ডাই-:ক্লে দিয়ে রংধনু তৈরি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে হাজির হয়ে গেলাম দারুণ একটা ডাই নিয়ে।আসলে কাজটা কিছুটা সময়সাধ্য হলেও দেখতে দারুণ হয়। আজকে ক্লে দিয়ে রংধনু ডিজাইন করে নিলাম। কাজটা করতে আমার কাছে খুবই ভালো লেগেছিল৷ যদিও আজকে সকালবেলা বসে এই কাজটা করেছিলাম।আসলে গতকাল শরীরটা একদম ভালো ছিল না।সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ পর থেকে খুব খারাপ লাগছিল। তাই গতকাল আর করতে পারি নি।তাই আজ সকালে ঘুম থেকে ওঠার পর বসে গেলাম ক্লে নিয়ে।যদিও আজকে নিভৃত খুব বেশি বিরক্ত করে নি।পাশেই বসে দেখছিল পুরো কাজ।
যাইহোক, তাহলে কথা আর না বাড়িয়ে চলুন আজকের ডাই প্রজেক্ট এর ধাপগুলো শেয়ার করে ফেলি।
উপকরণসমূহ |
---|
- ক্লে
- কার্ডবোর্ড
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে পাতলা কার্ডবোর্ড গোল করে এঁকে নিলাম।তারপর কাঁচি দিয়ে গোল করেই কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
বেগুনী কালারের ক্লে দিয়ে লম্বা চিকন করে মাঝখানে বসিয়ে দিলাম।তারপর নীল কালারের ক্লে একইভাবে নিয়ে উপরের দিকে একসাথে বসিয়ে দিলাম ।
তৃতীয় ধাপ |
---|
এই ধাপে আকাশী ক্লে তৈরি করে সেটা উপরের দিকে বসিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ কালারের ক্লে।
চতুর্থ ধাপ |
---|
এই ধাপে সবুজ ক্লে দিয়ে উপরে বসিয়ে দিলাম। তারপর দিলাম কমলা রঙের ক্লে।
পঞ্চম ধাপ |
---|
এইধাপে লাল রঙের ক্লে দিয়ে উপরের দিকে বসিয়ে দিলাম। আর স্কেল এর সাহায্যে সমান করে নিচের দিকের অংশটা কেটে নিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন ছোট ছোট সাদা বলের মত তৈরি করে নিচের দিকটায় বসিয়ে দিলাম। এভাবে কয়েকটা বসিয়ে দিয়েছি।
সপ্তম ধাপ |
---|
নীল মার্কার দিয়ে নিচের দিকে কিছু দাগ টেনে নিলাম। তারপর লাল রঙের ক্লে দিয়ে লাভ শেপ তৈরি করে দাগের শেষে বসিয়ে নিলাম।
ফাইনাল আউটলুক |
---|
অবশেষে তৈরি করে ফেললাম ক্লে দিয়ে রংধনু।তারপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
ক্লে দিয়ে রংধনু তৈরি করেছেন।রংধনুর রঙগুলো এত জীবন্ত হয়েছে, ক্লে দিয়ে এমন সূক্ষ্ম কাজ বিশেষ করে নীল ও সবুজ অংশের গ্রেডিয়েন্ট অসাধারণ।ক্লে দিয়ে এমন সৃষ্টিশীল আইডিয়া! প্রতিটি রঙের ট্রানজিশন খুব ন্যাচারাল লাগছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপু আপনাকে।
ক্লে দিয়ে কাজ করতে খুবই ভালো লেগেছিল। প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি, ধন্যবাদ ভাইয়া।
Task 1
https://x.com/bristy110/status/1904842975915761734
Task 2
https://x.com/bristy110/status/1904846213385773310
Task 3
https://x.com/bristy110/status/1904847230328332607
Task 4
https://x.com/bristy110/status/1904848503408648274
আপনার ডাই প্রজেক্টটি সত্যিই অসাধারণ! ক্লে দিয়ে রংধনু তৈরি করার প্রক্রিয়াটি খুবই সৃজনশীল এবং বিস্তারিতভাবে তুলে ধরেছেন, যা অনুসরণ করা খুবই সহজ। আপনার কাজে যে যত্ন এবং একাগ্রতা রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে শেষের সাদা বলের ব্যবহার এবং লাভ শেপ তৈরি করা অনেক বেশি সুন্দর ও শৈল্পিক মনে হয়েছে। রংধনুর ঐশ্বর্য আর আপনার সৃজনশীলতা মিলে দারুণ এক কাজ তৈরি হয়েছে। আশা করি ভবিষ্যতে আরও এমন দারুণ কাজ দেখতে পাবো। আপনার জন্য অনেক ভালোবাসা।
রংধনু গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর তৈরি করার পর তো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু ।