ডাই প্রজেক্টঃদাদার জন্য রাখী তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১৬ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩১ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ। গত ৩/৪ দিন ধরে প্রচন্ড গরম। গরমে জনজীবন অতীষ্ট। বিশেষ করে বয়স্ক আর শিশুদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশী। তাদের দিকে নজর দিন। হয়ত আগামী কয়েকদিনের মধ্যে গরম কেটে যাবে আশাকরি। বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ আপনার সামনে নিয়ে এসেছি একটি ডাই প্রজেক্ট। আর আজকের প্রজেক্টটি @rme দাদার জন্য। রাখীবন্ধনে দাদার জন্য আমার ক্ষুদ্র উপহার রাখী ও ফুলের তোড়া। দাদার জন্য বানানো রাখী নিয়েই আমার আজকের উপস্থাপন। আশাকরি ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি ফিতা,পুঁথি সহ।পাথর,বিস্কিটের প্যাকেট সহ অন্যান্য উপকরণ। যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকে দাদার জন্য রাখী ।
তৈরির উপকরণসমূহ
১।সোনালী রং এর ফিতে
২।সুঁই
৩।সুতা
৪|সোনালী রং এর পুঁথি
৫|লাল রং এর পাথর
৬|কাঁচি
৭।কাল রং এর সুতা
৮।কালো, লাল রং এর পুঁথি
৯।বিস্কিটের প্যাকেট
১০।গ্লু গান
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে সোনালী রং এর ফিতা ২৪ইঞ্চি কেটে নিয়েছি ।এবং ফিতার দু'প্রান্ত সুঁই দিয়ে সেলাই করে নিয়েছি।
ধাপ-২
এরপর ফিতের একদিকে সোনালী রং এর পুঁথি সুঁই দিয়ে কিছু দুর পরপর লাগিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ ফিতায় লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
এবার যে পাশে পুঁথি লাগিয়েছি তার অপর পাশে সুঁই দিয়ে সেলাই করে নিয়েছি কুঁচি বানানোর জন্য। এবার সেলাই করা সুতা টেনে কুঁচি করে নিয়েছি।
ধাপ-৪
এবার কুঁচি করা ফিতের সাইজে গোল করে বিস্কিটের প্যাকেট কেটে নিয়েছি।
ধাপ-৫
কেটে নেয়া কাগজের টুকরোটিতে গ্লু গান দিয়ে কুঁচি করা ফিতাটি লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার ফিতা লাগানোর পর মাঝখানের খালি অংশটিতে লাল রং এর পাথরটি লাগিয়ে নিয়েছি গ্লুগান দিয়ে।
ধাপ-৭
এবার ফিতা যে পাশে লাগিয়েছি অন্য পাশে গ্লুগান দিয়ে কাল সুতা লাগিয়ে নিয়েছি। হাতে বাধাঁর জন্য। এবার দেখতে সুন্দর লাগার জন্য কাল সুতার দুঃপাশে লাল ও কাল রং এর পুঁথি পরপর গেঁথে নিয়ে রাখী বানানো শেষ করেছি। এবার রাখী পরার জন্য তৈরি।
উপস্থাপন
আশাকরি আমার ফিতা দিয়ে তৈরি করা দাদার জন্য, রাখীটি আপনাদের ভাল লেগেছে। এই রাখী পূর্ণিমায় দাদার ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফিতা দিয়ে রাখী তৈরি |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৩১ আগস্ট, ২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
বাহ খুব সুন্দর ভাবে নিজ হাতে রাখি তৈরি করেছেন।পাথর, পুতি ও ফিতা চারাও অনেক কিছু এর সাহায্যে সুন্দরভাবে রাখি তৈরি করে শেয়ার করেছেন।আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
দেখতে যেন সুন্দর লাগে সেজন্য বিভিন্ন উপকরন ব্যবহার করে রাখীটি তৈরি করেছি। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
https://twitter.com/selina_akh/status/1697298575221469235
আপু আপনার রাখি তৈরি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপু দাদা আপনার রাখি দেখে নিশ্চয় অনেক খুশি হবে।পুঁথি দেওয়াতে আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রাখি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
দাদার জন্য বানানো আপনার রাখিটি খুবই চমৎকার হয়েছে । আসলে মন থেকে কোন কাজ করলে সেটা ভালো না হয়ে যাওয়ার উপায় নেই । নিশ্চয়ই দাদার কাছেও বেশ পছন্দ হবে আপনার তৈরি রাখি টি। বেশ ভালো ছিল ধন্যবাদ।
আমি চেস্টা করেছি সুন্দর করে তৈরি করতে। অনেক ধন্যবাদ আপু।
শ্রদ্ধেয় দাদার জন্য রাখি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার তৈরি করা রাখি দেখতে খুবই সুন্দর লাগছে। পুঁথি দেওয়াতে আমার কাছে বেশি সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই আপনার রাখি দেখে দাদা খুব ভালো লাগবে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বাহ চমৎকার তৈরি করেছেন আপু দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। হাতে পড়লে এটা অবশ্য আরো বেশি ভালো লাগবে। পুঁথি গুলো লাগানোয় রাখির সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমে বলতে হচ্ছে আপনার তৈরি এই রাখী সম্পর্কে৷ আপনি খুবই সুন্দরভাবে এই রাখি তৈরি করে ফেলেছেন৷ আর এরকম একটি সুন্দর রাখি আপনি দাদার জন্য তৈরি করেছেন শুনে খুশি হলাম৷ এরকম আরো সুন্দর সুন্দর কিছু ডাই প্রজেক্ট আমাদের মাঝে উপহার দেওয়ার আশায় আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল ৷
আমি চেস্টা করবো নতুন নতুন ডাই উপস্থাপন করতে। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি খুব সুন্দর একটি ড্রাই প্রজেক্ট তৈরি করেছেন। অবশ্যই এটি হলে রাখি, যেটা দাদার জন্য আপনি উপর হিসেবে তৈরি করেছিলেন। দাদার জন্য তৈরি রাখিটা বেশ সুন্দর হয়েছে আপু। এর রাখি তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।