ডিজিটাল আর্ট :- " পাহাড়ি দৃশ্যের অংকন "

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


C-_Users_WALTON_Desktop_Scenery-3.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটা ডিজিটাল আর্ট প্রকাশ করব৷ এই আর্টের নাম হল পাহাড়ি দৃশ্যের অংকন

প্রয়োজনীয় উপকরণসমূহ

  • কম্পিউটার
  • এডোবি ফটোশপ ২০২৩

ধাপ-০১

প্রথমে একটি পেজ নিয়ে নিলাম৷ এর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম।

Screenshot 2024-02-29 162209.png

Screenshot 2024-02-29 162439.png

ধাপ-০২

এরপর এর নিচের দিকে ঘাস এঁকে দিলাম৷ একইসাথে এর মধ্যে কয়েকটি রং করে দিলাম।

Screenshot 2024-02-29 162839.png

Screenshot 2024-02-29 163101.png

ধাপ-০৩

এরপর ঘাসের পিছনে কয়েকটি পাহাড় এঁকে নিলাম ও এর মধ্যে কিছু রঙ করে দিলাম।

Screenshot 2024-02-29 163417.png

Screenshot 2024-02-29 163458.png

ধাপ-০৪

এরপর এর মধ্যে কয়েকটি গাছ এঁকে দিলাম৷ একইসাথে এর মধ্যে রং করে দিলাম।

Screenshot 2024-02-29 163957.png

Screenshot 2024-02-29 164519.png

ধাপ-০৫

এরপর আকাশের রং ঠিক করে নিলাম ও এর মধ্যে কিছু পাখি এঁকে দিলাম। এরপর তৈরি হয়ে গেল আমাদের আর্ট।

Screenshot 2024-02-29 164622.png

C-_Users_WALTON_Desktop_Scenery-3.jpg

সর্বশেষ আউটপুট

C-_Users_WALTON_Desktop_Scenery-3.jpg

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

বিবরণ

ক্যামেরা/কম্পিউটারডেক্সটপ
ধরণডিজিটাল আর্ট
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

অনেকদিন পর ডিজিটাল আর্ট দেখলাম ভাইয়া। আপনি পাহাড়ের দেশের খুব সুন্দর করে অংকন করেছেন এবং আর্টের ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

শুনে খুব ভালো লাগলো৷ আসলে আমার এই আর্ট আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার জন্য যথেষ্ট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য৷ এই সাপোর্ট আমার অনেক ভালো লাগে।

 last year 

আমার কাছে ডিজিটাল আর্ট গুলো বেশ ভালোই লাগে। আপনি আজকে পাহাড়ি দৃশ্যের অংকন করেছেন। আপনার আর্টি করা পাহাড়ি দৃশ্য অম্কন করেছেন। আপনি ধারাবাহিক ভাবে আপনার আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বেশ ভালোই ডিজিটাল আর্ট করতে পারেন।

 last year 

চেষ্টা করেছি সবগুলো ধাপ শেয়ার করার৷ যাতে করে যে কেউ ইচ্ছে করলে এই আর্ট তৈরি করতে পারেন।

 last year 

আমার কাছে তো মনে হচ্ছে আপনার আজকের আর্টটি সত্যিকারের একটি পাহাড়। এত সুন্দর করে ডিজিটাল আর্ট করতে পারেন ভাইয়া। আর ডিজিটাল আর্টের মাধ্যমে যে এমন সুন্দর করে পাহাড় অঙ্কন করা যায় সেটা আজ আপনার পোস্ট দেখেই বুঝলাম। দারুন একটি আর্ট করে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

এটিকে সত্যিকার মনে হচ্ছে। তাহলে তো ভালোই৷ আমি এটিকে সত্যিকারের পাহাড়ের ধারণা থেকেই তৈরি করেছি৷

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। এর আগেও আপনার এমন ডিজিটাল পোস্টগুলো আমি দেখেছি আপনি কম্পিউটারের মাধ্যমে এই ডিজিটাল আর্টগুলো করে থাকেন। আজকের ডিজিটাল আর্টের এই পাহাড়ের দৃশ্যের অংকনটি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে আমাদের দেখানোর সুযোগ করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷ চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু শেয়ার করার৷

 last year 

আগে তেমন একটা পাহাড়কে ভালবাসতাম না কিন্তু কিছুদিন আগেই বান্দরবানের পাহাড়ে ঘুরতে যেয়ে পাহাড়কে ভালোবেসে ফেলেছি। পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে পাহাড়ের দৃশ্য অংকন করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমিও তেমন একটি ভালোবাসতাম না। তবে যখন কক্সবাজার গেলাম তখন থেকেই পাহাড়কে ভালোবাসা শুরু করলাম৷

 last year 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে পাহাড়ি দৃশ্যের খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ডিজিটাল আর্ট এর চিত্রগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। চিত্র অঙ্কন কারণ ক্ষেত্রে আমরা দক্ষতা দেখে খুবই ভালো লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য৷ আসলে আমি এই আর্ট তৈরিতে অনেক পুরাতন। তবে এখনো দক্ষ হতে পারিনি৷

 last year 

ভাই আপনার অনেকদিন পর ডিজিটাল চিত্র অংকন দেখলাম। পাহাড়ের দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির এই দৃশ্যের ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে চেষ্টা করি প্রচুর পরিমানে আর্ট তৈরি করার৷।
তবে সময় স্বল্পতার কারণে হয়ে উঠে না।

 last year 

খুব সুন্দর পাহাড়ি দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া। দৃশ্যটি দারুন লাগছে দেখতে। বিশেষ করে পাহাড়ের সামনের গাছগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের। খুব দক্ষতার সাথে এই ডিজিটাল আর্ট টি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই তাই নাকি৷ পাহাড়ের সামনের গাছগুলো সত্যিকার মনে হচ্ছে শুনে ভালো লাগলো।

 last year 

আপনি বেশ চমৎকার ডিজিটাল আর্ট তৈরি করতে পারেন। আমি অন্য আর্ট তৈরি করতে পারলেও ডিজিটাল আর্ট তৈরি করতে পারি না। আসলে কখনো চেষ্টা করে দেখিনি। আজকে আপনি খুব সুন্দর একটি পাহাড়ি দৃশ্যের অঙ্কন করেছেন। এটি তৈরি করার ধাপগুলো সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আমিও এগুলো প্রথম চেষ্টা করে তৈরি করেছি৷

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 76999.71
ETH 1475.52
USDT 1.00
SBD 0.63