আমার মনের লাইলির চিত্রাংকন
হ্যালো স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তা- আলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তা- আলার অশেষ কৃপায় এবং আল্লাহ তা-আলার সৃষ্টির সেরা জীব মানুষ অর্থাৎ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজকে সকাল বেলা আমার রুমের মধ্যে বসে ছিলাম হঠাৎ করে আমার প্রিয়জনের কথা মনে পড়ে গেল। সেই প্রিয়জনটি আর কেউ নয় আমার মনের লাইলি ছিল। তাই প্রিয়জনকে স্মরণ করে আমার মনের লাইলির একটি চিত্র অঙ্কন করে ফেললাম। বন্ধুগন আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমার মনের লাইলির চিত্র অংকন।
আমার মনের লাইলির চিত্র
উপকরণ
- কাগজ
- পেন্সিল
- কাটার
- রাবার এবং
- রং পেন্সিল
ধাপ ১
সর্বপ্রথম আমি উপকরণগুলো নিয়েছি এবং সম্পূর্ণ মুখের চিত্রটি দাগ কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
ধাপ ২
মুখের বাম পাশে এবং ডান পাশে যতটুকু অংশতে চুল থাকবে ঠিক ততটুকু অংশ দাগ কেটে নিয়েছে।
![]() | ![]() |
---|
ধাপ ৩
মুখের বাম পাশে এবং ডান পাশে পেন্সিল দিয়ে চুলের রং করে নিয়েছি এবং মাথার উপর সুন্দর্য বৃদ্ধির জন্য একটি ফুল অংকন করে দিয়েছি।
![]() | ![]() |
---|
ধাপ ৪
এই ধাপটিতে ভ্রু এবং চোখের সম্পূর্ণ চিত্রটি অঙ্কন করে নিয়েছি।
![]() | ![]() |
---|
ধাপ ৫
আমার মনের লাইলির নাক এবং ঠোট এর চিত্র অংকন করেছি।
![]() | ![]() |
---|
ধাপ ৬
লাইলির জামার চিত্রটি অঙ্কন করেছি এবং লাইলির ঠোঁটটি রং দিয়ে লাল টুকটুক করে দিয়েছি। এবং লাইলীকে দেখতে আকর্ষণীয় করার জন্য তার মাথার ফুলটিও রং করে দিয়েছি।
![]() |
---|
ধাপ ৭
সর্বশেষ ধাপটিতে লায়লিকে রং দিয়ে রাঙ্গিয়ে তুলেছি যেন লাইলী সবার আকর্ষণ হতে পারে।
![]() |
---|
বন্ধুগণ আমার মনের লাইলির চিত্র অঙ্কনটি কেমন হয়েছে তা আপনারা অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার মনের লাইলির বর্ণনা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা আমার এবং আমার লাইলির জন্য দোয়া রাখবেন। যেন আমরা আগামী দিনে সুখে-দুখে একে অপরের সঙ্গে চলতে পারি। ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ।
Join the Discord Server for more Details
হাহাহা ভাইয়া আপনার মনে লাইলী চিত্র অনেক সুন্দর শুধু ঠোঁটগুলা অনেক মোটা 😁😁😁 মাথা থেকে একটু নিচের দিকটা বেশি চ্যাপ্টা 😁😁😁😁 যাইহোক ভাই আপনি চেষ্টা করছে সুন্দর হয়েছে
চালিয়ে যান ভাইয়া আশা করি আপনি আরো ভালো আর্ট করতে পারবেন।
আপনাদের সহযোগিতা পেলে সামনের দিনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।
লাইলীর চিত্র অংকন টি অনেক ভাল লেগেছে আমার। প্রতিটি ধাপ খুব সহজ করে অংকন করেছেন। আপনার আটের হাত খুবই পাকা।সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য। আশা করি
আপনার কাছে আরো সুন্দর আট দেখতে পাবো। ধন্যবাদ
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।