# DIY-এসো নিজে করি (বৃত্তের ভেতর বেলুন হাতে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য অঙ্কন)
প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি আর্ট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আর্ট পোষ্টের টপিক হলো বৃত্তের ভেতর বেলুন হাতে মেয়ের একাকী দাড়িয়ে থাকার চিত্র অঙ্কন।
আজকে বিশ্ব ভালোবাসা দিবস আর এই সুন্দর দিনে সকলের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগ লেখা শুরু করতে যাচ্ছি। আজকে এই ভালোবাসার দিনে আমি একটি মেয়ের চিত্র অঙ্কন করব।
বেলুন হাতে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য অঙ্কন করার পদ্ধতি গুলো ধাপ আকারে উপস্থাপন করা হলো:
আমার অংকন করা চিত্রটি শুরুতেই দেখানো হলো:
প্রয়োজনীয় উপকরণ:
![]() |
---|
- আর্ট খাতা।
- পেন্সিল।
- রাবার।
- কাটার।
প্রথম ধাপ:
প্রথম ধাপে খাতায় একটি বৃত্ত অঙ্কন করে নেই।
দ্বিতীয় ধাপ:
এ পর্যায়ে বৃত্তের পরিধির প্রান্ত পেন্সিল দিয়ে বক্ররেখার সাহায্যে যুক্ত করে দেই।
তৃতীয় ধাপ:
এ পর্যায়ে বৃত্তের উপরের পরিধির একটি বিন্দু থেকে নিচের বক্ররেখা পর্যন্ত একটি বক্ররেখা টেনে যুক্ত করি। এরপর উপরের বক্ররেখা থেকে একটি গাছের ডালের শাখা অঙ্কন করি।
চতুর্থ ধাপ:
নিচের বক্ররেখার উপরে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের চিত্র অঙ্কন করি।
পঞ্চম ধাপ:
এধাপে গাছের ডালে গাছের পাতাগুলো অঙ্কন করে নেই এবং আমার সম্পূর্ণ চিত্র পেন্সিল দিয়ে গাঢ় করে নেই। ফলে আমার অংকন করা চিত্র টি সম্পন্ন হবে।
ষষ্ঠ ধাপ:
এধাপে আমার অঙ্কন করা চিত্রের নিচে আমার স্টিমিট নামের লোগো যুক্ত করি।
উপরের ধাপগুলো অনুসরণ করে আমি আমার অংকন করা চিত্রটি সম্পন্ন করলাম।চিত্রটি আপনাদের সবার কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
ফটোগ্রাফি | আবু সালেহ নাহিদ |
---|---|
ডিভাইস | OPPO A-12 |
ছবি তোলার স্থান | লোকেশন |
Join the Discord Server for more Details
বৃত্তের ভেতর বেলুন হাতে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য অঙ্কন অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন
আপনার জন্য শুভকামনা রইল। দারুন ছিল
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা চিত্র অংকন টি সত্যিই অনবদ্য হয়েছে। আপনি একটি মেয়ের বেলুন হাত ধরে রাখার চিত্র অংকন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যিই একটি প্রশংসনীয়। এসব চিত্রাঙ্গন আমি অনেক ভালোবাসি কেননা এসব চিত্র অংকন এর মাধ্যমে মানুষের ক্রিয়েটিভিটি আমাদের মাঝে প্রকাশ পায় । ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য প্রদান করার জন্য।
বৃত্তের মধ্যে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য পটভূমি অংকন খুবই সুন্দর ভাবে সফল করেছেন। যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার আর্ট করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি ।এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বৃত্তের ভেতর বেলুন হাতে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। সত্যি আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে এই আর্টটি তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য,,,
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার এই চিত্র অংকন টা অসম্ভব সুন্দর হয়েছে।পেন্সিল দিয়ে বৃও অংকন করে বেলুন হাতে একাকী মেয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্য অংকন করেছেন। দেখতে দারুণ লাগছে ভাইয়া প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।
আপনি অসাধারণ ভাবে বেলুন হাতে একটা মেয়ের চিত্রাঙ্কন করেছেন। আপনার চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আর্টের প্রতিটি স্টেপ আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার জন্য শুভকামনা রইলো ভাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বৃত্তের ভিতর বেলুন হাতে মেয়ের চিত্রটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটি কে সম্পন্ন করেছেন । তাছাড়া চিত্রটির ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইলআপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে।আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।
ওয়াও অসাধারণ একটি অঙ্কন।বৃত্তের ভিতর মেয়েটি বেশ একাকীত্বে বেলুন হাতে দাড়িয়ে আছে।যেটা অনেক সুন্দর লাগছে এবং অঙ্কন এর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন।যাইহোক এত সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের বেলোনা হাতে রাখার সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকন দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে রং অংকন টি করেছিলেন। এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।
চিত্র টি দারুন অংকন করেছেন। আমার কাছে খুবি অসাধারন মনে হয়েছে। রং এর ব্যবহার করলে কেমন দেখা যেত তা পরে রং এর ব্যবহার করে দেখতে পারেন ভাই। সত্যি বৃত্তের মধ্যে একটি মেয়ে পাশে একটি গাছ , মেয়েটি বেলুন হাতে দাড়িয়ে একা । খুব সুন্দর ভাল লাগলো। ধন্যবাদ । ভাল থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।