কিন্তু আপনার মতো লিখালিখি পারি না।

 2 months ago 

প্রথমে আমি বুঝতেই পারিনি এটা সুতার রোল দিয়ে তৈরি করা। সত্যিই অসাধারণ হয়েছে আপু। আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মালাটা দারুন হয়েছে। শাড়ির সাথে পড়লে ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last month 

এই মালাটি আসলেই শাড়ির সাথে পরলে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ আপু।

 2 months ago 

গলার মালা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে দক্ষতা থাকলে অনেক কিছুই করা যায়। যা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পুরাতন সুতার রোল দিয়ে গলার মালা তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। গলার মালা তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

ইচ্ছা ও আগ্রহ থাকলে সব কিছুই সুন্দরভাবে করা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

দারুন সুন্দর একটি গলার মালা তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। খুব দক্ষ হাতে এমন সুন্দর মালাটি বানালেন। সব থেকে ভালো লাগলো সামনের দিকের লকেটটি। সব মিলিয়ে দারুন সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 last month 

আমার হাতের গহনার প্রতি একটা দুর্বলতা আছে। তাই সব ধরনের গহনা বানানোর চেস্টা করি।ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য।

 2 months ago 

আপু আজ আপনি পুরাতন সুতার রোল দিয়ে গলার মালা তৈরি করেছেন। মালাটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মালা তৈরির ধাপ গুলা অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

আপনার আইডিয়া দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। পুরাতন সুতার রোল ব্যবহার করে অনেক সুন্দর ভাবে আপনি গলার মালা তৈরি করেছেন, যেটা অনেক সুন্দর হয়েছে। শাড়ির সাথে এটা পড়লে দেখতে অনেক বেশী সুন্দর লাগবে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে এটা।

 last month 

জি আপু শাড়ির সাথে মালাটি পরলে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67