DIY-"এসো নিজে করি"|| রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি"||১০% লাজুক খ‍্যাঁকের জন্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ০৬ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার| শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি"।আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211022_190946.jpg

20211022_190921.jpg


গাছপাতা
Device : Realme 7


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন পেপার
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি
  • স্কেল

কাজের ধারা


চলুন শুরু করা যাক


20211022_190200.jpg

20211022_190522.jpg

20211022_190357.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে রঙিন পেপার এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এরপর পেপার টিকে এক ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপর পেপারের উপর ১ সে.মি. দুরত্বে পেন্সিল দিয়ে দাগ করে নিতে হবে। তারপর...

20211022_190645.jpg

20211022_190728.jpg

  • ধাপ-০২ঃ
    পেপারের উপর সারিবদ্ধ ভাবে ১ সে.মি. ফাঁকা রেখে দাগ কেটে নিতে হবে। এরপর পেন্সিল দিয়ে দাগ করা অংশে কাঁচি দিয়ে বরাবর কেটে নিতে হবে। তারপর...

20211022_190744.jpg

20211022_190803.jpg

  • ধাপ-০৩ঃ
    কাটা হয়ে গেলে শিট করে রেখে দিতে হবে এবং কাটা অংশ গুলোর মাথায় আঁঠা লাগিয়ে নিতে হবে। তারপর...

20211022_190814.jpg

20211022_190843.jpg

  • ধাপ-০৪ঃ
    আঁঠা লাগানো গুলো একে অপরটির সাথে জোড়াবদ্ধ করে নিতে হবে। এভাবে একের পর এক সারি আকারে করে নিতে হবে। তারপর প্রতিটা পাতা পার্শ্বপার্শ্বি করে নিতে হবে।

20211022_191749.jpg

20211022_190237.jpg

অতঃপর হয়ে গেল সেই আমাদের কাঙ্ক্ষিত গাছ পাতা তৈরি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

এই গাছের পাতাটি আমিও বানিয়েছিলাম।
আমি জানি ভালোই কষ্ট করতে হয়। আমার বানানোর সময় প্রথম বার ভুল হয়ে গিয়েছিলো আর আবার বানিয়েছিলাম।আপনার পাতাটি অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আপনার মতামত প্রকাশ করার জন্য। আমি আপনার টাই দেখে উৎসাহিত হয়ে বানিয়েছি আপু

অসাধারন গাছের পাতা তৈরি করেছেন ভাইয়া।আপনি রঙিন পেপার দিয়ে গাছের পাতা তৈরি করেছে এটা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। সমনে এগিয়ে যান♥️

আপনার গঠনমূলক মন্তব্যের জন‍্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন পেপার কাগজ দিয়ে গাছের পাতা তৈরি খুব সুন্দর হয়েছে ভাই।
সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও

 3 years ago 

রঙিন পেপার দিয়ে "গাছের পাতা তৈরি" খুব অসাধারণ হয়েছে। আপনি খুব সহজে অনেক সুন্দর একটি গাছের পাতা তৈরি করেছেন

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে গাছের পাতা তৈরি করা সম্ভব তা আপনার পোস্ট টি না দেখলে জানতেই পারতাম না। গাছের পাতা তৈরি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন‍্য

 3 years ago 

আপনার গাছের পাতাটা খুব সুন্দর হয়েছে। বেশ সহজেই জিনিসটা তৈরি করেছেন। আপনি এই ধরনের কাজ বেশ ভালো পারেন বোঝ যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার গাছের পাতা তৈরি অনেক সুন্দর হয়েছে। তাছাড়া প্রত্যেকটি ফটোসেশন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আসলেই একদম রঙিন পেপার দিয়ে গাছের পাতা তৈরি করেছেন ।গাছের পাতা সম্ভবত এরকমই দেখতে হয়। আপনি ভালো দক্ষতা নিয়ে এটি সম্পন্ন করেছেন। আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। নিজের মেধা বিকাশে পড়েছে না আসলেই অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

পাতা গুলো দেখে প্রথমে মনে করেছিলাম কোন গাছের পাতা হবে হয়তো। কিন্তু পরে বুঝতে পেরেছি আপনি কাগজ দিয়ে এতো সুন্দর একটা পাতা তৈরি করেছেন। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত করার জন‍্য

 3 years ago 

শুভ কামনা 💚❤️

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর পাতা তৈরি করেছেন রঙিন পেপার দিয়ে পাতাটা দেখতে পাতাবাহারের পাতার মতো লাগছে।

জ্বী ভাইয়া ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82276.57
ETH 1646.44
USDT 1.00
SBD 0.71