ডাই পোস্ট।। কাগজ দিয়ে কিউব বানানোর পদ্ধতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230328_232716_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাগজ দিয়ে কিউব বানানোর পদ্ধতি। আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে কাগজ দিয়ে কিউব বানানোর পদ্ধতি টা দেখে নেওয়া যায়।

প্রয়োজনীয় উপকরণ

•সাদ কাগজ
রঙিন কাগজ
•পেন্সিল
•স্কেল
কাঁচি
সুতা
আঠা

IMG-20230320-WA0033-01.jpeg

ধাপ-১

IMG-20230320-WA0026-01.jpeg

তো কিউব বানানোর জন্য প্রথমে আমরা একটা সাদা পৃষ্ঠা নিয়ে নিবো।

ধাপ-২

IMG-20230320-WA0035-01.jpegIMG-20230320-WA0031-01.jpeg

এরপর সাদা কাগজটিতে স্কেল দিয়ে চিত্র অনুরুপভাবে দাগ দিয়ে নিব।

ধাপ-৩

IMG-20230320-WA0034-01.jpeg

তো এরপর স্কেলের দাগ অনুরূপভাবে কাগজটিকে টুকরো টুকরো করে কেটে নিব।

ধাপ-৪

IMG-20230320-WA0037-01.jpegIMG-20230320-WA0020-01.jpeg

এরপর একটি কাগজের টুকরো নিয়ে চিত্র অনুরূপভাবে কাগজটিতে ক্রস চিহ্ন করে দাগ টেনে নিব।

ধাপ-৫

IMG-20230320-WA0014-01.jpegIMG-20230320-WA0030-01.jpeg

এরপর কাগজের টুকরোটিকে মাঝখান থেকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব।

ধাপ-৬

IMG-20230320-WA0019-01.jpegIMG-20230320-WA0023-01.jpeg

তারপর আবারও কাগজটিকে মাঝখান থেকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিব। আর হ্যাঁ ভাঁজ যেন একদম ঠিকঠাক ভাবে হয় তার জন্য মাঝখানে একটু পেন্সিল দিয়ে চিহ্ন করে নিয়েছিলাম।

ধাপ-৭

IMG-20230320-WA0025-01.jpeg

এরপর শেষের ভাঁজটা খুলে নিব। তো কিউব বানানোর জন্য এভাবে অনেকগুলো কাগজের টুকরো কে ভাঁজ করে নিব।

ধাপ-৮

IMG-20230320-WA0016-01.jpegIMG-20230320-WA0028-01.jpeg
IMG-20230320-WA0021-01.jpegIMG-20230320-WA0015-01.jpeg
IMG-20230317-WA0016-01.jpegIMG-20230317-WA0017-01.jpeg
IMG-20230317-WA0018-01.jpegIMG-20230317-WA0019-01.jpeg
IMG-20230320-WA0018-01.jpegIMG-20230320-WA0002-01.jpeg

তো এরপর ভাঁজ করা কাগজের চারটি টুকরো নিয়ে চিত্র অনুরূপভাবে আঠা দিয়ে লাগিয়ে দিব এবং কিউট এর একটি অংশ তৈরি করে ফেলব।

ধাপ-৯

IMG-20230317-WA0021-01.jpeg

তো এরপর কিউবটি সম্পূর্ণ করার জন্য এভাবে আমরা মোট আটটি অংশ বানিয়ে নিয়েছিলাম।

ধাপ-১০

IMG-20230320-WA0003-01.jpegIMG-20230320-WA0009-01.jpeg

তো এরপর সম্পূর্ণ কিউবটাকে বানানোর জন্য আটটি অংশকে একসাথে করতে হবে। তো এই আটটি অংশকে একসাথে করার জন্য এখানে আমরা সুতা ব্যবহার করব। তো প্রথমে চারটি কিউবের অংশের সাথে চিত্র অনুরূপভাবে সুপার গ্লু আঠা দিয়ে সুতা লাগিয়ে নিব।

ধাপ-১১

IMG-20230317-WA0007-01.jpeg

তো চারটি অংশ লাগানো হয়ে গেলে তারপর আরেকটি সুতা নিব এবং বাকি চারটি কেউ একই ভাবে একসাথে লাগিয়ে দিব।

ধাপ-১২

IMG-20230317-WA0006-01.jpeg

এরপর আটটি অংশকে এক জায়গায় করার জন্য প্রথমে চারটি কিউব এর অংশের উপর বাকি চারটি কিউবের অংশ রেখে দেব তারপর মাঝখান দিয়ে চিকন পাতলা কাটিম সুতা দিয়ে বেঁধে দেব। তো এভাবে কিউব এর অংশগুলো লাগানোর একটাই কারণ সেটা হচ্ছে যেন কিউব টাকে ঘোরানো যায়।

ধাপ-১৩

IMG-20230320-WA0022-01.jpegIMG-20230317-WA0009-01.jpeg

তো যাই হোক এটা যেহেতু একটি কিউব হবে তাই এটার প্রতিটা সাইড কে আলাদা আলাদা রং করার জন্য বেশ কয়েক রকম রঙ্গিন নিয়ে নিয়েছি। এরপর চিত্র অনুরূপভাবে রঙিন কাগজগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি।

ধাপ-১৪

IMG-20230317-WA0012-01.jpeg

IMG-20230317-WA0005-01.jpeg

IMG-20230317-WA0011-01.jpeg

এরপর প্রতিটি সাইডে এক এক রকম রংয়ের রঙিন কাগজকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। ব্যস এরই মাধ্যমে আমাদের কিউব বানানো কমপ্লিট।

ফাইনাল আউটপুট

IMG-20230320-WA0085-01.jpeg

IMG-20230320-WA0084-01.jpeg

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আজকের কিউব বানানোর প্রক্রিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব চমৎকার ছিল আইডিয়াটা।
কাগজ দিয়ে দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন কিউবটি।আর তৈরীর প্রক্রিয়া গুলাও সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

বাহ দারুণ একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এই কিউব মিলানো অনেক কষ্টের ব্যাপার। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই ডাইপ্রজেক্ট কি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর হ্যাঁ ঠিক বলেছেন আসলেই অনেক কঠিন তবে একবার শিখে গেলেই সহজ।

 2 years ago 

খুব ভাল লাগলো ভাইয়া আপনার কিউব বানানোর পদ্ধতিটি।আমার খুব ভাল লেগেছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সময় নিয়ে এটা করলেন,দারুন হয়েছে।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95865.23
ETH 2807.98
SBD 0.67