শেষ বিকালের আলো

শেষ বিকালের আলো

দেলোয়ার রহমান রাজু

IMG20210911180642.jpg

পাখি ফিরে চলে ঝাপসা সন্ধ্যায়,
বিরামহীন কর্মযজ্ঞের শেষে।
দিননাথ নিভিয়ে যায় অন্ধকারের আগমনে।
তারপারেও নাহি শেষ হয় বাবুর কর্মব্যস্ত,
অভাব ও উচ্চাকাঙ্খার টানে।


দিনের আলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে,
তবু আমাদের চোখে পরে না,
আমাদের অন্ধত্ব ঢাকিয়ে রেখেছে,
এই মনভাবে,
দিনের আলো সূর্যের আগমনে উঠিতেছে।


দাড়াও সেই সারিতে বাচিবার তরে,
নইলে নিস্ব হবে জীবন,
দিনের আলোর সেই শেষ বিকালের তরে।
পাখিদের নিড়ে ফিরা চোখে পরে,
শেষ বিকালের আলো-ছায়ার আড়ালে।


কবিতা ছলে বলিতে পারি,
অভাব না থাকিতেও,
বাবু কয় হাড়ি মোর খালি।
তেই মৃত্যু খুধা নিয়ে আসবে,
শেষ বিকালের অভাব খানি!
সেদিন সকলে দেখিবে বাবু চাহিয়া,
রাত পেরিয়ে দিনের আলোয় দেখবে,
জন্ম হইলো খালি খালি।

Document 16_1.jpg

G9aZqsCQgMGQrTGmctgmrWyRlmQ.jpg

যদিও কবি না তারপরেও কিছু লিখার মাঝে নিজেকে প্রকাশ করি। জমে থাকা অনেক কথা লিখার জায়গা খুজে পাওয়া @amarbanglablog- এ লিখে যাই, শব্দের পিঠে শব্দ বসিয়ে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইলো 🥀 ভাইয়া

 3 years ago 

কবিতাটির অর্থ বুঝতে কয়েকবার পড়লাম।আপনি আমাদের কর্মব্যস্তার মাঝে সুখ দুঃখের গল্প বলার চেস্টা করেছেন।আসলেই ক্ষনিকের জীবনে এমদিন সকালে ঘুম থেকে উঠে দেখব কিছুই নাই।

জি আপু বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ভাই, কিভাবে যে চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। জীবন গাড়ি যে এমন গতিতে এগিয়ে চলছে তাতে মনে হচ্ছে, সবকিছুই অধরাই থেকে যাবে।

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই, সত্যিই আপনার প্রসংশা করতে হবে।

জীবন তো গোলাপ গাছের নিচের মাটির মতো স্বুঘ্রান দিয়ে আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে।

আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। খুব সুন্দর হয়েছে কবিতাটি।এরকম আরো কবিতার জন্য অপেক্ষায় রইলাম ভাই।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

শেষ বিকালের আলো-নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। যদিও কবিতা আমি তেমন একটা বুঝি না,তবুওআপনার কবিতাটি বুঝতে পেরেছি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96627.07
ETH 2769.68
SBD 0.65