ম্যাচ বক্স দিয়ে র‍্যাক তৈরী (beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

১৭কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

০২ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
২৫রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
মঙ্গলবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20211102_164400.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই, ম্যাচ বক্স দিয়ে র‍্যাক তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

★ম্যাচ বক্স
★রঙিন পেপার
★গ্লু গান আঠা
★কেচি
★পুতি
★কার্টুন
★পাটকাটি


IMG_20211102_165742.jpg

ধাপ০১

তিনটা ম্যাচ বক্স ও ছয় টা কটন বার নিই।


IMG_20211102_165704.jpg

ধাপ০২

এবার ম্যাচ বক্স থেকে সিলিপার তিনটি আলাদা করে নিই।


IMG_20211102_165617.jpg

ধাপ০৩

এবার সিলিপার তিনটি সবুজ রঙের পেপার দিয়ে আঠার সাহায্যে মুড়িয়ে নিই।


IMG_20211102_121219.jpg

ধাপ০৪

এবার র‍্যাক পায়া বানানোর জন্য ৪ টা সম দৈঘ্যর পাটকাঠি কেটে নিই।


IMG_20211102_165500.jpg

IMG_20211102_165400.jpg

ধাপ০৫

এবার র‍্যাক থাক গুলো পাটকাঠির পায়ার সাথে গ্লু গান আঠাার সাহায্য সঠিক মাপে লাগিয়ে দিই।


IMG_20211102_165311.jpg

ধাপ০৬

এবার বাদ বাকি থাক গুলো গ্লু গান আঠার সাহায্যে সঠিক মাপে লাগিয়ে দিই।***


IMG_20211102_165203.jpg

ধাপ০৭

এবার রেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য উপরি ভাগে পুতি বসিয়ে দিই।


IMG_20211102_164947.jpg

ধাপ০৮

এবার সাদা রঙের গোল পুতি ও লালা রঙের কলস আকৃতির পুতি গ্লু গান আঠা লাগিয়ে র‍্যাক পায়া তৈরি করি। এবং রেকের সাথে আঠার সাহায্য লাগিয়ে দিই।


IMG_20211102_164832.jpg

ধাপ০৯

এবার কালোও লাল রঙের কাগজ দিয়ে ছোট ছোট চারটি ফুল তৈরি করি।


IMG_20211102_164621.jpg

ধাপ১০

এবার র‍্যাক উপরি ভাগে পূর্বে বসানো পুতির উপর আঠার সাহায্য ফুল চারটি বসিয়ে দিই।


IMG_20211102_164452.jpg

ধাপ১১

সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের উপর আঠা দিয়ে একটি করে পুতি বসিয়ে দিই।


IMG_20211102_164317.jpg

IMG_20211102_164229.jpg

ধাপ১২

র‍্যাক পুতি বসানোর পর টপ এবং সাইড ভিউ।


IMG_20211102_164154.jpg

IMG_20211102_163958.jpg

ধাপ১৩

র‍্যাক বানানোর পর বিভিন্ন ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করেছি।


IMG_20211102_164400.jpg

এরই মধ্যে দিয়ে শেষ হলো আমরা আজকের ম্যচ বক্স দিয়ে বানানো র‍্যাক আশা করছি আপনাদের ভালো লাগবে


লোকেশন:

https://w3w.co///adamant.spasmed.showerhead


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

খুব সুন্দর দেখতে কৃত্রিম সাথী, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ম্যাচের বক্স দিয়ে আপনি খুব সুন্দর একটি র‍্যাক তৈরি করেছেন ।দেখতে খুবই আকর্ষণীয় লাগছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন ,যেটা অনেক বেশি সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই ম্যাচ বক্স দিয়ে তৈরি র‍্যাকটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। কিন্তু র‍্যাকটি সুন্দরের চেয়ে আমার কাছে কিউট ই বেশি লেগেছে।কারণ একদম ছোট একটি র‍্যাক। বাচ্চা বাচ্চা একটা ভাব, দেখে মনে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিষ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া,অসাধারণ সুন্দর ম্যাচের বক্স দিয়ে র‍্যাক তৈরি করেছেন।আমি দেখে একদম অবাক হয়ে গেলাম, কিভাবে আপনার মাথায় এত সুন্দর একটি আইডিয়া আসলো। সত্যিই খুবই সুন্দর হয়েছে ম্যাচের বক্স দিয়ে র‍্যাক তৈরি।র‍্যাক তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ম্যাচের বক্স দিয়ে র‍্যাক তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার তৈরীর র‍্যাকটি অনেক সুন্দর হয়েছে। ম্যাচ বক্স দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায় তা আগে জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। আপনার তৈরি জিনিসটি অসাধারণ হয়েছ। শুভকামনা রইল আপনার জন্য ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার ম্যাচ বক্স দিয়ে তৈরি রেকটি অনেক সুন্দর হয়েছে, আর এটা একদমই একটা নতুন চিন্তাধারা জে ম্যাক্স বক্স দিয়ে ব্যাগ তৈরি করা, ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মেজের খোল দিয়ে র‍্যাক তৈরির দৃশ্য পটভূমি ভালোই লাগলো। বাস্তবতার সাথে পরিপূর্ণতার বললে ভুল হবে না। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যাচ বক্স দিয়ে আপনার তৈরি র‍্যাকটি খুবই সুন্দর এবং ইউনিক হয়েছে
এটি চাইলে ছোট বাচ্চারা তাদের পুতুল এর খেলাঘরেও ব্যাবহার করতে পারবে

শুভকামনা রইল আপনার জন্য ❣️

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুবই শৈল্পিক হাতের ছোঁয়ায় তৈরি করেছেন।আপনার পরিশ্রম আর ধৈর্য এর ফলে এমন সুন্দর একটি diy তৈরি করতে পেরেছেন।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যাচ বক্স দিয়ে র‍্যাক খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি নিজের দক্ষতা খাটিয়ে এত সুন্দর একটি র‍্যাক আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67