ডাই পোস্ট || রঙিন কাগজ এবং ক্লে দিয়ে ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করে, আমাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক আমি রঙিন কাগজ এবং ক্লে দিয়ে ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। আমরা সবাই জানি যে,পান্ডা কচি বাঁশ খেতে খুবই পছন্দ করে। তাই আমি রঙিন কাগজ,ক্লে এবং সাইন পেন দিয়ে চারটি বাঁশ গাছের আকৃতি তৈরি করেছি। তাছাড়া ক্লে দিয়ে চারটি পান্ডার আকৃতি তৈরি করেছি। পান্ডা চারটি বাঁশ গাছের মধ্যে উঠে কচি বাঁশ খাওয়ার চেষ্টা করছে। পান্ডা গুলোকে দেখতে ভীষণ কিউট লাগছে। সবমিলিয়ে এই ডাই প্রজেক্টটি তৈরি করার পর আমার খুবই ভালো লেগেছে। কারণ এই ডাই প্রজেক্টটি দেখতে আসলেই দারুণ লাগছে। যাইহোক ধাপে ধাপে আমি এই ডাই প্রজেক্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন ডাই প্রজেক্ট তৈরি করতে পারেন।
রঙিন কাগজ এবং ক্লে দিয়ে ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট তৈরি
প্রয়োজনীয় উপকরণ
- রঙিন কাগজ
- বিভিন্ন রঙের ক্লে
- কম্পাস
- পেন্সিল
- কালো এবং লাল সাইন পেন
- কাঁচি
- আঠা
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে সবুজ রঙের কাগজের চারটি টুকরো তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর কম্পাস এবং পেন্সিল দিয়ে লাল রঙের কাগজের মধ্যে বড় সাইজের একটি বৃত্ত এঁকে, কাঁচি দিয়ে গোল করে কেটে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর গোল কাগজের মধ্যে, সবুজ কাগজের চারটি টুকরো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর ক্লে দিয়ে একটি পান্ডার আকৃতি তৈরি করার চেষ্টা করছি।
পঞ্চম ধাপ
এই পর্যায়ে সম্পূর্ণ পান্ডা তৈরি করে নিলাম। পান্ডা বাঁশ গাছের মধ্যে উঠে বসে আছে।
ষষ্ঠ ধাপ
একইভাবে আরও তিনটি পান্ডা তৈরি করে নিলাম। সবগুলো পান্ডা কচি বাঁশ খাওয়ার জন্য বাঁশ গাছের মধ্যে উঠেছে।
সপ্তম ধাপ
সবুজ রঙের ক্লে দিয়ে বাঁশ গাছের কয়েকটি পাতা তৈরি করে নিলাম।
সর্বশেষ ধাপ
তারপর আমি প্রতিটি বাঁশের মধ্যে কালো সাইন পেন দিয়ে গিট বানিয়ে, ক্লে দিয়ে তৈরি করা পাতাগুলো লাগিয়ে দিলাম। ব্যাস এভাবেই এই ডাই প্রজেক্টটি তৈরি করে ফেললাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ডাই |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ২৪.৮.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
বেশ ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। অনেক সুন্দর হয়েছে আপনার এই ডাই পোস্ট। এত সুন্দর একটি পোস্ট দেখে বেশ খুশি হলাম আমি।
আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ডাই প্রজেক্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
X-promotion
রঙিন কাগজ এবং ক্লে দিয়ে ভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট তৈরি খুবই সুন্দর হয়েছে এবং ইউনিক হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার ধাপগুলো দেখে শিখে নিলাম।
চেষ্টা করেছি ইউনিক একটি ডাই প্রজেক্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই দক্ষতার সাথে ডাই পোস্টগুলো তৈরি করে থাকেন। আজকের এই ডাই পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে তৈরি করেছেন, ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদম
আপনারা সাপোর্ট করেন বলেই সবকিছু সম্ভব হচ্ছে ভাই। যাইহোক ডাই প্রজেক্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ও ক্লে দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন । পান্ডা গুলো দেখতে অনেক কিউট লাগছে । আমিও কয়দিন আগে কিছু ক্লে কিনে রেখেছি তবে বানানোর সাহস পাচ্ছি না । কখনো তৈরি করি নাই জানি না কেমন হবে । তবে আপনাদের কাজ দেখতে ভালো লাগে এগুলো দেখে একটু উৎসাহ পাচ্ছি ।
হ্যাঁ আপু পান্ডা গুলোকে দেখতে ভীষণ কিউট লাগছে। আপু সাহস করে শুরু করেন। আশা করি আপনিও ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করতে পারবেন।
ভাইয়া আপনার রঙিন কাগজ এবং ক্লে দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আসলে বাঁশের মধ্যে মধ্যে পান্ডাটা দেখতেও অনেক ভালো লাগছে। এমন একটি চিত্র আমি গ্রাফিক্সের মাধ্যমে অঙ্কন করেছিলাম। ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ডাই প্রজেক্টটি দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ও ক্লে দিয়ে খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ডাই প্রজেক্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। খুবই নিখুঁত ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি প্রতিটি ধাপ দারুণভাবে আপনাদের মাঝে তুলে ধরতে। যাইহোক ডাই প্রজেক্টটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ভাই আপনার ডাই টি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সঙ্গে তৈরি করেছেন সম্পুর্ন ডাই টি।ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
ডাই প্রজেক্টটি দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ও ক্লে দিয়ে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন ভাইয়া।বিশেষ করে পান্ডাগুলোর জন্য এই ডাই প্রজেক্ট বেশি সুন্দর দেখাচ্ছে।এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ঠিক বলেছেন ভাই, পান্ডা গুলোর জন্য এই ডাই প্রজেক্টটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বেশ সুন্দর হয়েছে ক্লে ও রঙ্গিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্টটি। আর কমিউনিটিতে সবাই বেশ সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করেন। যা দেখে আমরা অনুপ্রানিত হই। যাইহোক বেশ কিউট লাগছে পান্ডাগুলো। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আসলেই সুন্দর সুন্দর কাজ দেখে আমরা কিন্তু সত্যিই অনুপ্রাণিত হই। যাইহোক ডাই প্রজেক্টটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।