DIY-"এসো নিজে করি"|| রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি"||১০% লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।
আজ - ০৬ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার| শরৎকাল |
আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি"।আশাকরি আপনাদের ভালো লাগবে।
গাছপাতা
Device : Realme 7
প্রয়োজনীয় উপকরন
- রঙিন পেপার
- আঠা
- পেন্সিল
- কাঁচি
- স্কেল
কাজের ধারা
- ধাপ-০১ঃ
প্রথমে রঙিন পেপার এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এরপর পেপার টিকে এক ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপর পেপারের উপর ১ সে.মি. দুরত্বে পেন্সিল দিয়ে দাগ করে নিতে হবে। তারপর...
- ধাপ-০২ঃ
পেপারের উপর সারিবদ্ধ ভাবে ১ সে.মি. ফাঁকা রেখে দাগ কেটে নিতে হবে। এরপর পেন্সিল দিয়ে দাগ করা অংশে কাঁচি দিয়ে বরাবর কেটে নিতে হবে। তারপর...
- ধাপ-০৩ঃ
কাটা হয়ে গেলে শিট করে রেখে দিতে হবে এবং কাটা অংশ গুলোর মাথায় আঁঠা লাগিয়ে নিতে হবে। তারপর...
- ধাপ-০৪ঃ
আঁঠা লাগানো গুলো একে অপরটির সাথে জোড়াবদ্ধ করে নিতে হবে। এভাবে একের পর এক সারি আকারে করে নিতে হবে। তারপর প্রতিটা পাতা পার্শ্বপার্শ্বি করে নিতে হবে।
অতঃপর হয়ে গেল সেই আমাদের কাঙ্ক্ষিত গাছ পাতা তৈরি।
এই গাছের পাতাটি আমিও বানিয়েছিলাম।
আমি জানি ভালোই কষ্ট করতে হয়। আমার বানানোর সময় প্রথম বার ভুল হয়ে গিয়েছিলো আর আবার বানিয়েছিলাম।আপনার পাতাটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু আপনার মতামত প্রকাশ করার জন্য। আমি আপনার টাই দেখে উৎসাহিত হয়ে বানিয়েছি আপু
অসাধারন গাছের পাতা তৈরি করেছেন ভাইয়া।আপনি রঙিন পেপার দিয়ে গাছের পাতা তৈরি করেছে এটা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। সমনে এগিয়ে যান♥️
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন পেপার কাগজ দিয়ে গাছের পাতা তৈরি খুব সুন্দর হয়েছে ভাই।
সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও
রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি" খুব অসাধারণ হয়েছে। আপনি খুব সহজে অনেক সুন্দর একটি গাছের পাতা তৈরি করেছেন
ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে গাছের পাতা তৈরি করা সম্ভব তা আপনার পোস্ট টি না দেখলে জানতেই পারতাম না। গাছের পাতা তৈরি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
আপনার গাছের পাতাটা খুব সুন্দর হয়েছে। বেশ সহজেই জিনিসটা তৈরি করেছেন। আপনি এই ধরনের কাজ বেশ ভালো পারেন বোঝ যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন্য
রঙিন কাগজ দিয়ে আপনার গাছের পাতা তৈরি অনেক সুন্দর হয়েছে। তাছাড়া প্রত্যেকটি ফটোসেশন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য
আসলেই একদম রঙিন পেপার দিয়ে গাছের পাতা তৈরি করেছেন ।গাছের পাতা সম্ভবত এরকমই দেখতে হয়। আপনি ভালো দক্ষতা নিয়ে এটি সম্পন্ন করেছেন। আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। নিজের মেধা বিকাশে পড়েছে না আসলেই অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
পাতা গুলো দেখে প্রথমে মনে করেছিলাম কোন গাছের পাতা হবে হয়তো। কিন্তু পরে বুঝতে পেরেছি আপনি কাগজ দিয়ে এতো সুন্দর একটা পাতা তৈরি করেছেন। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত করার জন্য
শুভ কামনা 💚❤️
বাহ আপনি তো খুব সুন্দর পাতা তৈরি করেছেন রঙিন পেপার দিয়ে পাতাটা দেখতে পাতাবাহারের পাতার মতো লাগছে।
জ্বী ভাইয়া ধন্যবাদ