হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।সিলেটে আসার পর সময় পাচ্ছি না।কারন ভার্সিটিতে অনেক চাপের মধ্যে থাকতে হয়।শুক্র এবং শনিবার দুইদিন ছুটি থাকে।চেষ্টা করি এই দুইদিন কাজে লাগাতে।তাই আজকে আপনাদের সাথে আজকে একটা রঙিন কাগজের ঝুড়ি বানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করবো।বেশি কথা না বলে চলেন কাজ শুরু করি

উপকরণ

- রঙিন পেপার
- স্কেল
- একটি কাঁচি
- আঠা
- একটি পেন্সিল
- গুলু গান
- কম্পাস
১ম ধাপঃ
প্রথমে কম্পাস দিয়ে লাল কাগজটি গোল করে দাগ কেটে নিয়ে কেঁচি দিয়ে সুন্দর করে কাগজটি কেটে নেবো।
২য় ধাপঃ
ঝুড়ির সাইড বার তৈরি করার জন্য লাল এবং টিয়া রঙের কিছু কাগজ লম্বা বরাবর স্কেল দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।
৩য় ধাপঃ
এরপর গোল করে কেটে রাখা লাল কাগজটিতে লাল কাগজের বার গুলো গুলু গানের সাহায্যে চিত্রের ন্যায় লাগিয়ে দেবো।
৪র্থ ধাপঃ
এভাবে একে একে সব গুলো কাগজের বাড়গুলোকে চিত্রের ন্যায় লাগিয়ে দেবো।
৫ম ধাপঃ
এবার টিয়া রঙের কাগজগুলোকে গুলুগানের সাহায্যে গোল করে দুই মাথায় আঠা দিয়ে চিত্রের ন্যায় লাগিয়ে নেবো।
৬ষ্ঠ ধাপঃ
এরপর টিয়া কালারের গোল করা বার গুলো আগের বানানো বারগুলোর ভিতরে একটা বাহিরে এবং একটা ভিতরে এভাবে বসাবো ও আঠা দিয়ে গোল এবং লম্বা বার গুলোর সাথে লাগিয়ে দেবো।
৭ম ধাপঃ
এভাবে সব গুলো গোল বার গুলো আঠা দিয়ে সুন্দর করে চিত্রের ন্যায় লাগিয়ে দেবো।
৮ম ধাপঃ
এরপর বারগুলোর অতিরিক্ত অংশগুলো কেঁচি দিয়ে কেটে আঠা দিয়ে সুন্দর করে ঝুড়ির ভিতরে লাগিয়ে দেবো।
৯ম ধাপঃ
এবারে ঝুড়ির হাতল লাগানর জন্য আগের কেটে রাখা টিয়া রঙের কাগজটি সুন্দর করে আঠা দিয়ে ঝুড়ির দুই পাশে লাগিয়ে দেবো।
১০ম ধাপঃ
এরপর হাতলে লাগানোর জন্য কিছু ফুল তৈরি করে নেবো।
১১ তম ধাপঃ
এরপর সুন্দর করে হাতলটির নিচে এবং মাঝখানে সুন্দর করে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দেবো এবং আমাদের ঝুড়ি বানানোর কাজ শেষ করবো।
আর এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরির কাজ।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।

Support
@heroism Initiative by Delegating your Steem Power

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

বেশ ভালো দক্ষতার পরিচয় দিয়েছেন। ভালো লেগেছে আপনার উপস্থাপনা আমার । শুভেচ্ছা রইল আপনার জন্য ।
আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই। আর ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
বাহ আপনি তো খুব সুন্দর একটি ক্রাফট সম্পন্ন করেছেন ভাই। আপনার এই সম্পন্ন করা ঝুড়িটা আমার অনেক ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন রংয়ের রঙিন কাগজ দিয়ে ঝুড়ি বানানোর পদ্ধতিগুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ঝুড়ি তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। কালার কম্বিনেশন দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
রঙিন পেপারের খুব সুন্দর একটি ঝুড়ি প্রস্তুত করেছে ।
দেখতে অসাধারণ দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।
উপস্থাপনাটা ও দারুন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরিটি অনেক সুন্দর হয়েছে। সত্যি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। বিভিন্ন কালার ব্যবহার করেছেন এটি তৈরিতে।ঝুড়ির কালার কমিউনিকেশন টা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন।শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
বাহ আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। যেটা আপনার ঘরের সৌন্দর্য তা বাড়িয়ে তুলেছে। সুন্দরভাবে দক্ষতার সাথে এত সুন্দর একটি ঝুড়ি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি ঝুড়িটি অনেক সুন্দর লাগছে ।আপনি অনেক দারুণ ভাবে তৈরি করছেন।দেখে আমার অনেক ভালো লাগলো।বিভিন্ন ধরনের কালার কাগজ ব্যবহার করছেন যা দেখে অনেক চমৎকার লাগছে ঝুড়ি।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
শুধুমাত্র রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব আকর্ষণীয় দেখতে একটি ঝুড়ি তৈরি করেছেন এটা দেখে অসাধারণ লাগছে। হাতল দিতে এবং দুই সাইডে ছোট ফুলের কাজ দেয়াতে বেশ ভালো হয়েছে বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারছি না ।আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করেছেন । রঙিন কাগজের ঘুড়ি তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপসমূহ উপস্থাপন করেছেন । দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত দিয়ে আপনার নিজের মনের ভাব প্রকাশের জন্য।