ডাই : ক্লে দিয়ে তিনটি ভিন্ন ডিজাইনের ফুল তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ক্লে দিয়ে ভিন্নরকম কিছু ফুল তৈরি করব। ক্লে দিয়ে ছোটখাটো জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। ক্লে নরম হবার কারণে যে কোন জিনিস খুব সহজেই সুন্দর করে তৈরি করা যায়। ধৈর্য ধরে কোন জিনিস তৈরি করলে দেখতেও সুন্দর হয়। তাই আজকে আমি এই সুন্দর তিনটি ভিন্ন রকম ছোট ফুল তৈরি করলাম। আমার কাছে ফুল ভীষণ ভালো লাগে। আর ফুল ভালো লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সবাই ফুলকে ভীষণ পছন্দ করে। যেকোনো ধরনের ফুল হোক আমার কাছেও ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি ক্লে দিয়ে সুন্দর তিনটি ফুল তৈরি করলাম। আমার কাছে এই ফুলগুলো ভীষণ ভালো লাগলো তাই আজকে আপনাদের মাঝে এই ফুলগুলো তৈরি করে শেয়ার করলাম। আমার তৈরি করা এই ফুলগুলো আশা করে আপনাদের ও ভীষণ ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি গারো গোলাপি রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট কয়েকটি গোল বৃত্ত তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর ছোট ছোট বৃত্ত গুলো সুন্দর করে জোড়া লাগিয়ে একটি গোল ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর মাঝখানে সাদা রঙের একটি বৃত্ত বসিয়ে চারপাশে কিছু দাগ দিয়ে তার পাশে কিছু হলুদ রঙের ক্লে দিয়ে ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর লাল এবং সাদা রংয়ের ক্লে দিয়ে আরও একটি সুন্দর ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর হালকা গোলাপি রঙের ক্লে দিয়ে আরো কয়েকটি বৃত্ত তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর লাল রংয়ের ক্লের চারপাশে ছোট ছোট বৃত্তগুলো সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর বৃত্ত গুলোর চারপাশে কাঠি দিয়ে কিছু দাগ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি তিনটি ভিন্ন রকম ফুল তৈরি করে নিয়ে নিলাম। আমার তৈরি করা এই ফুলগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
ক্লে দিয়ে খুব সুন্দর তিনটা ফুল তৈরি করেছেন। এগুলো বিভিন্ন ওয়ালমেট এ দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। খুব সুন্দরভাবে ভিন্ন ভিন্ন ডিজাইনের ফুলগুলো তৈরি করলেন। লাল রঙের ফুল টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
আমার বানানো তিনটি ফুলের মধ্যে লাল রঙের ফুল আপনার কাছে বেশি ভালো লাগলো শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1894707573288505766?t=CsBOhnRh5g1omL0jIg58OQ&s=19
ক্লে দিয়ে আপনার বানানো ফুলগুলো আমায় মনকে সত্যি আকর্ষণ করেছে। খুব সুন্দর করে বিভিন্ন কালারফুল ক্লে দিয়ে দারুন তিনটি ফুল বানিয়েছে। যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র দারুন প্রতিভাবাগুলো সত্যি প্রশংসনীয়। এক কথায় বলবো আপনার ক্লে ফুলগুলো চমৎকার হয়েছে।
আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে তাই।
ক্লে দিয়ে এমন মনোমুগ্ধকর তিনটি ফুল তৈরি করেছেন, যেন নিখুঁত শৈল্পিক স্পর্শে। প্রতিটি ডিজাইনে আলাদা সৌন্দর্য, আলাদা গল্প ,এক কথায় অপূর্ব। এমন চমৎকার সৃষ্টিশীলতার ঝলক দেখতে সত্যিই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের সঙ্গে এই সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্য।
সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে খুব সুন্দর করে দেখতেছি ভিন্নরকম তিনটি ফুল তৈরি করলেন। সবচেয়ে বেশি ফুলের কালার কম্বিনেশন টা অনেক ভালো লাগলো। এ ধরনের ফুল গুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। দেখে মনে হচ্ছে ফুলগুলো যেন সত্যিকারের ফুল। এত সুন্দর ভাবে ধাপে ধাপে ফুলগুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে ফুল বানিয়ে ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন সব সময়।
ক্লে দিয়ে বেশ সুন্দর আলাদা আলাদা ডিজাইন এর তিনটি ফুল বানিয়েছেন আপনি। আর খুবই ভালো লাগছে দেখতে। এত সুন্দর সৃজনশীলতার তারিফ না করে পারছিনা। এই ব্লগে না এলে এটাই জানতে পারতাম না বাঙালিরা কত গুনে সম্পন্ন।
আমার বানানো ফুল গুলো ভালো লাগছে দেখে আপনার কাছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে কত সুন্দর তিনটি আলাদা আলাদা ডিজাইনের ফুল তৈরি করেছেন ভাই। আপনাদের এই কাজগুলো দেখি আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়ে আপনি এই ফুলগুলি তৈরি করেছেন। প্রত্যেকটি ফুল যেন একেবারে আসল বলে মনে হচ্ছে। এত সুন্দর তিনটি ফুল তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে আলাদা আলাদা ফুল তৈরি করতে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরে সঠিকভাবে ভাঁজ গুলো দেওয়া। খুবই চমৎকার ভাবে তিনটি ভিন্ন ভিন্ন ডিজাইনের ফুল বানিয়েছেন। ক্লে দিয়ে তৈরি করা আপনার এমন কারুকার্যটি দেখে যথারীতি আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপনার ডিজাইন করা ফুল গুলো আমাকে মুগ্ধ করে ফেলেছে।
আসলে ধৈর্য ছাড়া কোন কাজ করা যায় না। আপনার অসাধারণ মন্তব্য শুনে সত্যি বেশ ভালো লাগলো।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে তিনটি ভিন্ন ডিজাইনের ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল গুলো অসাধারন হয়েছে আপু।
ঠিক বলেছেন ক্লে দিয়ে কিছু বানালে জিনিসপত্র বেশি সুন্দর লাগে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।