ছোলার ডালের বড়া রসা রেসিপি❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ছোলার ডালের রসা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
প্রতি দিন মাছ মাংস খেতে খেতে হঠাৎ যদি নিরামিষ খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে।আমরা বুধ বার করে নিরামিষ খাই তাই আজকে রান্না করলাম নিরামিষ রেসিপি ছোলার ডালের বড়া রসা। দেখতে মাংসের মতো হলেও এটা আসলে নিরামিষ রেসিপি।রান্না করতে গিয়ে গরম যে এসে গেছে তা অনুভব করলাম।প্রচন্ড গরম উঠেছে। আজকে নিরামিষ সব রান্না হয়েছে রান্না হয়েছে মুগডাল, আলু ভাজা,কাঁচকলা ভাজা,বেগুন ভাজা,ঢেঁরসের পাতুরি আর ছোলার ডালের রসা। বাকি রান্না সব দিদি করেছে আমি শুধু ছোলার ডালের বড়া রেসিপিটি করেছি।দেখতে অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি। খেতেও কিন্তুু অনেক মজাদার।
তো চালুন দেখা যাক রেসিপিটি কেমন
প্রথম ধাপ
প্রথমে ছোলার ডাল ধুয়ে পরিস্কার করে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি।
দ্বিতীয় ধাপ
এখন ছোলার ডাল, কাঁচা মরিচ,আদা ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে ।
তৃতীয় ধাপ
এখন আদা,জিরা,কাঁচা মরিচ ব্লেড করে নিয়েছি ও তাতে ধনিয়া গুড়া দিয়ে মিক্স করে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন আলুও টমেটো কেটে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন ব্লেন্ড করে নেয়া ছোলার ডালে পরিমাণ মতো লবন, হলুদ দিয়েছি ও মেখে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে ছোলার ডালের বড়া বানিয়ে কড়াইয়ের গরম তেলে দিয়েছি।
সপ্তম ধাপ
ছেলার ডালের বড়া গুলো ভালো করে ভাঁজা হয়ে গেছে তাই তুলে রেখেছি।
অষ্টম ধাপ
এখন বড়া ভাজা তেলে আরো তেল দিয়েছি তারপর তাতে গোটা জিরা,শুকনা মরিচ ও তেজ পাতা ফোঁড়ন দিয়েছি।
নবম ধাপ
এখন কাটা আলু গুলো দিয়েছি ও তাতে লবন,হলুূদ
ডুবা তেলে ভেজে নিয়েছি ও সোনালী করে ভেজে নিয়েছি।
দশম ধাপ
এখন সোনালী করে ভাজা আলুতে বাটা মসলাও মরিচের গুড়া গুলো দিয়েছি ও মসলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে টমেটো দিয়েছি ও কষিয়ে নিয়েছি।
একাদশ ধাপ
এখন কষানো আলুতে আগে থেকে ভেজে রাখা বড়া গুলো দিয়েছি ওকাঁচা মরিচ দিয়ে রান্না করে নিয়েছি কিছু সময়।
দ্বাদশ ধাপ
এখন ঘি দিয়ে নারাচারা করে নামিয়ে নিয়েছি মজাদার নিরামিষ ছোলার ডালের বড়া রেসিপিটি।
পরিবেশন
এই ছিলো আমার আজকের মজাদার সুস্বাদু ছোলার ডালের বড়া রসা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | রেসিপি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি, দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে ছোলা দিয়ে ছোলা ডালের বড়া রসা আমার কখনো খাওয়া হয়নি। আমার জন্য এই রেসিপিটা একদমই নতুন। এমন সুন্দর রেসিপি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ
হ্যাঁ অনেক সুস্বাদু রেসিপিটি।
কয়েকদিন আসলেই খুব গরম পড়ছে। গরমের মধ্যে নিরামিষ রান্না করেছেন। ছোলার ডালের বড়া এভাবে কখনো খাওয়া হয়নি। বড়া তৈরি করে পরে এগুলোকে রান্না করেছেন । বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ আপু এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Xলিঙ্ক
এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। একা একা এতো মজাদার একটা খাবার খেয়ে নিলেন।
পাশাপাশি হলে আপনাকে নিয়ে খেতাম।
দারুন একটি রেসিপি দেখলাম আপু। আমার কাছে রেসিপিটা একদম ইউনিক। ছোলার ডাল দিয়ে এভাবে বড়া তৈরি করা যায় এটা জানতাম কিন্তু এভাবে যে আবার আরেকটি রেসিপি তৈরি করা যায় সেটা জানা ছিল না। খুবই ভালো লাগলো আপু আপনার রেসিপিটা। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য।
এই রান্নাটাই ছোলার ডাল দিয়ে করলে তাকে বলা হয় ধোকার ডালনা। এই রান্নাটা নিরামিষ খাওয়ার দিন আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে এবং খুবই টেস্টি লাগে খেতে। তোমার রান্নাটিও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করি খেতেও খুব ভালো হয়েছিল।
আমরা ধোকার ডালনা করি অন্য ডাল দিয়ে। তোমার বাড়িতে প্রায়শই হয় জেনে ভালো লাগলো।
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।
অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/DattaShapla/status/1907465180726104325?t=SeBc8T4UC5aYE9RVzgUG3A&s=19
সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। মাঝেমধ্যে এরকম রেসিপি হলে কিন্তু অন্যরকম মজা লাগে। আজকে আপনি ছোলার ডাল দিয়ে মজার বড়া রসা রেসিপি করেছেন। তবে আপনার এই রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/DattaShapla/status/1907467554559504494?t=vWRc31I0ZAeJKiWYSd22Mw&s=19