DIY : ক্যালিগ্রাফি। আমাদের প্রিয় ব্লগের। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211224_153147.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে সুস্বাগত আমার আরেকটি নতুন ব্লগে। আজ আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকমের কিছু উপস্থাপন করছি।

আমাদের সকলের প্রিয় ব্লগ আমার বাংলা ব্লগ।
হঠাৎ ক্যালিগ্রাফি করতে আজ ইচ্ছে হচ্ছিল। কিন্তু কিসের করবো তা বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কেননা আমাদের নিজের পরিবারের নামটাই ক্যালিগ্রাফির মাধ্যমে সুন্দর করে আপনার সামনে ফুটিয়ে তুলি। সেই চিন্তার কারণে আজ এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরছি।
আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা সেই আমাদের প্রিয় স্লোগান "মানুষ মানুষের জন্য " সবকিছুর প্রতি ভালোবাসা থেকে আজকের আমার পোস্ট ক্যালিগ্রাফি।

IMG_20211224_142344.jpg

উপকরণ :
১. একটি আর্ট পেপার
২. একটি কলম

IMG_20211224_144459.jpg

প্রথমে স্বাভাবিক ভাবেই আমরা একটি শেইপ তৈরি করে নিব। শেইপ কিছুটা ছোট করে নিতে হবে। আমি একটু বাঁকা ভাবে আজকের ক্যালিগ্রাফিতে মাত্রা দিয়েছি।

IMG_20211224_144532.jpg

এরপর একটার আকার দিয়ে আমি দুইটা কাভার করবো তাই বড় করে নিয়েছি।

IMG_20211224_144624.jpg

এবারে আমি সমস্ত লেখাটি সাধারণ ভাবেই সম্পন্ন করলাম।

IMG_20211224_144930.jpg

এবার আমাদের কাজ হবে এই লেখাটি ডাবল শেইপ এ করা। ধীরে ধীরে দূরত্ব ঠিক রেখে সম্পূর্ণ লেখাটিকে ডাবল লাইন করে নিতে হবে।

IMG_20211224_145417.jpg

এরপর আমরা এটিতে নকশা করবো

IMG_20211224_150320.jpg

এভাবে ডাবল গোল দিয়ে আমি ডাবল লাইন পূরণ করেছি।

IMG_20211224_151644.jpg

ধীরে ধীরে ধৈর্য সহকারে সম্পূর্ণ লেখাটিকে এভাবে নকশা করে নিতে হবে।

IMG_20211224_152312.jpg

শেষ তৈরি হয়ে গেল আমাদের প্রিয় ব্লগের সুন্দর একটি ক্যালিগ্রাফিক ডিজাইন।

IMG_20211224_152616.jpg

এবারে চলবে ফটোগ্রাফি।

IMG_20211224_153027.jpg
সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফিতে : @mstnusrat
ডিভাইস: Huawei y7pro

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগের ক্যালিগ্রাফিটা দারুন হয়েছে ।ভিতরের ছোট ছোট ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগছে ।খুব সুন্দর ভাবে আপনি ক্যালিগ্রাফিক ডিজাইনটি করেছেন ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমি যতদূর জানি ক্যালিগ্রাফি হচ্ছে সুন্দর করে লেখার কৌশল। দুঃখের বিষয় হাতের লেখা আমার খুবই খারাপ। লিখতে গেলে বগের ঠ্যাং হয়ে যায়। অনেক সুন্দর ক্যালিগ্রাফি করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে আমার বাংলা ব্লগের ক্যালিগ্রাফি করেছেন। লেখার ভিতর ছোট ছোট ডিজাইন গুলোর কারণে লেখা টি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এর কালি গ্রাফিক তৈরি করেছেন। সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে আপনি অনেক চমৎকার ভাবে এই ডিজাইন টা আমাদের সকলের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ক্যালিগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66