আমার তৈরি করা রঙিন কাগজের সুন্দর একটি ওয়ালমেট // 10 % beneficiary to @shy-fox
হ্যালো বন্ধুরা
আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেই রঙিন কাগজের সুন্দর একটি ওয়ালমেট।
উপকরণ
১. হলুদ কাগজ
২. সবুজ কাগজ
৩. আঠা
৪. কাঁচি
৫. পেন্সিল
৬. শক্ত কাগজ
ওয়ালমেট তৈরি প্রক্রিয়া
ধাপ ১
প্রথমে একটি শক্ত কাগজ এভাবে কাঁচি দিয়ে কেটে নেই সাইজ মতো।
ধাপ ২
হলুদ কাগজ সাইজ মতো কেটে নেবো একটু বড় করে। এরপর ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে পেন্সিল দিয়ে এঁকে নিবো এবং কাঁচি দিয়ে কেটে নেই।
ধাপ ৩
কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর এরকম একটি সুন্দর ফুল পেয়ে যাবো।
ধাপ ৪
হলুদ রঙের ফুল গুলো এরকম চারটি বানিয়ে নেই।
ধাপ ৫
হলুদ ফুলের পাপড়ির মাঝে কাঠি দিয়ে এভাবে ভাজ করে নেই। দেখতে অনেক সুন্দর লাগছে।
ধাপ ৬
সবুজ কাগজ এভাবে সাইজ মতো কেটে নিয়ে পেন্সিল দিয়ে একে নেই।
ধাপ। ৭
পেন্সিল দিয়ে একে নেওয়ার পর কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নেই। কেটে নেওয়ার পর সুন্দর একটি পাতা পেয়ে যাবো।
ধাপ ৮
কেটে নেওয়ার পর আমরা সুন্দর চারটি পেয়ে যাবো। চাপটি পাতার সাইজ একই রকম হবে।
শেষের ধাপ
চারটি পাতা শক্ত কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে নেই। এরপর হলুদ রঙের ফুলটি মাঝে আটা দিয়ে বসিয়ে নেই। ফুলটি ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি ওয়ালমেট। আশা করি আমার এই ওয়ালমেটি আপনাদের পছন্দ হবে। আমার জন্য দোয়া করবেন । আমি যেন এরকম আরো অনেক কিছু বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।
➡️ অসম্ভব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট। রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা টাও খুব ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুভ ভাল হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। ভালো লাগলো দেখে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
রঙ্গিন কাগজ দিয়ে নানা রকম জিনিস করা অনেক ধৈর্য্য ও পরিশ্রমের বিষয়। যা কেউ সহজে তৈরি করতে পারে না। আপনি অনেক সুন্দর ভাবে সেটি করে দেখিয়েছেন। আপনার দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তৈরি রঙিন কাগজের সুন্দর একটি ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সুন্দর ছিল আপনার ওয়ালমেট টি । হলুদ আর সবুজের মিশ্রণে বেশ ভালই লাগছে। আর কাগজ দিয়ে পাতা বানানো দৃশ্যটি বেশ ভালই ছিল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে