ডাই প্রজেক্টঃ রঙ্গিন ম্যান্ডালা ডিজাইনের বুক মার্ক।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। যারা বই পড়তে ভালোবাসেন তাদের পছন্দ হল সুন্দর একটি বুক মার্ক। আর ঘরে থাকা পুরাতন কিছু জিনিস ব্যবহার করে যদি নিজেই বানিয়ে নিই বুক মার্ক তাহলে বেশ ভাল হয়। আর তাই আজ আমি বাসায় থাকা পুরাতন জিনিস ব্যবহার করে, কিভাবে একটি সুন্দর বুক মার্ক তৈরি করেছি, সে পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর তাহলো রঙ্গিন ম্যান্ডালা আর্টের বুক মার্ক। বুক মার্ক তৈরির বিভিন্ন ধাপ আপনাদের সাথে শেয়ার করবো। আমি এ বুকমার্ক তৈরি করার জন্য ব্যবহার করেছি পুরাতন কার্টুন বোর্ড, রঙ্গিন সুতা,বিভিন্ন রং এর সাইন পেন,রঙ্গিন কাগজ,পুথি ও আরও বিভিন্ন উপকরণ।
উপকরণ
১। কার্টুন বোর্ড
২।রঙ্গিন কাগজ
৩। রঙ্গিন সুতা
৪।গাম
৫।রঙ্গিন পুথি
৬।সুই
৭। কাচি
৮।বিভিন্ন রং এর সাইন
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ১ ইঞ্চি চওড়া ও ৫ ইঞ্চি লম্বা করে কার্টুন বোর্ড কেটে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-২
এবার একটি হলুদ রং এর কাগজ টুকরো করে নিতে হবে, কেটে নেয়া কার্টুন বোর্ডটি প্যাচিয়ে নেয়ার জন্য। যেন দেখতে ভাল লাগে।
ধাপ-৩
আরেক টুকরো হলুদ রং এর কাগজ কেটে নিতে হবে পুর্বে প্যাচিয়ে নেয়া কার্টুন বোর্ডটির অপর পার্শ্বে গাম দিয়ে লাগিয়ে নেয়ার জন্য। যেন উভয় দিক দেখতে ভাল লাগে।
ধাপ-৪
এরপর ৬ ইঞ্চি লম্বা সুতা কেটে নিতে হবে। একটি টারসেল তৈরি করার জন্য।
ধাপ-৫
কেটে নেয়া সুতার টুকরোটির মাঝ বরাবর এক টুকরো সুতা দিয়ে গিট দিয়ে একটি টারসেল তৈরি করে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৬
হলুদ কাগজ দিয়ে প্যাচিয়ে নেয়া কার্টুন বোর্ডটিতে প্রথমে কাল সাইন পেন দিয়ে তিনটি আর্ধ বৃত্ত একে নিতে হবে। এবং তাতে কিছু ডিজাইন একে নিতে হবে। এরপর সেই ডিজাইনগুলো বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে রং করে নিতে হবে।
ধাপ-৭
টারসেলের অতিরিক্ত সুতায় একটি পুথি ঢুকিয়ে নিতে হবে,যেন টারসেলটি দেখতে ভাল লাগে।
ধাপ-৮
এবার একটি সুই দিয়ে ডিজাইন করা কাগজের টুকরোর এক প্রান্তে একটি ছিদ্র করে নিতে হবে। সেই ছিদ্রের মধ্যে টারসেলটি ঢুকিয়ে গিট দিয়ে নিলেই,তৈরি হয়ে যাবে রঙ্গিন ম্যান্ডালা ডিজাইনের বুক মার্ক।
উপস্থাপনা
আশাকরি আজকে পুরাতন কার্টুন বোর্ড দিয়ে তৈরি করা রঙ্গিন ম্যান্ডালা বুক মার্কটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে রঙ্গিন ম্যান্ডালা এর ডিজাইনের বুক মার্ক বানিয়েছেন। তবে বুক মার্কস এর মধ্যে অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আর লাল সুতা গুলো দাওয়াতে দেখতে খুব চমৎকার লাগতেছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার এত ইউনিক আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে বুকমার্ক বানিয়ে তার উপর রঙিন মান্ডালার ডিজাইন করেছেন। রঙিন ডিজাইন করার জন্য দেখতে অনেক ভালো লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আমার মত পড়ুয়াদের অনেক উপকার হবে। বার বার এক পৃষ্ঠা খুজে বের করার ঝামেলা করতে হবে না। আবার দেখতেও সুন্দর ফলে চোখও শান্তি পাবে।ধন্যবাদ আপু এমন উপকারি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
ঠিক তাই বই পড়ুয়ারা নিজেই ঘরে থাকা পুরাতন জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন।ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব চমৎকার একটি ম্যান্ডেলা বুক মার্ক তৈরি করেছেন। আপনি একটি কার্টুন বোর্ড ব্যবহার করে তার উপর হলুদ কাগজ পেঁচিয়ে নিয়েছেন এবং তাতে ছোট ছোট মেন্ডেলা অঙ্কন করেছেন। আরো মজার ব্যাপার হচ্ছে আপনি বুক মার্কে টার্সেল এবং পুঁথি দিয়েছেন যা সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
জাস্ট অসাধারন হয়েছে আপু কাটুন দিয়ে রঙিন ম্যান্ডেলা দেখে মুগ্ধ হলাম। এভাবে যে রঙিন ম্যান্ডেলা তৈরি করা যায় তা কখনো ভাবতে পারিনি। আপনার আইডিয়া সত্যি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার রঙিন ম্যান্ডেলা ডিজাইন এর বুকমার্ক এর ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।