প্রথম ধাপে পাতলা কার্ডবোর্ড থেকে গোল আকৃতিতে একটা শেপ কেটে নিলাম। তারপর এর মাঝে কিছু দাগ টেনে নিলাম।


এখন ক্রিম কালারের ক্লে নিয়ে চ্যাপ্টা করে তৈরি করলাম। তারপর হলুদ রং থেকে কুঁড়ির মতো করে তৈরি করে মাঝ বারবার বসিয়ে নিচের দিকে চাপ দিয়ে ফুল তৈরি করে নিলাম।
এখন কার্ডবোর্ডে যে দাগ টেনেছিলাম তার উপরিভাগে এটা বসিয়ে দিলাম। তারপর আরেকটা কালার নিয়ে একই ভাবে ফুল তৈরি করে এটা পাশে বসিয়ে দিলাম।
এভাবে দুই কালারের মধ্যে বাকি ফুলগুলো তৈরি করে এক এক করে বসিয়ে দিয়েছি।


এখন সবুজ রঙ থেকে কয়েকটা লম্বা করে লতা তৈরি করে নিলাম এবং এগুলো ফুলের নিচে ডাটা হিসেবে ব্যবহার করলাম।

এখন বড় বড় কিছু পাতা তৈরি করে নিলাম এবং সেই লতা গুলোর নিচে বসিয়ে দিলাম। ছোট ছোট পাতা তৈরি করে ফুলের নিচে দিয়ে দিলাম। হালকা করে কিছু পাতার ডিজাইন করে নিলাম।

অবশেষে তৈরি করে ফেললাম ক্লে দিয়ে খুব সুন্দর একটা ফুলের ওয়ালমেট। যে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

ফুলগুলো বেশ সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশন ও যথাযথ ছিল। দেখতে বেশ চমৎকার লাগছে।ক্লে দিয়ে আসলে অনেক কিছু বানানো যায়। খুব দারুণ একটি ওয়ালমেট বানিয়েছ। ধন্যবাদ তোমাকে ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ তোমায় এত সুন্দর করে উৎসাহ দেয়ার জন্য, ভালো থেকো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ দুর্দান্ত হয়েছে আপনার আজকের ওয়ালমেট টি। এরকম ওয়ালমেটগুলি রুমের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু দারুন দেখায়। ঠিক বলেছেন আপনি ক্লে বর্তমান সময়ে ডেকোরেশনের জন্য দারুন কাজে লাগে। ক্লে দিয়ে তৈরি করা এই ডাইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী এরকম কোনো ডাই পোস্ট দেখার জন্য।
জি ভাইয়া আমি প্রতিটি ওয়ালমেট তৈরি করার পর রুমের দেয়ালে লাগিয়ে রাখি। যাতে করে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।
https://x.com/bristy110/status/1896052160737239140
মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ডাই প্রজেক্টটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
ক্লে দিয়ে দারুন একটি তৈরি করেছেন আপু। এই ওয়ালমেট আমি কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম। আপনি খুবই সুন্দর ভাবে ক্লে দিয়ে তৈরি করেছেন। ফুল সহ পাতা দিয়ে দারুন এই ওয়ালমেট টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু
এটা অনেকদিন ধরে তৈরি করার ইচ্ছে ছিল। কিন্তু সময় পাইনি তাই তৈরি করা হয়নি। ধন্যবাদ আপু।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন।
আসলে ক্লে দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। তাই তো এরকম ওয়ালমেট তৈরি করা, ধন্যবাদ ভাইয়া।
বাহ্ আপু ক্লে দিয়ে চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে ভীষণ ভালো লাগে আপু। তাই তো চেষ্টা করি ওয়ালমেট তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে।
বাহ! ক্লে দিয়ে দেখছি চমৎকার ওয়ালমেট বানিয়ে ফেলেছেন আপু। বিশেষ করে ক্লে দিয়ে বানানো ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছে। আমার কাছে ওয়ালনেটটি দারুণ লাগছে।
জ্বী ভাইয়া ফুল গুলো আমার কাছেও বেশ ভালো লেগেছিল, ধন্যবাদ।
আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে অসাধারণ। আপনার ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো সব সময়ই সুন্দর হয় আপু। ধন্যবাদ আপনাকে ভালো লাগলো মন্তব্য দেখে।