রঙিন কাগজের ওয়ালমেট-DIY

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তাই সারাদিনে বাহিরে যাওয়ার গরজ খুব একটা হয়নি। বসে বসে অলস সময় পাড় করছি। এমন সময় গুলোতে সাধারণত আমার গল্পের বই পড়ে সময় কাটাতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমাকে মেসে থাকতে হয় তাই বেশিরভাগ সময়ই পিডিএফ এই গল্পের বই পড়া হয়।কিন্তু আজকে পড়তে গিয়ে দেখি ডাউনলোড করা সব বই ই যে ইতোমধ্যে পড়ে শেষ করেছি সেদিকে খেয়ালই ছিল না। এজন্য আর ইচ্ছে হলো না বই পড়বার। ভাবলাম অন্য কিছু না হয় করা যাক।তাই বসে পড়লাম একটি ওয়াল মেট তৈরীর কাজে। এখন আপনাদের সাথে সেটিই শেয়ার করছি।

IMG_20230924_154833.jpg

প্রয়োজনীয় উপকরণ
১.একটি করে বেগুনি,কালো ও চকলেট
বর্ণের রঙিন কাগজ।
২.আঠা।
৩.পেন্সিল।
৪.কাঁচি।

IMG_20230924_112309.jpg

১ম ধাপ

প্রথমেই কালো রঙের কাগজটিতে পেন্সিল দিয়ে একটি নৃত্যরত নারীর অবয়ব এঁকেছি।
IMG_20230924_115255.jpg

২য় ধাপ

এরপর কাগজ হতে পেন্সিলের দাগ বরাবর নারীর অবয়বটি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি।
IMG_20230924_120056.jpg

৩য় ধাপ

এবার বেগুনি রঙের কাগজটিকে ৫×১৮ সেমি করে কেটে মাঝ বরাবর এক ভাঁজ দিয়ে আবার কয়েকটি টুকরোয় কেটে নিয়েছি।
IMG_20230924_223041.jpg

৪র্থ ধাপ

কেটে রাখা বেগুনি কাগজের টুকরোগুলোকে আবার এক ভাঁজ করে পেন্সিল দিয়ে অর্ধেক জামার আকৃতিতে এঁকেছি।এবং ঐ দাগ বরাবর কাঁচির সাহায্যে কেটেছি।

IMG_20230924_222929.png

৫ম ধাপ

এবার ভাঁজ থাকা অবস্থায় জামার নিচের অংশগুলো এক পাশে আঠা দিয়ে সব গুলোকে এক সাথে জোড়া লাগিয়েছি।
Color Splash_2023925135526761.png

৬ষ্ঠ ধাপ

এরপর তৈরীকৃত জামার নিচের অংশটি আঠা দিয়ে আগে থেকে কেটে রাখা কালো রঙের কাগজের নারীর অবয়বের সাথে জুড়ে দিয়েছি।
Color Splash_2023925181728692.png

৭ম ধাপ

তারপর একটি ফ্রেম বানানোর জন্য চকলেট রঙের কাগজটিকে 5×18 সেমি করে চারটি টুকরোয় কেটেছি।

IMG_20230924_112807.jpg

৮ম ধাপ

এরপর প্রত্যেকটি টুকরোকে পেচিয়ে পেচিয়ে চারটি দন্ডের আকৃতি তৈরী করেছি।
Color Splash_2023924154113750.png

৯ম ধাপ

এরপর দন্ড চারটি একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে তৈরী করেছি ফ্রেমটি
IMG_20230924_155103.jpg

১০ম ধাপ

IMG_20230924_154833.jpg
সবশেষে দেওয়ালের সাথে আঠা দিয়ে আটকিয়ে দেওয়ার পর সম্পুর্ন হয়ে গেছে আমার ওয়াল মেটটি!

এগুলো বানানো শেষ করতে করতে দেখি কখন যেনো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। ভালোমতোই সময়টা কাটল আরকি!
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি।কতো সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । কাজ টা বেশ কঠিন ছিল কিন্তু খুব সহজ ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট বাহ্ আইডিয়া তো দেখতে অসাধারন লাগতেছে। ইউনিক আইডিয়া গুলো দেখলে ভীষণ ভালো লাগে। এধরনের ওয়ালমেট তৈরি করে রুমের দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট তৈরি প্রতিটা আপন খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ! চমৎকার ছিল আপনার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করলেন। তাছাড়া ওয়ালের মধ্যে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই ধরনের রঙিন কাগজের ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

ভিন্ন ধরনের একটি ওয়ালমেট দেখতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ফ্রেম টার জন্য অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলো আপনার পোস্ট টি দেখে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটা সময় অনেক গল্পের বই পড়া হতো। তবে এখন আর পড়া হয়না আপু। যাই হোক রঙিন কাগজের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন । আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার কাগজের ওয়ালমেট দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে‌‌। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83264.22
ETH 1670.53
USDT 1.00
SBD 0.69