||কাদামাটি দিয়ে হাড়ি বানানো||১০%@shy-fox এর জন্য
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ বুধবার, নভেম্বর ০৬/২০২৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে কাদামাটি দিয়ে হাড়ি বানানো শেয়ার করব ।আজকে শরীলটা তেমন একটা ভালো নেই। কয়দিন ধরে ঠান্ডা জ্বর লেগেই আছে ।এমনিতেও ঠান্ডা লাগলে কোন কিছু খেতে ভালো লাগে না ।যেমন জ্বর তেমনি মাথাব্যথা ওষুধ খেয়েছি আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ।অনেকদিন আগে আমি যেদিন মাটির কাজ করছিলাম সেদিন হাড়িটা বানিয়ে রেখেছিলাম ।আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ।হাড়িটা যখন বানিয়েছিলাম তখন গোল করার চেষ্টা করছিলাম ।আমি তেমন একটা গোল করতে পারিনি।হাড়িটা একটু বড় আকৃতি হয়ে গিয়েছে ।জানিনা আপনাদের কাছে হাড়িটা কেমন লাগছে ।এটা বানাতে আমার তেমন একটা সময় লাগেনি। আপনাদের যদি হাড়িটা ভালো লেগে থাকে তাহলে আমার ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই কাদামাটি দিয়ে হাড়ি বাড়াতে পারবেন।
••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
---|---|---|
১ | কাদামাটি | পরিমাণমতো |
২ | পানি | পরিমাণমতো |
পানি দিয়ে কাদাটা আমি অনেক সুন্দর ভাবে ছেনে নিয়েছি। ছেনে নেওয়া হয়ে গেলে হাতের তালু সাহায্যে একটু গোল আকৃতি করে নিয়েছি।
এবার আমি গোল আকৃতি করার পর গোলের মাঝখান থেকে অল্প পরিমাণ কাদা তুলে নিব।
এবার আমি হাতের তালুর সাহায্যে আর একটু গোল আকৃতি করে নিব। যাতে হাড়িটা বানানোর সুন্দর হয়।
এই তো সুন্দর ভাবে গোল আকৃতি করা হয়ে গিয়েছে। যতো সুন্দর ভাবে গোল করতে পারবেন হাড়িটা বানানো ততো সুন্দর হবে।
এবার আমি অল্প একটু কাদা নিয়ে কোন শক্ত জিনিসের উপর কাদা গরিয়ে গরিয়ে লম্বা আকৃতি করে নিব। করা হয়ে গেলে ঠিক উপরের দিকে লাগিয়ে নিব।
এবার আমি পানির সাহায্যে হাত দিয়ে সুন্দরভাবে হাড়ির মুখ বানিয়ে নিব।
এই তো অনেক সুন্দর ভাবে হাড়ি বানানো হয়ে গিয়েছে ।হাড়ি বানানো হয়ে গেলে পানি দিয়ে হাড়িটা সুন্দরভাবে নেপে দিবো ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | vivo12a |
কাঁদা মাটি দিয়ে আপনি চমৎকার ভাবে একটি হাড়ি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপন করলেন। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এই মাটির তৈরি জিনিসগুলোর মাঝে আলাদা একটা টান আমি অনুভব করি।আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
কাদামাটি দিয়ে অনেক সুন্দর একটি হাড়ি তৈরি করেছেন। আসলে কাদা মাটি দিয়ে এভাবে হাড়ি তৈরি করা খুবই কঠিন। অনেক সময় লাগে এ ধরনের হাড়ি তৈরি করতে। হাড়ি তৈরি করার প্রতিটি ধাপের ফটোগ্রাফি এবং বিবরণ গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে।
আপনার এর আগের কাজগুলো অনেক দেখেছি, আপনি কাদামাটি দিয়ে অনেক বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছেন। আজকে আপনি কাদামাটি দিয়ে হাঁড়ি বানিয়েছেন যা আমার ভীষণ ভালো লাগলো এবং অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাট তৈরি করা কাজগুলো অনেক দেখেছি। খুবই সুন্দর ও আকর্ষণীয়ভাবেই আপনি কাজগুলো করেন। ছোটবেলায় মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছি আপনার কাজগুলো দেখলে সেই কথা মনে পড়ে। হাঁড়িটা খুবই চমৎকার হয়েছে।
কাদামাটি দিয়ে আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি হাঁড়ি তৈরি করেছেন৷ কাদামাটি দিয়ে জিনিসগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয়৷ এই হাঁড়ি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং কষ্ট করেছেন যা এটি তৈরির ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে৷
কাদামাটি দিয়ে খুবই সুন্দর হাঁড়ি বানিয়েছেন। সত্যিই আপনার এই দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দরভাবে হাড়িটি তৈরি করলেন, হাড়ি তৈরি করার উপস্থাপন দেখে ভালো লাগলো।
আপনার আগের একটি পোস্টে দেখেছিলাম কাদামাটি দিয়ে ডাব বানানো। আজকে কাদামাটি দিয়ে একটি হাড়ি বানানো দেখে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত আপনার এই কাদামাটি দিয়ে হাড়ি পাতিল বানানোর জিনিস গুলো দেখতে বেশ ভালই লাগছে সেই সাথে ফিরে যাচ্ছি ছোটবেলার কিছু স্মৃতিতে। ছোটবেলায় কাদামাটি দিয়ে যে কত কিছু তৈরি করেছি সেটা বলে শেষ করা যাবে না। আপনি আজকে কাদামাটি দিয়ে একটা পাতিল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।