diy । একটি মিনি টর্চ লাইট মেরামত এবং এর সম্পর্কে যাবতীয় জানা শোনা ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আজ মঙ্গলবার

২৬শে জুলাই ২০২২ ইং || ১১ই শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ ||২৬শে জিলহজ্জ ১৪৪৩ হিজরি ।

আসসালামু আলাইকুম

প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।

*ইলেকট্রনিক্স এর খুঁটিনাটি নিয়ে জানার ইচ্ছে আমার প্রায় ছোট বেলা থেকেই । বাড়িতে টুকিটাকি ইলেক্ট্রিসিটির কাজ করতে গিয়ে ছোট বড় শক যে কত খেয়েছি তার ও হিসেব নেই । আর এই যে জানার ইচ্ছে বা কাজ করার আগ্রহে এখনো এতটুকুও ভাটা পড়েনি । বাড়ির কাজ কিংবা প্রতিবেশীর কখনো সাহায্যের প্রয়োজন হলে না করি না । এতে একটু অভিজ্ঞতাও বাড়ে তাদের ও উপকার হয় ক্ষতি কি । আজ ও তেমনি একটা কাজ করলাম বিকেলে বাড়িতে বসে বসে । তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি হয়তো কারো উপকারে আসতেও পারে ।*

আমার বাংলা ব্লগ(14).jpg

আজ আমি আমার নিজের ব্যবহৃত রিচার্জেবল মিনি টর্চ মেরামত করেছিলাম, এটা কিভাবে করেছি চলুন শুরু থেকে শেষ অবধি দেখে আসি

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ
  • রিচার্জেবল লাইট একটি
  • সোল্ডারিং আয়রণ
  • সোলাডিং লীড
  • রেজিন
  • মিনি স্টার-স্ক্রু ড্রাইভার
  • স্টিক সহ গ্লুগান

IMG_২০২২০৭২৬_১৮২৬২৮.jpg

ধাপঃ০১

প্রথমে আমি সোল্ডারিং আয়রণ এবং গ্লুগানটি পাওয়ার সাপ্লাইএর সাথে সংযোগ করে দিলাম । এখন প্রথমে সামনের কাচ সহ মাথাটি আগে আলাদা করে নিলাম । এটি কয়েক প্যাচ দিয়ে আটকানো থাকে সাধারণত । এবার স্ক্রু ড্রাইভার দিয়ে নাট গুলো খুলে নিলাম । এই লাইট গুলোতে সাধারণত তিনটা স্ক্রু থাকে ।
IMG_২০২২০৭২৬_১৮২৮৫১.jpg

ধাপঃ০২

আমার আঙ্গুলের পাশে যে এলইডি লাইট টি দেখছেন এটি অবশ্য এই লাইটের সাথে ছিল না । এখানে যেইটি ছিল সেটি নষ্ট হওয়ার পরে আমি এই এলইডি টি প্রতিস্থাপন করেছি যা মোটামুটি ভাল সার্ভিস দিচ্ছে ।

IMG_২০২২০৭২৬_১৮২৯১৬.jpg

ধাপঃ০৩

এই লাইটে সাধারনত কম্পোনেন্ট এর সংখ্যা খুব সামান্য । চারটা এলইডি যার মাঝে আছে একটা চার্জ ইন্ডিকেটর,একটা বেগুনী রশ্মি, একটি টর্চ এবং অন্যটি জ্বালিয়ে টুকিটাকি কাজ করার জন্য। একটি মাত্র সার্কিটের অপ্র প্রান্তে রয়েছে কিচু রেজিস্টার, ডায়োড এবং চার পাওয়ালা একটা আইসি , চার্জার ইনপুট করার জন্য রয়েছে একটি ইউএসবি মিনি পোর্ট। কিছু কম্পোনেন্ট সরাসরি সংযোগ করা আছে প্রিন্টেড সার্কিটের সাথে । ব্যটারি সহ বাকি গুলো অল্প কিছু তারের সংযোগ দেওয়া হয়েছে ।

IMG_২০২২০৭২৬_১৮২৯৪০.jpg

ধাপঃ০৪

লাইট খোলার পরেই সমস্যাটি খুজে পেলাম । ব্যাটারির পজেটিভ প্রান্তটি সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । সমস্যা খুজে পাওয়া মানেই হলো কাজের অর্ধেক হয়ে যাওয়া এখন জোড়া দিয়ে সম্পুর্ণ করবো ।

IMG_২০২২০৭২৬_১৮৩০১৩.jpg

ধাপঃ০৫

আমি যেহেতু প্রথমেই সোল্ডারিং আয়রনটি বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছিলাম তাই পরিপুর্ণ গরম হয়ে গেছে । এখন আমি অল্প করে সোল্ডারিং টিপের অগ্রভাগে লীড লাগিয়ে নিলাম ।

IMG_২০২২০৭২৬_১৮৩১৩২.jpg

ধাপঃ০৬

সাধারণত ব্যটারির দুই প্রান্ত মসৃণ স্টেইনলেস স্টিল এর পাত দেওয়া থাকে । এতে অসুবিধা হলো সোল্ডারিং লীড ধরে রাখতে চাইনা । আমার লাইটের যে সমস্যা এটা হয়েছিল ও এই কারণে দুর্বল সংযোগ থাকায় খুব সগজেই খুলে গেছে । অতপর আমি যে স্থানে পুর্বে ক্যাবল সংযোগ ছিল সেখানে পুনরায় অল্প পরিমাণ সোল্ডারিং লীড লাগিয়ে দিলাম।

IMG_২০২২০৭২৬_১৮৩২৩২.jpg

ধাপঃ০৭

এখন সার্কিটের সাথে সংযুক্ত পজেটিভ ক্যাবলটি সোলাডারিং টিপের সাহায্যে রেজিনের সাথে আলতো ভাবে চেপে ধরবো । এতে করে রেজিন গলে তারটি পরিষ্কার করে নিবে সাথে টিপের সাথে লেগে থাকা লীড ক্যবলের অগ্রভাগে কিছুটা লেগে যাবে । আর এতে করে ক্যবলটি ব্যাটারিতে সংযোগ দেওয়া সহজ হবে ।

IMG_২০২২০৭২৬_১৮৩৩২১.jpg

ধাপঃ০৮

ব্যাটারিটি লীড এর কেসে বসিয়ে আলতো করে ক্যাবলটি ব্যাটারির সাথে জুড়ে দিলাম ।
IMG_২০২২০৭২৬_১৮৩৩৪৮.jpg

ধাপঃ০৯

যেহেতু এখানের সংযোগ গুলো হয় দুর্বল । তাই সংযোগের উপর দিয়ে গ্লু এর প্রলেপ দিয়ে দিলাম । এখন গ্লু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ।
IMG_২০২২০৭২৬_১৮৩৭১৮.jpg

ধাপঃ১০

এখন আমি সুচই দিয়ে পরীক্ষা করলাম । সামনে এবং পিছে দুইটি এলইডি জ্বলছে । এর মানে সংযোগ ঠিকঠাক দেওয়া হয়েছে ।

IMG_২০২২০৭২৬_১৮৪০১৫.jpgIMG_২০২২০৭২৬_১৮৪০৩৫.jpg
ধাপঃ১১

এবার জুড়ে দেওয়ার পালা । আমি প্রথমে সার্কিট টি যথা স্থানে বসিয়ে দিলাম । ব্যাটারি যেন নড়াচড়া না করে এর জন্য গ্লুদিয়ে এটিও মেই ফ্রেমের সাথে লাগিয়ে দিয়েছি । মুলত ব্যাটারির লক ভেঙ্গে স্থান পরিবর্তনের কারণেই ক্যাবল্টি খুলে গেছিলো বলে মনে হচ্ছে ।
IMG_২০২২০৭২৬_১৮৪১৫৪.jpg

ধাপঃ১২

এখন সুইচ ক্যাপ এবং এলইডি ক্যাপ যথা স্থানে বসিয়ে দিলাম।
IMG_২০২২০৭২৬_১৮৪৩১২.jpg

ধাপঃ১৩

এবার লাইটের উপরের পার্ট এবং নীচের পার্ট ভাল ভাবে সেট করে নিলাম । স্ক্রু ড্রাইভারের সাহায্যে যথা স্থানে স্ক্র গুলো লাগিয়ে পরিমাণ মত টাইট করে দিলাম । সব শেষে টর্চ হেড আটকিয়ে দিলাম । এরই মাঝে আমাদের আজকের কাজ সম্পুর্ণ হলো ।

IMG_২০২২০৭২৬_১৮৪৮০২.jpg

মেরামতের পর আবার ও লাইট জ্বালিয়ে দেখে নিলাম ঠিকঠাক জ্বলছে কি না । এবং অবশ্যই জ্বলচ্ছে দেখতে পেলাম । অর্থাৎ আমি একাজে সফলতা পেয়ে গেলাম।

IMG_২০২২০৭২৬_১৮৪৮২৭.jpgIMG_২০২২০৭২৬_১৮৪৮৪৩.jpg

সাধারণত দিন পরিবর্তনের সাথে সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মাঝে ব্যপক ভাবে বেড়ে চলেছে ইলেকট্রনিক্স এর পন্য । ছোট কিংবা বড় পণ্য যত বড়ই হোক না কেন সমস্যা কিন্তু ছোট ছোটই হয় । আর এগুলোই আবার বাইরে থেকে সার্ভিসিং করতে গেলে ইলেকট্রিশিয়ানের বিল হয়ে যায় অপেক্ষাকৃত অনেক । তাই নিজের একটু এ বিষয়ে দক্ষতা থাকলে অনাকাঙ্ক্ষিত বেশী খরচের হাত থেকে বাচা যায় ।

সতর্কতাঃ

১। যেহেতু কাজ গুলো ইলেক্ট্রিসিটি সংযোগ সহ করতে হয় তাই খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই অসাবধাতা বশত আনইন্সুলেটেড স্থানে হাত না পড়ে ।
২। সোল্ডারিং আয়রন প্রচুর পরিমানে গরম হয় তাই হাত সাবধানে রেখে কাজ করা উচিত । অল্প ছোয়াতেই ফোসকা পড়ে যাবে।

আজকের এই পোস্টটি আশা করি যারা ইলেক্ট্রিসিটি নিয়ে সামান্যতম হলেও আগ্রহী তাদের উপকারে আসবে । আর এতে আমার স্বার্থকতা । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি

আল্লাহ্‌ হাফেজ
ধন্যবাদান্তে @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

আমার পরিচয়

IMG_20170303_142442.jpg

আমার নাম মারুফ হাসান । আমি বাংলাদেশী আমার প্রাণের আবেশ বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালবাসি । ভালবাসি বাংলা ভাষাকে । আমি পড়াশুনা করেছি তড়িৎ প্রোকৌশল বিদ্যায় । তবে বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভাল লাগে । আমার ভাললাগার মাঝে ভ্রমণ হলো অন্যতম । সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘর ছেড়ে । দু চোখে খুজেফিরি প্রকৃতির সৌন্দর্য । আমি আমার সময় গুলো কাজে লাগায় বিভিন্ন সৃজনশীল কাজের মাঝে । নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভাল লাগে খুব । বিশ্ব জোড়া পাঠ শালা মোর সবার আমি ছাত্র ।

ধন্যবাদ সবাইকে

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

বেশ ইউনিক এবং ক্রিয়েটিভ একটি পোস্ট ছিল, আমরা অনেক সময়ই লাইটগুলো খোলার পর আর লাগাতে পারে না। আপনি চমৎকারভাবে এই লাইনগুলো ঠিক করার প্রসেস টি দেখিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি অবশ্য অনেক ছোট থেকে এগুলো চেষ্টা করে থাকি । একসময় অনেক গুলো নষ্ট ও করেছি ।

 3 years ago 

টর্চ লাইট মেরামত দেখে অনেক ভালো লাগলো। টর্চ লাইট অনেক সময় নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিতে বাধ্য হই। এভাবে যদি মেরামত করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কোন কিছু মেরামত করে ঠিক করার মাঝে অনেক আনন্দ আছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago (edited)

আমার অবশ্যই কাজ গুলো নেশার মত লাগে । চেষ্টা করি বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স পণ্য গুলো নিজে সার্ভিসিং করতে ।

 3 years ago 

বাড়ির কাজ কিংবা প্রতিবেশীর কখনো সাহায্যের প্রয়োজন হলে না করি না

এটা খুবই ভালো একটা গুণ যদি আপনি অন্যকে সাহায্য করেন তাহলে কোন না কোন ভাবে আপনি সেই সাহায্যের প্রতিদান পেয়ে যাবেন।

মিনি টর্চ লাইট মেরামত করার খুবই চমৎকার একটা পদ্ধতি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার এই কাজটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কেননা আমি এই কাজটি নিজে করতে পারি না।

 3 years ago 

আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ । কাউকে সাহায্য করলে নিজের জন্যেও কোথাও না কোথাও থেকে সাহায্য চলেই আসে ।

 3 years ago 

আপনার মধ্যে অনেক গুন বিদ্যমান যেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায় আপনি ভাল স্টিমেট ব্লগার এবং সেই সাথে একজন ইলেকট্রিশিয়ান বটে। শুভকামনা রইল আপনার জন্য এরকম ইউনিক ধরনের পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

অবশ্য এটা পারার অন্যতম কারণ আমি এই সাব্জেক্ট নিয়েই পড়াশুনা করেছি । বাকিটা ইচ্ছেশক্তিথেকে অর্জন ।

 3 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে সবাই খুবই ভালো কিছু জিনিস জানতে পারলো। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছু বোঝার আছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পোস্ট টি করার মাধ্যমে একটু হলেও আপনার উপকারে আসতে পেরেছি জেনে ভাল লাগলো । ধন্যবাদ ভাইয়া । মতামত প্রদানের জন্য ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66