রঙিন কাগজের কাঠ গোলাপ।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের কাঠ গোলাপ।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের কাঠ গোলাপ তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের কাঠ গোলাপ ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের কাঠ গোলাপ তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের কাঠ গোলাপ তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন কাগজ, কাঁচি, পেন্সিল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এর পর রঙিন কাগজটি লম্বা লম্বী ভাবে ছোট ছোট আকারে ভাজ করে নিতে হবে। পরবর্তীতে কাগজ টিপ বর্গ আকারে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
এবার ছোট্ট বর্গ আকারের কাগজটি কোনাকুনি থেকে মিলিয়ে আরেকটি ভাজ দিতে হবে।
ধাপ-৪ঃ
এবার মাঝে অংশ থেকে ভাঁজ করে নিতে হবে। পরবর্তীতে কাঁচি দিয়ে কোনাকুনি কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
এখন রঙিন কাগজের ভাঁজ গুলো ছাড়িয়ে নিতে হবে। কাগজের ভাঁজ ছাড়িয়ে নিলেই ফুল তৈরি হয়ে গেল।
ধাপ-৬ঃ
ফুলের পাপড়ি গুলোকে লাল কলম দিয়ে হালকা স্কেচ করে কাঠ গোলাপের মতো কিছুটা রং করে দিতে হবে।
ধাপ-৭ঃ
এইতো কাঠ গোলাপের মতো পুরোপুরি ফুলের পাপড়ি টি প্রস্তুত হয়ে গিয়েছে। ফুলের পাপড়ি টি দেখতে কিন্তু অনেকটাই কাঠ গোলাপের মতোই লাগছে।
ধাপ-৮ঃ
ঠিক একই ভাবে আরো অনেকগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে। এবার ফুলের পাপড়ির নিচের অংশে আঠা লাগিয়ে পর্যায়ক্রমে পাপড়ি গুলোকে ভাঁজ করে কাগজের সাথে যুক্ত করে দিতে হবে। কাগজের সাথে যুক্ত করে দেওয়ার পরে মনে হবে যেন এই ফুলগুলো গাছের নিচে পড়ে আছে।
ধাপ-৯ঃ
হালকা লাল স্কেচ দেওয়া ফুলগুলো সাদা কাগজের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পর বেশি সুন্দরভাবে ফুটে ওঠে তাই নিচে সাদা কাগজ ব্যবহার করে ফুলগুলো পরিবেশন করেছি। ফুলগুলো কিছুটা এলোমেলো ভাবে সাজিয়েছি যেন মনে হবে গাছ থেকে ফুলগুলো সবে মাত্রই মাটিতে পড়েছে বলতে পারেন কিছুটা ইউনিক আইডিয়া নিয়ে সাজিয়েছি।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের কাঠ গোলাপ ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সিম্পল ভাবে তৈরি করলেও ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে।সত্যি ভাইয়া দেখে মনে হচ্ছে মাত্র গাছ থেকে ঝড়ে পড়ছে। আর আপনি ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
আপনার তৈরি করা রঙিন কাগজের কাঠ গোলাপ ফুলগুলো যে অসাধারণ সুন্দর লাগছে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ফুলের পাপড়ি গুলো এমন ভাবে তৈরি করেছেন যেন দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল কাঠ গোলাপ ফুল। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ।
0.00 SBD,
0.52 STEEM,
0.52 SP
রঙিন কাগজের কাঠ গোলাপ ফুলগুলো খুবই সুন্দর হয়েছে।কাঠ গোলাপ ফুল তো আমার ভীষণ ভালো লাগে।আজকে আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে কাঠ গোলাপ দেখে মুগ্ধ হয়ে গেলাম।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া সময় ও ধৈর্য ধরে সুন্দর এই ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ বেশ দারুণ তো। এটা দেখে খুবই সুন্দর লাগছে ভাই। রঙিন কাগজের কাঠগোলাপ টা বেশ তৈরি করেছেন আপনি। এবং পোস্ট টা বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
অও,অসাধারণ হয়েছে দাদা রঙিন কাগজের কাঠ গোলাপ ফুলগুলি।দেখে মনে হচ্ছে গাছ থেকে সদ্য পেড়ে নিয়ে আসা একগুচ্ছ ফুল।তবে হলুদ রঙের পেন ব্যবহার করলে আমার মনে হয় আরো ফুটে উঠতো।ধন্যবাদ আপনাকে।