এতোকিছুর মূলে একটা ভুল সিদ্ধান্ত (১০% টু শাই ফক্স)
আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও আছি একরকম।

এস,এস,সি রেজাল্টের পর কলেজ সিলেকশনসহ আরো নানা কিছু নিয়ে যে পরিমাণ সিদ্ধান্তহীনতায় ভুগেছি তা বলার বাহিরে।
প্রথমবার চয়েজ দিয়েছিলাম যে কলেজগুলো।তার সবই ছিল ঢাকায়।তো সেবার এসেছিল,সরকারি বিজ্ঞান কলেজ।কিছু কারণে প্রথমবারের চয়েজ ক্যানসেল করেছিলাম।যদিও বাবা নিষেধ করেছিল এবং বলেছিল ঢাকাতেই থাকতে।
দ্বিতীয় চয়েজ দিলাম বগুড়াতে।যেহেতু প্রথম চয়েজে সরকারি কলেজগুলোর বেশিরভাগই সিট ফুল হয়ে যায় তাই সেকেন্ড টাইমে সরকারি কলেজ আসার সম্ভবনা আগের তুলনায় কম থাকে।বাধ্য হয়েই দ্বিতীয়বারে সবগুলো বেসরকারি কলেজ চয়েজে রেখেছিলাম।সেবারের রেজাল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজ এসেছিল।আর সেটাই কনফার্ম করেছিলাম।জীবনে নেয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের মধ্যে এটা একটা।
এখন বলি,কেন এটা বললাম!যেহেতু বেসরকারি কলেজ তাই নিয়মের শেষ নেই।প্রতিদিন কলেজ করতে হবে তাও আবার সকাল ৯ঃ৩০ থেকে ৩ঃ৩০ অব্ধি।ভেবেছিলাম ক্লাসগুলো অন্তত ভালো হবে।কিন্তু হাতে গোণা দুই তিনটা ক্লাস ছাড়া একটা ক্লাসও মন বসানোর মতো হয়না।সে হিসাবে ওই সময়টুকু বাসায় পড়াই আমার কাছে শ্রেয় মনে হলো।তো কলেজ যাওয়া অফ করেছিলাম।ও বাবা,তখন আবার দৈনিক ১০০ টাকা ফাইন দিতে হয়।এই ফাইন দেয়ার চক্করে ১ মাসের বেতন ১১০০ টাকাসহ আমায় মোট টাকা দিতে হয়েছিল ২৮০০ টাকা🙂।১৭০০ টাকা ছিল জাস্ট ফাইন।
কয়দিন আগে ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়েছে।অন্যান্য কলেজে ক্লাস শুরু হয়ে গেছে আর আমার এখন চলছে প্রাকটিকাল।অন্য কলেজগুলোতে অনেক আগেই জাস্ট দুইটা করে প্রাকটিকাল নিয়েছে আর আমার একটা সাবজেক্টরই ৪/৫ টা করে।
এখন যদি এগুলো না করি তাহলে ফেল করায় দিবে।আবার কেউ ফেল করার পর সেকেন্ড ইয়ারে উঠতে চাইলে পার সাবজেক্ট ৭০০ টাকা করে দিতে হবে।মানে,কোন চিপায় পড়েছি তা নিশ্চয় বুঝতে পারছেন🙂।
গতকাল দুপুরে নোটিশ দিয়েছিল ফিজিক্স,কেমিস্ট্রি আর বায়োলজি প্রাকটিকাল আজকে হবে।বিশ্বাস করেন ভাই,ফজর নামাজের একটু আগে ঘুমিয়েছিলাম ওগুলো লিখে।তাও দুইটা বাকি ছিল।সেগুলো লিখে এখন আপনাদের সাথে ব্যাথা শেয়ার করছি।
আজকে ১১ টা থেকে আবার ৩ঃ৩০ অব্ধি হবে এই প্রাকটিকাল।তারপর ৪ টা থেকে যে প্রাইভেট আছে সেখানে যাবো।মানে,দুপুরের খাওয়া হবেনা।খাইতে খাইতে একদম ৬ টার ওদিকে।
সেদিন বাবার কথা শুনে ঢাকাতে ওই সরকারি কলেজে পড়াই আমার জন্য ভালো ছিল।পাকনামি করে এখন মজা বুঝতেছি।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.08/11/22
আপনার অবস্থা তো দেখি খুবই খারাপ। মনে হচ্ছে কোন এক চিপায় পড়ে গেছেন। কি আর করার যেহেতু কলেজের নিয়ম তাই করতে তো হবেই। আর হ্যাঁ ক্লাসে যদি মন না বসে তাহলে খুব খারাপ লাগে। এটা আমি অনেকবারই বুঝেছি। তবে হ্যাঁ বন্ধুরা থাকলে সমস্যা হয় না।
ক্লাসে যদি পড়াই না হয়,বন্ধু দিয়ে আর কি করবেন ভাই!
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বাবা মার সিদ্ধান্ত সব সময় সঠিক হয়। আমরা সন্তানেরা সেটা বুঝতে পারি অনেক দেরিতে। আপনি আপনার বাবার সিদ্ধান্ত না শুনে এই ভুল কাজটি করে ফেলেছেন । শত হলেও বেসরকারি কলেজের থেকে সরকারি কলেজে পড়ালেখা অনেক ভালো । বেসরকারি কলেজে তো দেখছি যে টাকা দিয়ে সবই পাওয়া যায়। এত যদি নিয়ম কারণ হবে তাহলে টাকা দিলে এগুলো মাফ কেন। যাইহোক আশা করি পরীক্ষা ভালো মত দিবেন এবং মাঝে কিছু খাবার খেয়ে নেবেন।
মুরগী ধরে জবাই করাই কাজ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর।মুরগী যখন হয়েছি,ফল তো পেতেই হবে আপু।
মানুষ ভুল করে আর সে ভুলের মাশুল দিতে হবে না এটা তো হয় না। ভুল করে গুনে গুনে মাসুম দিচ্ছেন। ক্লাসে মন বসাতে পারেন কিংবা না পারেন করতেই হবে। আর ক্লাসে না থাকলে ফাইন গুনতে হবে এটাই স্বাভাবিক। তবে আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে। এমন সময় এরকম একটা চাপ সামাল দিয়ে ওঠা খুব কষ্টকর বুঝতে পেরেছি। আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে এখন পস্তাতে হচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
বলার কিছুই নাই ভাই,প্যারা নিতে পারছিনা আর।
সত্যিই খুব খারাপ অবস্থায় আছেন। প্রার্থনা করি সবকিছু যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়।
ধন্যবাদ, ভালোবাসা নিয়েন।
কী আর বলব রে ভাই বুঝতেছি খুব প্যারায় আছেন। বোরিং ক্লাসে মনোযোগ দেওয়া কী সম্ভব। আর এই সময়টা যে বাড়িতে বসে পড়বেন যা দেখলাম তার ও উপায় নেই। কী আর করবেন ভুল যখন করেই ফেলেছন। এই একটা বছর না হয় সহ্য করে নেন। এছাড়া আর আপনাকে শান্তনা দেওয়ার মতো কোনো ভাষা জানা নেই।।
বললেই বা কি হবে! প্যারা পিছু ছাড়বেনা। ধন্যবাদ ভাই
বেসরকারি জায়গা সব সময়েই টাকা কি ভাবে নেবে সেই ধান্দায় থাকে। আর বেসরকারি জায়গার চেয়ে সরকারী জায়গায় ডিগ্রির মান একটু হলেও বেশী থাকে। তবে এসব কথা বলে আপনাকে ডিমোটিভেট করব না। যা হয়ে গেছে তা ঠিক করা যাবে না। তাই এখন বলব ভালো করে পড়াশোনা করে কেরিয়ার তৈরি করুন। ট্যালেন্ট সব সময়ই বেড়িয়ে আসবে। বেশী টেনশন করবেন না। আপনি কি বোটানির ছাত্র? আমার জুলজি ছিলো। সরকারি কলেজ হলেও আমার রাত ২-৩ পর্যন্ত জেগে প্র্যাকটিক্যাল করতে হত। আর কলেজ ছিলো ফার্স্ট ক্লআস ভোর ৬.৩০ এ। আর খুবই জঘন্য ক্লাসগুলো হত। তাই নিজে পড়ুন।
👍 অনেক সুন্দর লাগলো আপনার পোস্ট টি। আপনি মনোবল রাখবেন আল্লাহ যা করে ভালোই করে
ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্য।