DIY(এসো নিজে করি)রঙিন কাগজের তৈরি একটি ঝুড়ি।১০% বেনিফিট লাজুক-শিয়াল এর জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷
প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
রঙিন কাগজ
কলম
আঠা
কাচি
স্কেল
প্রথম ধাপ
এরপরে আমি ১০সে.মি থেকে ২ সে.মি লম্বালম্বিভাবে ভাজ করে নিলাম।তারপরে কাচি দিয়ে এটিকে কেটে নিলাম।
![]() | ![]() |
---|
দ্বিতীয় ধাপ
তারপরে আমি ৮×৮ সে.মি. পরিমাপের ৯টি কাগজ কেটে নিয়েছি।
তৃতীয় ধাপ
কাগজ গুলো কেটে নেয়ার পর আমি একটি কাগজ হাতে নিলাম। এরপরে আমি কাগজের এক কোণা থেকে অন্য কোনো গোল করে ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এক্ষেত্রে এটি সুন্দর একটি রোল হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
চতুর্থ ধাপ
প্রথমত আমি এই রোলগুলো ৩০ সে.মি. পরিমাপের কাগজে বসিয়ে দিব। এজন্য আমি একটি রোল হাতে নিলাম এবং এর পিছনের অংশে আঠা লাগিয়ে এটিকে এক পাশে বসিয়ে দিলাম।
এভাবে এক এক করে আমি নয়টি রোলকেই এখানে বসিয়ে দিলাম। তারপর আমি এগুলোকে পাশাপাশি জোড়া লাগিয়ে দিলাম আঠা দিয়ে।
![]() | ![]() |
---|
পঞ্চম ধাপ
এরপরে আমি কালো রঙের কাগজ থেকে ছোট ছোট লাভ আকারের কিছু কাগজ কেটে নিলাম। তারপর এগুলোকে আমি সেই রোলের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
ষষ্ঠ ধাপ
এরপরে আমি এই রোল বসানো কাগজকে গোল করে ভাঁজ করে নিলাম। এক পাশের সাথে অপর পাশে জোড়া লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
সপ্তম ধাপ
তারপরেই আমি গোল করে গোলাপি রঙের কাগজ কেটে নিলাম। এরপরে আমি ঝুড়ির নিচের অংশে লাগিয়ে দেব। এজন্য আমি গোল অংশের কাগজে আঠা লাগিয়ে নিলাম এবং নিচের দিকের অংশে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
অষ্টম ধাপ
এরপরে আমি কালো রঙের একটি কাগজকে ২০×৩ সে.মি. পরিমাপে কেটে নিলাম। গোলাপি রঙের একটি কাগজকেও ২০×২ সে.মি. পরিমাপে কেটে নিলাম।
![]() | ![]() |
---|
তারপরে কালো রংয়ের কাগজের উপরে গোলাপি রঙের কাগজ আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
নবম ধাপ
তারপরে আমি এই ঝুড়িটির ভিতরে ২পাশে এই পিতা লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এখন এই রঙিন কাগজের ঝুড়ি তৈরি হয়ে গেল। খুব সুন্দর এই ঝুড়িটি তৈরি করার পর আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
সবাই যে সবকিছু পারে না এটা ঠিক ৷
আপনার নিজ হাতে বানানো ঝুড়িটি অনেক সুন্দর হয়েছে আপু৷
ধন্যবাদ আপনাকে
কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছেন। আপনার ঝুড়ি তৈরি করার উপস্থাপন থেকে আমিও শিখতে পারলাম। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি খুব সুন্দর করে কাগজের ঝুড়ি তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। আপনি অত্যান্ত দক্ষতা সহকারে খুব চমৎকারভাবে কাগজের ঝুড়ি তৈরির কাজ সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু অসম্ভব সুন্দর হয়েছে আপনার আজকের তৈরি রঙিন কাগজের ঝুড়ি টি। দারুন কিছু কৌশল অবলম্বন করে ধাপে ধাপে সুন্দর ঝুড়ি তৈরীর ছবি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার অসাধারণ, আমি তো প্রথমে দৃশ্যটি দেখে মনে করেছিলাম সত্যি কারের একটা ঝুড়ি কিন্তু যখন নিচের টান দিলাম তখন দেখলাম রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটা ঝুড়ি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার ঝুড়িটি এবং প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি।।
অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি ঝুড়ি তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে সুন্দরভাবে কাটিং করে ভাঁজ করে করে ঝুড়ি তৈরি করেছেন এতে আরো সুন্দর লাগছে। এবং খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার রঙিন কাগজের ঝুড়ি টি দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে এবং অনেক সময় নিয়ে রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করেছেন। দেখতে বেশ দারুন লাগছে, আর এত সুন্দর একটি রঙিন কাগজের ঝুড়ি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
খুবই সুন্দর একটি কাগজের ঝুড়ি তৈরি করেছেন আপু আপনার তৈরি এই কাগজের ঝুড়ি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। অসাধারণ হয়েছে, সত্যি বলছি।
অনেক ধন্যবাদ আপনাকে আপু
ওয়াও😯😯রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ঝুড়ি তৈরি করেছেন। আমি প্রথমে দেখে মনে করেছিলাম কাপড়ের তৈরি পরে দেখছি না। আপু প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।
অনেক ধন্যবাদ আপু।
অনেক সুন্দর হয়েছে আপু। ঝুড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার আইডিয়াটা অনেক ইউনিক ছিল। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ঝুড়ি বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 💕