জন্ম দিলেই মা হওয়া যায় না!(রিসেন্ট ঘটনা)
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করবো। যেটা আসলে রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং আমি এই ঘটনাটি তাদের উদ্দেশ্যেই শেয়ার করবো। যারা সোশ্যাল মিডিয়ায় একটু কম একটিভ। কারণ এই ঘটনাটি বেশি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ পত্র-পত্রিকায় খুব একটা আসেনি।
অর্থাৎ দেশের বাইরের একটি দেশের। যাই হোক আমি দেশের নামটি উল্লেখ করছি না। সে দেশের একজন মা তালাবদ্ধ ঘরে তার খুব ছোট সন্তানকে রেখে (ছোট বলতে ১০ মাসের বোধহয়,আর না হলে ১.৫ বছর এর) প্রায় ১০ দিনের জন্য ট্যুরে চলে গিয়েছিলো। অর্থাৎ সমুদ্রপাড়ে চলে গিয়েছিলো তার বন্ধুদের সাথে। এবং ১০ দিনে সেই বাচ্চাটি নিজের পর্যন্ত মলমূত্র পর্যন্ত খেয়েছে এবং পরবর্তীতে খিদের চোটে মারা গিয়েছে।
এবং পরবর্তীতে মহিলাটিকে নিয়ে পুলিশ কেস হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে।কয়েকদিন আগে আমি সে মহিলাটির শাস্তির একটি ক্লিপ দেখেছিলাম। অর্থাৎ সেই মহিলাটির চার হাত পা বেঁধে রেখে শুইয়ে রাখা হয়েছিলো। অর্থাৎ আসলে সেই সন্তানটি যেই কষ্টটা পেয়েছিলো। তার মায়ের জন্য হয়তো সেই শাস্তিটির ব্যবস্থা করেছিলো আইন ও প্রশাসন।
আপনারা জাস্ট চিন্তা করুন যে, একটা মানুষ কতোটা ক্ষুধার্ত হলে নিজের মলমূত্র খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। সে আসলে ছিলো একেবারেই অবুঝ একটি ছোট্ট শিশু। যে দুনিয়া চিনেনা, যে কথাটাও বলতে পারে না এবং সে জীবনের শেষ সময়গুলো কতোটা বাজে কাটিয়েছে! অর্থাৎ চিন্তা করলেই যেনো নিজের ভেতরটা কেঁপে উঠে যে, দুনিয়াতে এতোটা খারাপ মানুষ এখনো বেঁচে রয়েছে।
তার চেয়েও বড় ব্যাপার হলো। পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মা। আর সেই মা যদি এমন করে তাহলে ছোট মানুষ অর্থাৎ ছোট বাচ্চাগুলো কোথায় নিরাপদ? মাঝেমধ্যে ভাবলে নিজের অজান্তে নিজেই আঁতকে উঠি।এ আমরা কোন পৃথিবীতে বাস করছি?এ জগৎ টা ই কি মানুষের বসবাস এর যোগ্য স্থল?তবে যদি তাই হয়ে থাকে,তাহলে এ পৃথিবীটার এতো ভয়ংকর অবস্থা কেনো?মায়া,মমতা এসব এর দিন কি ফুরিয়ে গেলো?
শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে হলে মায়ের কিছু দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি থাকে, যেটি যথাযথভাবেই পালন করতে হয়। মাত্র ১০ মাসের শিশুকে ঘরে আটকে রেখে মা ট্যুরে গেল, বিষয়টি কত মারাত্মক হতে পারে। এমন নিকৃষ্ট মা যেন পৃথিবীতে আর কেউ না হয়। আপনার পোস্টটি পড়ে সত্যি খুব কষ্ট লাগলো। তবে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের মহিলাদের মা হওয়ার কোনো যোগ্যতা ই নেই। এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং ইউটিউবে এই ঘটনাটি আমি দেখেছিলাম। বাচ্চাটির বয়স ছিলো ১৬ মাস। এই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে দিনদিন পৃথিবী থেকে মায়া নামক শব্দটি উঠে যাচ্ছে। শিশুটির জন্য বেশ খারাপ লেগেছিল আমার। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।