মনের মৃত্যু
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের দেহের মৃত্যু হয় একবার। এই ব্যাপারটি যতোবার মনে করি, ততোবার আমার শরীরের সমস্ত লোমকূপ যেনো একসাথে দাঁড়িয়ে যায়। কারণ এই যে এই বেঁচে থাকা, এই ভালো থাকা সব কিছুই হয়তো এক লহমায় শেষ হয়ে যেতে পারে আমাদের দেহের মৃত্যুতে। অর্থাৎ আমাদের মনের মধ্যে কেমন যেনো করে ওঠে। কারণ এই যে এতো সুন্দর পৃথিবী, এতো ভালোবাসার মানুষ, এতো প্রিয় মানুষ। এদের সকলকে ছেড়ে চলে যেতে হবে। এটা যেনো ভাবতেই পারি না।
কিন্তু আমরা যতোবার দেহের মৃত্যু নিয়ে ভাবি।ততোবার আমরা হয়তো কখনোই মনের মৃত্যু নিয়ে ভাবি না। কারণ দেহের মৃত্যু সবাই দেখতে পায়, মনের মৃত্যু আমরা নিজেরাও দেখতে পাই না। হয়তো অনেক সময় এমন হয় যে, মনের মৃত্যু আমরা নিজেরা ফিল করতে পারি না এবং যে কারণে মনের মৃত্যু নিয়ে আমরা মোটেও সোচ্চার হইনা কিংবা আমরা মোটেও চিন্তা করি না। কিন্তু এ ব্যাপারটি নিয়ে কিছুটা হলেও চিন্তা করা উচিত।
আপনার হয়তো এখন অনেকেই ভেবে থাকতে পারেন। মনের মৃত্যু মানে আমি মন খারাপকে বলছি। কিন্তু তা নয়। আমি অনৈতিক কর্মকান্ডকে বলছি। কারণ অনেককেই দেখবেন যে, তাদের মন বলতে কিছু থাকে না তারা এতো বেশি খারাপ কাজে লিপ্ত হতে থাকে এবং তারা এতো বেশি মানুষের ক্ষতি করতে থাকে যে, তাদের মন বলতে কিছুই থাকেনা। তারা পাষান হয়ে যায় এবং আরো অনেক বেশি খারাপ কাজ করতে থাকে এবং যার কারণে তাদের মনের মৃত্যু হয় এবং মন সত্যিই একেবারে বিষিয়ে যায়। তাই নিজের মনের মৃত্যুর আগে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত। একবার যদি মৃত্যু ঘটে যায়। তাহলে সে মনকে আসলে একটা ভালো, পরিষ্কার, পবিত্র মন হিসেবে গঠন করা অনেক কঠিন হয়ে যায়।কারণ আমাদের দেহের ত্যাগ একবার হলেও আমাদের মনের ত্যাগ হয় বহুবার। কিন্তু এই বহুবার হতেও যে সময়টা লাগে। সেই সময়টাতে ধীরে ধীরে আমাদের মনে পঁচন ধরে। যে পঁচন নষ্ট করে সবটা।
আসলে মানুষ একবার মারা যায়, কিন্তু মন অনেকবার মরে।আবার খারাপ কাজ করতে করতে মানুষ এর মন নিষ্ঠুর হয়ে যায়।অনেকে এত খারাপ হয়ে যায় যে তাদের মন বলতে কিছু থাকে না। তাই মনের মৃত্যু ঘটার আগে সচেতন হওয়া জরুরি।ভালো একটি বিষয় শেয়ার করেছেন।