ম্যান্ডেলা আর্ট ||১০% বেনিফিশিয়ারি @ shy-fox এর জন্য||
❤️ হ্যলো বন্ধুরা,❤️
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রতিদিনকার মত আজও আমি নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।
ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। কিন্তু অনেকদিন যাবতই বিভিন্ন কারণে ম্যান্ডেলা আর্ট করা হয়ে উঠছিল না। ম্যান্ডেলা আর্ট করার জন্য মনটা খুঁতখুঁত করছিল। এজন্য গত রাত থেকেই মনটাকে স্থির করে নিয়েছিলাম যে যত ব্যস্ততায় থাক, যত কাজই থাকুক না কেন ম্যান্ডেলা আর্ট করবোই। সকালে নাস্তার পর থেকেই আর্ট করার জন্য টেবিলে বসে ছিলাম। আর্ট করা দেখলেই আমার একজন সহকারী বিনা অনুমতিতেই যোগদান করে। সে আর কেউ নয় সে হচ্ছে আমার মেয়ে।আমাকে আর্ট করতে দেখেছে আর তখনই সে কার্টুন দেখা বাদ দিয়ে আমার কাজের সঙ্গী হিসেবে যোগদান করেছে। আর সঙ্গী হিসেবে নয় বরং সে আমাকে ডিরেকশন দিচ্ছিল মামনি এভাবে না এভাবে করতে হবে। এভাবে দিয়েছো কেন হাজারটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অবস্থা খারাপ। তার পরেও আর্টটি সম্পন্ন করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আজকে আমি সেই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করছি।
ম্যান্ডেলা আর্ট করতে যা যা প্রয়োজন
- জেল পেন
- পেন্সিল কম্পাস
- পেন্সিল
ধাপ-১
- প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বড় বৃত্ত এঁকে। তার মধ্যে পাপড়ির মত এঁকেছি।
ধাপ-২
- এবার পেন্সিল কম্পাস দিয়ে আরো কিছু পাপরি এঁকে মাঝখানের বিন্দুটাকে কলম দিয়ে গারো করে নিয়েছি।
ধাপ-৩
- এবার কলম দিয়ে পাপড়িগুলো গারো করে নিয়েছি।
ধাপ-৪
- বিন্দুর কাছাকাছি ছোট পাপড়িগুলো মাঝখানেরটা ভরাট করে দিয়েছি ছোট ছোট ফুল দিয়ে।
ধাপ-৫
- এবার বড় পাপড়ি গুলো হাইলাইট করার জন্য ডাবল করে দিয়েছি।
ধাপ-৬
- এরপর বড় পাপড়িগুলো মাথায় ডাবল করে বৃত্তের মত এঁকেছি।
ধাপ-৭
- এ পর্যায়ে বড় পাপরি গুলোর ভিতরে ছোট ছোট ফুল এঁকে পুরোটাই ভরাট করে দিয়েছি।
শেষ ধাপ
- সবশেষে আমার নিজস্ব একটি সাইন দিয়ে ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছি।
আপু আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলাআর্ট করেছেন। আপনি খুব সুন্দর মান্ডালা আর্ট করতে পারেন। মান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। এত সময় দিয়েছেন বলে আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।
আপনার মান্ডালা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে মান্ডালা আর্ট করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্য প্রয়োজন হয়। আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
আমার ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ভবিষ্যতে এভাবেই পাশে পাবো আশা করি।
ম্যান্ডেলা আর্ট মানে ধৈর্যের সমাহার, আর অধিক ধৈর্যের সমন্বয় খুব সুন্দর একটি মেন্ডেলা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
আপনার শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার তৈরি করা এই মানডালা আর্টটি ভীষণ সুন্দর হয়েছে। মান্ডালা আর্ট টি দেখতে কিছুটা আলপনা ডিজাইন এর মত লাগছে।। এমন সুন্দর সুন্দর আর্ট আমরা আরো চাই আপু।
জ্বি আর্টটি করার পর আমার কাছেও তাই মনে হয়েছে।
খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করে মান্ডালা করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রস্তুত করা চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য ধারণ করে কাজটি করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
আমার আর্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দরের মন্তব্যটি করার জন্য।
আপু আপনার ম্যান্ডেলা আর্ট টি খুবই চমৎকার হয়েছে। আপনার ম্যান্ডেলা আর্ট করতে ভালো লাগে শুনে ভালো লাগলো। খুবই সহজ ভাবে ধাপগুলো ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশি সময় লাগে।ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুলের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ লাগছে। আপনি খুবই চমৎকারভাবে ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন যা বোঝার ক্ষেত্রে সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।
চেষ্টা করেছি ভাইয়া যাতে সবাই বুঝতে পারে সেভাবে তুলে ধরতে আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য সময় নিয়ে একটি সম্পন্ন করেছেন। আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মেন্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।
খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি আপনার ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয়েছে। ফুলের ভেতরের কাজগুলো খুবই নিখুঁতভাবে করেছেন। এই ধরনের আর্ট করা অনেক কষ্ট এবং ধৈর্যের ব্যাপার।
ম্যান্ডেলা আর্ট করতে কষ্ট হলেও করার পর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগে।
আপনার মেন্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। এরকম মেন্ডেলা আর্ট সত্যি দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।