একটি সৃজনশী ব্রোশিয়ার (Brochure) ডিজাইন এর রিভিউঃ-৩০/১২/২০২২ ইং
“আমার বাংলা ব্লগ” এর কমিউনিটির সকল সদস্য আসসালমু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আমি একটি সৃজনশী ও রুচিশীল ব্রোশিয়ার ডিজাইন নিয়ে আলোচনা করবো।
আমার নিজের তৈরী ডিজাইন
একটি সৃজনশী ব্রোশিয়ার ডিজাইন দিয়ে আমার বা আপনার ব্যবসার প্রতিষ্ঠান ও তথ্য ফুটিয়ে তুলতে পারেন। এক কথায় বলতে গেলে ব্রশিয়ার হচ্ছে তথ্য সম্বলিত ডকুমেন্ট যেটি বিজ্ঞাপনের জন্য ব্যবহার হয়। এছাড়া কোন প্রতিষ্ঠানের পরিচিতি অথবা প্রচারের জন্য ইহা ব্যবহার হয়।
আমার নিজের তৈরী ডিজাইন
ব্রশিয়ার ডিজাইন অনেক ধরনের হতে পারে। যেমনঃ
- বাই ফোল্ড ব্রশিয়ার ডিজাইন।
- হাফ ফোল্ড ব্রশিয়ার ডিজাইন।
- জেড ফোল্ড ব্রশিয়ার ডিজাইন।
- গেইট ফোল্ড ব্রশিয়ার ডিজাইন।
- ট্রাই ফোল্ড ব্রশিয়ার ডিজাইন।
- রোল ফোল্ড ব্রশিয়ার ডিজাইন ইত্যাদি।
আপনি যদি গ্রাহকের শর্তবলী ভাবেন কি উদ্দেশ্য ব্রশিয়ার ডিজাইন করা হয়। তারা কে তার কি প্রযুক্তি উৎসাহী বা খাবার অথবা পণ্যগুলির মধ্যে কী ধরণের বৈশীষ্ট্য দেওয়া থাকে । আমরা তাদেরকে কোথায় পাব?
ব্রশিয়ার ডিজাইন এর মাধ্যমে গ্রাহকদের সাথে আপনি খুব সহজেই যোগাযোগ করে তুলতে পারে। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া ওযেবসাইট আপনার নাম, ফোন নাম্বার এবং অন্যান্য যোগাযোগ বিবরণ ব্রশিয়ারে দৃশ্যমান করে তুলতে পারেন।
একটি ব্রশিয়ার ডিজাইন করতে কি কি এপ্লাই করতে হয়
- ব্রশিয়ার ডিজাইন করার আগে ডিজাইনের লক্ষ জেনে নিতে হবে। কিভাবে আপনি ডিজাইন সম্পর্কে
চিন্তা করেছেন তা ক্লায়েন্ট এর কাছ থেকে জেনে নিন। - প্রথমেই ভালো একটি ধারণা তৈরী করুন তার পর আপনার আইডিয়া গুলো লেখে ফেলুন।
- ডিজাইনে অল্প ফন্ট ব্যবহার করুন, ডিজাইন সুন্দর করার জন্য ফন্টের ভূমিকা অনেক।
- ডিজাইন দরকার অনুযায়ী সবার জন্য করুন নিজের জন্য না তাই পাঠকদের কথা মাথায় রেখে ডিজাইন করুন।
- ডিজাইনে খুব ভালো মানের ছবি দিতে হবে। Copyright Free হতে হবে,
শেষ কথা
আমি জানিনা কতটুকু লিখতে পেরেছি তবে আমি আমার মত করে লেখার চেষ্ঠা করেছি ভুল হয়লে ধরিয়ে দিবেন সংশুধন করার চেষ্ঠা করবো। ধন্যবাদ,
খুব সুন্দর কাজ করেছেন তবে যখন গ্রাফিক্সের কিছু শেয়ার করলে অবশ্যই ধাপে আকারে দেবেন।