খোদা তোমার ডাক

খোদা তোমার ডাক
~আলমগীর কবির

    মৃত্যু তুমি তো চিরন্তন ডাক,
    রাখবে না কোন ফাক।
    লইতে তোমার বাড়ি,
    ছারিতে মায়াভরা পৃথিবী। 
    মানবে না কোন কাকুতিমিনতি! 

    কেনো তব দিলে মায়ার অনুভূতি? 
    যদি ছাড়িতে হবে মায়ার এই পৃথিবী।
    ভাঙ্গিতে মায়ার বন্ধন,
    দিবে সবার মরণ!

    অর্জিতে মানব মন পরিশ্রমে ভাসে প্রতি ক্ষণ।
    তব যোটে না মানব মন,
    বাবা-মা খুশি তো সহধর্মিণী ক্রধে টন টন!
    তোমাতে করি প্রার্থনা, 
    এ বিভেদ আর রেখো না।

    বিভেদ যদি দিবে,
    মৃত্যু কেন লিখিলে!
    ভাঙ্গিতে সব বিভেদ, 
    রাখিও মোদের বিবেক।
Sort:  
 4 years ago 

ভাইয়া আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

কি বলবো সবকিছুই আল্লাহর ইচ্ছে

 4 years ago 

ভালো লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 4 years ago 

কেনো তব দিলে মায়ার অনুভূতি?
আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর একটা অনুভূতি

অনুভূতি না ছাড়ে পিছু না দেয় কিছু। 👩‍❤️‍👨👩‍❤️‍👨

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 75003.03
ETH 1417.38
USDT 1.00
SBD 0.65