||কাদামাটি দিয়ে বাটি বানানো||১০%@shy-fox এর জন্য
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ শুক্রবার, ডিসেম্বর ২৫/২০২৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে কাদা মাটি দিয়ে বাটি বানানো শেয়ার করব ।অন্যদিনের মতো আজও আমার কাদামাটি দিয়ে জিনিস বানাতে ইচ্ছে হলো ।কিন্তু আজকে কি বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ইচ্ছে হলো বাটি বানাতে। এমনিতেও কাদামাটির জিনিস বানাতে আমার তেমন একটা সময় লাগে না। কিন্তু যতই ভাবি সুন্দর করে কাদামাটির জিনিস বানাবো ,বাচ্চার কারণে বানাতে পারি না ।যখন আমি কাদামাটির জিনিস বানায় তখন আমার বাচ্চা কাদাগুলো দিয়ে অনেক দুষ্টামি করে। তবুও মাঝেমধ্যে যেদিন সময় পায় কাদামাটির নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের মাঝে চলে আসি। তাহলে বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক আজকের কাদামাটি দিয়ে বাটি বানানো।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
---|---|---|
১ | কাদামাটি | পরিমাণমতো |
২ | পানি | পরিমানমতো |
প্রথমে আমি কাঁদাটা পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছেনে নিয়েছি ।ছানার সময় পানির পরিমাণ একটু কম দিতে হবে পানির পরিমাণ বেশি হলে বাটি বানানো হবে না।
এবার আমি হাতের তালুর সাহায্যে কাদাটা একটু গোল করে নিব।
এবার আমি মাঝখানের কাদা তুলে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর হাতের নখের সাহায্যে কাদাটা একটু বাটি আকৃতি করে নিয়েছি।
এবার আমি বাটির উপরে নখের সাহায্যে চাপ দিয়ে নিব যাতে পার্টির চারপাশের সমান হয় । ছবিতে আপনার যেরকম দেখতে পাচ্ছেন।
এবার আমি পানি দিয়ে বাটির উপরে নেপে দিব যাতে দেখতে সুন্দর লাগে।
এবার আমি বাটির ভেতরের অংশটা নখের সাহায্যে ভালোভাবে পানি দিয়ে নিপে দিব।
এবার আমি বাটির চারপাশে পানি দিয়ে সুন্দরভাবে নেপে দিবো। ছবিটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ।জানিনা বাটিটা বানানো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | vivo12a |
কাদামাটি দিয়ে বাটি বাহ্ ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব ধৈর্য্য সহকারে কাজটি করেছেন আপু। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। এধরনের ভিন্ন রকম পোস্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে।
কাদামাটি দিয়ে অনেক সুন্দরভাবে বাটি তৈরি করেছেন আপু। বাটি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বাটি দেখতে সত্যি অসাধারণ হয়েছে। এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
কাদা মাটি দিয়ে অনেক সুন্দর একটি বাটি তৈরি করেছেন আপনি। আসলে মৃত শিল্পের প্রতিটি জিনিসপত্র দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কাদামাটি দিয়ে বাটি তৈরির পদ্ধতি টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাদামাটি দিয়ে অনেক সুন্দর একটি কাজ করে আজকে আপনি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই মাটির বাটি তৈরি করা দেখতে। আসলে এই জাতীয় জিনিসগুলো নিজের মেধা দ্বারা সৃষ্টি করা সম্ভব। মৃৎশিল্প এভাবেই টিকে থাকবে আজীবন।
এর আগেও আপনার কাজগুলো দেখেছি, আপনি ভীষণ ভালোভাবে কাদামাটি দিয়ে বাটি বানিয়েছেন। আজকে দুর্দান্ত ছিল এই কাজগুলোর জন্য আপনি প্রশংসার দাবিদার। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
মাঝে মাঝেই আপনি আমাদের মাঝে মাটির তৈরি শিল্পকে নিয়ে হাজির হয়ে যান বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। হারিয়ে যাওয়া এই শিল্পটা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হারিয়ে যাওয়া এই শিল্পটাকে আমাদের মাঝে নতুন ভাবে পরিচয় করিয়ে দেবার জন্য।
মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম ছোট বেলায়। আপনার বাটি বানানো দেখে সেই কথা মনে পরে গেলো। মাটি দিয়ে আপনার বানানো বাটিটি দেখতে বেশ ভালই হয়েছে। শুকানোর পর ফটোগ্রাফি করে শেয়ার করলে বেশি ভালো লাগতো। ধন্যবাদ মাটি দিয়ে বাটি বানানোর ধাপ সমূহ শেয়ার করার জন্য।
একসময় আমাদের মাটির তৈরি মৃৎশিল্প ঐতিহ্যের প্রতীক ছিলো । বর্তমানে ধীরে ধীরে মৃৎশিল্প হারিয়ে গেছে। মাটি দিয়ে কারুকাজের নানা রকমের মাটির জিনিসপত্র দেখা যেতো এখন তেমন একটা দেখা যায় না। আপনার কাদামাটি দিয়ে বাটি বানানো দেখে খুব ভালো লাগলো। কাদামাটি দিয়ে বাটি বানানো প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঘরে ছোট বাচ্চা থাকলে এমন দুষ্টুমি করবেই। আসলে বাচ্চাদের কারণে অনেক সময় অনেক কাজ করে ওঠা হয় না। কাদামাটি দিয়ে বাটি তৈরির পদ্ধতি অনেক সুন্দর ছিল এগুলো রোদে শুকিয়ে নেওয়ার পর এবং আগুনে পোড়ালে খুব সুন্দর লাগে পরে। আর তাছাড়া এগুলোর উপর পেইন্টিং করতে খুব ভালো লাগে।
ছোটবেলায় কাদামাটি দিয়ে এরকম ছোট ছোট বাটি বানিয়ে অনেক খেলেছি। এখনকার বাচ্চারা তো সেগুলো চোখেই দেখে না। কিন্তু আপনি সেই ছোটবেলার স্মৃতিগুলো মাটির বাটি তৈরির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর ভাবে বাটিটি তৈরি করেছেন। এই বাতি দিয়ে কি করেছেন? নাকি ফেলে দিয়েছিলেন?