||কাদামাটি দিয়ে ঝিঙ্গে বানানো||১০%@shy-fox এর জন্য
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ বৃহস্পতিবার , নভেম্বর ১/২০২৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে কাদামাটি দিয়ে ঝিঙ্গে বানানো শেয়ার করব ।আজকে সকাল থেকে আমি অনেক খুশি কেননা আজকে আমাদের বাসায়@emonv আসবে। অনেক কিছু রান্না করেছি ভাইয়ার জন্য। অনেকদিন পর আমাদের বাসায় আসবে ।তাড়াতাড়ি রান্না করার পর যেটুকু সময় পেয়েছিলাম কাদামাটি দিয়ে ঝিঙ্গে বানাতে শুরু করে দিলাম ।আসলেই বাসায় কেউ আসলে আমার অনেক ভালো লাগে ।কেননা অনেকদিন পর নিজের লোকদের সাথে দেখা হয়। অনেক তাড়াহুড়ো করার কারণে হয়তো ঝিঙেটা বানানো তেমন একটা সুন্দর হয়নি। জানিনা আপনাদের কাছে ঝিঙ্গেটা কেমন লেগেছে ।আপনাদের যদি ঝিঙ্গে বানানো ভালো লেগে থাকে তাহলে আমার ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই কাদামাটি দিয়ে ঝিঙ্গে বানাতে পারবেন।
••••রেসিপি তে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
---|---|---|
১ | কাদা মাটি | পরিমাণমতো |
২ | পানি | যেটুকু প্রয়োজন |
৩ | পাটকাটি | একটি |
আমি প্রয়োজনমতো মাটি নিয়ে নিয়েছি ।যতটুকু ঝিঙ্গে বানাতে কাদা প্রয়োজন আপনারা সেটুকু মাটি নিতে পারেন।
এবার আমি কাদাটা ভালোভাবে পানি দিয়ে ছেনে নিয়ে কাদাটা একটু লম্বা আকৃতি করে নিব।
এবার আমি হাতের তালুর সাহায্যে কাদাটা অনেক সুন্দর ভাবে লম্বা আকৃতি করে নিয়েছি। আপনারা হাতের তালুর সাহায্যে লম্বা আকৃতি করতে না পারলে যে কোন সমান জায়গায় হাত দিয়ে গরিয়ে গরিয়ে লম্বাআকৃতি করতে পারেন।
এবার আমি লম্বাকৃতি কাদার ভেতরে একটা পাটকাটি পুরে নিব যাতে অনেক শক্ত হয়।
এবার আমি পানিতে অনেক সুন্দর ভাবে নেপে নিব যাতে পাটকাঠিটা দেখা না যাই।
এবার আমি নখের সাহায্যে চাপ দিয়ে কিছুটা ঝিঙের মতো বানিয়ে নিব। ছবিটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।
এবার অন্যদিকে নখ দিয়ে চাপ দিয়ে কিছুটা ঝিঙের মতো বানিয়ে নিব।
এবার আমি পানি দিয়ে অনেক সুন্দর ভাবে নেপে নিব ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।
এবার আমি কাঠির সাহায্যে দাগ টেনে নিব যাতে ঝিঙের মতো লাগে দেখতে।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | vivo12a |
ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছেন। নিশ্চয়ই ভালো ভালো রেসিপি দেখব। যাইহোক আপু খুব সুন্দর একটি কাজ শেয়ার করেছেন। আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কাজ সব সময় উপহার পাই। আজকের কাজটিও অনেক সুন্দর লেগেছে।
ধন্যবাদ আপু আমার পোস্টটি মনোযোগ সহকারে দেখার জন্য।
আপু আপনি কাদামাটি দিয়ে খুব সুন্দর ভাবে ঝিঙে বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি সবসময়ই কাদামাটি দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। প্রতিটা জিনিস দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
কাদা মাটির জিনিস বানাতে আমার অনেক ভালো লাগে ।তাই কাদামাটির জিনিস বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি।
🥰❤️💞