DIY || এসো নিজে কিছু করি || ডিজিটাল আর্ট || টম অ্যান্ড জেরির ছবি অঙ্কন ।। ১০% লাজুক খ্যাঁকের জন্য।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সৃষ্টিকর্তার অসীম দয়ায় সবাই অনেক ভাল আছেন। যে যেঅবস্থায় থাকেন না কেন সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা দরকার। কত মানুষ কত সমস্যায় রয়েছে তার কোন ধারনা আমাদের নেই। কোন মানুষ পরোপুরি সুখি নয়। সবার জীবনেই সমস্যা রয়েছে। কারো হয়তো কম আবার করো হয়তো বেশি। যায়হোক আর অঝথা কথা না বাড়িয়ে চলোন একটি পোষ্ট করা যাক।
টম অ্যান্ড জেরি হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর তৈরি ও বর্তমানে হ্যানা বার্বেরা স্টুডিওতে তৈরি জনপ্রিয় কার্টুন। এতে টম একটি বিড়াল এবং জেরী একটি ছোট ইঁদুর, যাদের নানা রকম দুষ্টুমি এই কার্টুনের প্রতিপাদ্য। এই ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা।
টম অ্যান্ড জেরি দেখে নাই বা টম অ্যান্ড জেরির বিষয়ে জানে না এমন মানুষ পাওয়া দুস্কর। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবার কাছে জনপ্রিয় একটি কার্টুন হলো টম অ্যান্ড জেরি। যদি কারো মন খারাপ থাকে তাহলে টম অ্যান্ড জেরির কার্টুন দেখবেন। সাথে সাথে মন ভাল হয়ে যাবে। আমি ছোট সময় টম অ্যান্ড জেরির অনেক কার্টুন দেখেছি। এখনও মাঝে মাঝে সময় পেলে দেখি। বাংলা ভাষার গুলো দেখলে বেশি মজা পাওয়া যায়। গত কাল রাতে অফিসের কাজের চাপের কারনে মনটা ভাল ছিল না। তাই টম অ্যান্ড জেরির কয়েকটি কার্টুন দেখলাম অনেক ভাল লাগলো। সেই ভাল লাগা থেকে গত কালকে মনে মনে ভাবলাম টম অ্যান্ড জেরির একটি ছবি অঙ্কন করলে কেমন হয়। সাথে সাথ এডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার অপেন করে টম অ্যান্ড জেরির ছবি অঙ্কন শুরু করে দিলাম।
স্টেপ বাই স্টেপ টম অ্যান্ড জেরির ছবি অঙ্কনের প্রক্রিয়াটি নিচে উল্লেখ করা হলো।
একটি ল্যাপটপ
ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার
অঙ্কন করার পদ্ধতি
প্রথমে নিউ ফাইল থেকে নতুন একটি ডকুমেন্ট নিয়ে টোলবার থেকে পেন টুল দিয়ে টমের পায়ের পাতা গুলো অঙ্কন করলাম।
তারপর টমের ভাঙ্গা লেজটি আর পেটের অংশটা অঙ্কন করলাম।
তারপর টমের হাত আর নাক,মুখ,চোখ আর নাকের পাশের বড় বড় চারটি চুল অঙ্কন করে দিলাম।
তারপর টমের কান আর মাথা অঙ্কন করে টমের ফুল শরীর অঙ্কন করা শেষ করে জেরির দুইটি পা অঙ্কন করলাম।
তারপর জেরির হাত,পা,নাক,মুখ চোখ, লেজ অঙ্কন করে জেরির ফুল বডিটা অঙ্কন করা শেষ করে ফেললাম।
তারপর টম অ্যান্ড জেরির ছবিতে কালার দেওয়ার জন্য আইড্রপার দিয়ে আটটি কালার সংগ্রহ করলাম। তারপর কালার সংগ্রহ করে টম অ্যান্ড জেরির পেটে কালার করে দিলাম।
তারপর ধীরে ধীরে টম অ্যান্ড জেরির নাক,কান, হাত, চোখ, জিহ্বা সহ ফুল বডিতে কালার করে দিলাম।
গুগল থেকে টম এবং জেরিকে দেখে আই ড্রপার দিয়ে মূল কালারটা সংগ্রহ করে সেই কালার টি দিয়ে অঙ্কন টা শেষ করে দিলাম।
বন্ধুরা আজকে এটাই ছিল আমার সংগ্রহে। কেমন হলো আজকের পোষ্টি অবশ্যই কমেন্টে করে জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | HP Laptop |
---|---|
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
আর্টিস্ট | @joniprins |
বিভাগ | ডিজিটাল আর্ট |
স্থান | নারায়ণগঞ্জ |
তারিখ | 11.10.2022 |
সময় | 10.30 am |
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
ডিজিটাল চিত্রাংঙ্কন গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারটাও অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ আপু গুছিয়ে সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।
বাহ আপনি তো বেশ চমৎকার ডিজিটাল আর্ট করতে পারেন। খুব সুন্দর করে ধাপে ধাপে টম এন্ড জেরি তৈরি করে ফেলেছেন। আমি আগে ফটোশপ দিয়ে ডিজিটাল আর্ট করতাম। আস্তে আস্তে এডোবি ফটোশপ এর দিকে কনভার্ট করছি।
জী ভাইয়া আমি ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটিই পারি। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনার অঙ্কিত টম এন্ড জেরির ডিজিটাল আর্টটি চমৎকার হয়েছে। মনে হচ্ছে যে টিভিতে টম এন্ড জেরির পোস্টার দেখছি। খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এভাবেই ভালো ভালো কাজগুলো আমাদের মাঝে শেয়ার করে এগিয়ে যান সামনের দিকে।
জী আপু প্রথম ব্যানারটি অনেক দেখে খুজে বের করে তারপর সাজিয়েছে। ধন্যবাদ আপু।
ডিজিটাল আর্ট খুবই ভালো লাগে। তবে এখন খুব একটা করা হয়না আমার। তবে আপনার এই পোস্ট দেখে এখন ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে টম এন্ড জেরির ছবি একেছেন। অঙ্কন খবই নিখুঁত হয়েছে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো।
ভাইয়া মাঝে মাঝে আর্ট দিবেন। তাহলে আমদেরও কিছু অভিজ্ঞতা হয়।
ওয়াও খুবই অসাধারণ আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্ট করেছেন।টম অ্যান্ড জেরির আর্টি দেখে আমি প্রথমে ভাবলাম একটি ছবি হবে কম্পিউটার। পরে দেখলাম আপনি অনেক অসাধারণ ভাবে ডিজিটাল আর্ট করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
জী ভাইয়া প্রথম ছবিটা অনেক চেষ্টা করে বানিয়েছি। ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব সুন্দর করে জিডিটাল আর্টের মাধ্যমে টম অ্যান্ড জেরির ছবি পেইন্টিং করেছেন। খুবই ভালো লাগলো দেখে।খুব সুন্দর করে ধাপে ধাপে টম এন্ড জেরি তৈরি করেছেন । এত অসাধারণ আর্টিস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Tom and jerry ছোটবেলা থেকেই আমার পছন্দের একটা কার্টুন। আমি এখনো দেখি সুযোগ সময় পেলে। আর আপনি আমার পছন্দের কার্টুনের ডিজিটাল আর্ট করেছেন সুতরাং পছন্দ না হওয়ার কোন উপায়ই নেই। এক কথায় অসাধারণ হয়েছে। 😊
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে ধীরে ধীরে টম এবং জেরির দৃশ্য অংকন করে দেখিয়েছেন। একদম অরজিনাল দৃশ্যপট হয়েছে। আর টম এন্ড জেরি কার্টুন আমার সবচেয়ে প্রিয় কার্টুন। আমি দীর্ঘ ১২-১৫ বছর ধরে এই কার্টুন দেখে আসছি। তাই আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন দৃশ্য আমি কোন দেখে আমার খুবই ভালো লাগলো। দৃশ্যপটের ডিজিটাল আর্ট এর ধাপ গুলো পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি।