||কুয়াশা আচ্ছন্ন শীতের সকাল সাথে খেজুর এর রস😋||১০% লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।
আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার শীতের সকালের জন জীবন এবং রস খাওয়ার অনুভূতি সম্পর্কে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% @shy-fox এর জন্য।
Device : Realme note 5
What's 3 Word Location :https://w3w.co/collect.ample.hammocks
শীত মানে গ্রাম বাংলার মানুষের মধ্যে চলে আনন্দ উৎসব। শীত আসলে গ্রামে আনন্দ লেগে থাকে প্রতি ঘরে ঘরে।নতুন ফসল ঘরে আসে চলে ভিন্ন ভিন্ন পিঠা উৎসব। নানা রকম পিঠার গন্ধে ভরে ওঠে চারিপাশ। উক্ত চাষির নাম আবদুল কাকা তিনি তার সারা বছর এর চাউল পেয়ে থাকেন তার জমি থেকে তার এক বছর এর খাবার ধান নিয়ে ঘরে ফেরার দৃশ্য।গ্রাম বাংলার গ্রামীন ঐতিহ্য মহিষের গাড়ি।যদিও আধুনিক মটর চালিত যানবাহনের ভিড়ে মহিষের গাড়ি দেখা যায় না। তবে গ্রামের মাঠে ধান নিয়ে আসা যাওয়ার কাজে মাহিষের গাড়ি ব্যবহার করা হয়।অনেক দিন পরে মহিষে গাড়ি দেখে অনেক ভালো লাগলো।
Device : Realme note 5
What's 3 Word Location https://w3w.co/shaky.depth.mining
শীতে সকালে আমাকে সব থেকে মুগ্ধ করে খেজুর এর রস।শীতে প্রতি বার ওই গ্রামে যাওয়া হয় এবং খেজুর এর রস খাওয়া হয়।খেজুর এর রস মুলত গরমের শেষের দিকে।এবং শীতের শুরু এর দিকে খেজুর গাছ কাটা হয় রস সংগ্রহ করার জন্য।খেজুর এর রস বিধাতার এক অবিশ্বাস্য দান।রস এমনি খাওয়া যায়।তবে রস কে জাল দিয়ে তৈরি করা হয় খেজুর এর গুড় যা অত্যন্ত মিষ্টি। বৃটিশ আমলে রানি এলিজাবেথ বাংলায় তৈরি খেজুর এর গুড় খেয়ে অনেক প্রশংসা করেছি। এবং পুরস্কৃত করেছিলেন।উক্ত ছবিতে খেজুর এর রস জাল দেওয়ার দৃশ্য।
Device : Realme note 5
What's 3 Word Location
: https://w3w.co/shaky.depth.mining
খেজুর এর রস মুলত বিকালে হাড়ি লাগানো হয়।এবং রাতি ৩ টায় দিক থেকে হাড়ি নামানোর কার্যক্রম শুরু করেন। শীতে সকালে যা অত্যন্ত কষ্ট সাধ্য কাজ।উপরের ছবিতে ব্যক্তি টি দেখা যাচ্ছে ওনার নাম সোহান ভাই ওনি ক্লাস ফাইব এ থাকা অবস্থায় রস এবং গুড় ব্যবসার সাথে যুক্ত। আমি সোহান ভাই এর থেকে ৭ বছর থেকে গুড় ও রস নিয়ে থাকি।মানুষ গুলো অত্যন্ত পরিশ্রম করেন।তাদের পরিশ্রম এর আমরা হয়তো সুন্দর খাবার গুলো খেতে পারি।
Device : Realme note 5
What's 3 Word Location https://w3w.co/sleepy.spike.shipyards
শীতের সকালের সূর্যের রোদ আমার কাছে অমৃতের মত লাগে।শীত এর দিন যারা সকালে উঠবেন তারা উপভোগ করে। আর কাদা মাখা মহিষের গাড়ি যেন কল্পনায় ৯০ এর দশক এ নিয়ে যায়।নিজের জীবনকে উপভোগ করার জন্য গ্রামের পরিবেশ সেরা।জীবনে কাজের প্রয়োজন না হলে মানুষ শহর মুখি হয়তো না। গ্রামের পরিবেশ টা যেমন মায়া শীতল মানুষ গুলো মায়া মাখা সহজ সরল।সব সময় গ্রামের সরল মানুষ গুলোর জন্য অনেক দোয়া থাকবে।
Device : Realme note 5
What's 3 Word Location https://w3w.co/lordship.urgent.pest
গ্রামের মানুষের আয়ের মুল উৎস কৃষি কাজ।গ্রামের একটি জমিতে বিভিন্ন রকম কফি চাষ করা হয়।অসাধারণ ফুল কফির জমিটি।জমিটিতে ২ ধরনের কফি চাষ করা হয়।
খেজুরের রস খেতে বেশ মজা লাগে শীতের সময় খেজুরের রস আমি এখনো খাইনি কিন্তু শীঘ্রই খাব। গ্রাম অঞ্চলের শীতের সময় খেজুরের রস অনেক পাওয়া যায়। আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খেজুরের রস টি দেখে মনে হচ্ছে অনেক টাটকা খেতে খুব মজা হবে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য♥️🙏
দেখেই বোঝা যাচ্ছে আপনি শীতে সকালটা অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন। শীতের সকালের সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে খেজুরের রস খাওয়া। শীতের এই সকালে খেজুরের রস খেতে খুবই সুস্বাদু লাগে যদিও এ বছর এখনো খেজুরের রস খাওয়া হয়নি তবে খুব শীঘ্রই খেজুরের রস খাবো। আপনি শীতের শুরুতেই খেজুরের রস খেয়েছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। তবে নিজে খেলেই কি আর হবে ভাই ব্রাদারের জন্য তো পাঠাতে হবে নাকি। যাই হোক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।
চলে এসেন ভাইয়া।অপনাকে খেজুর রস খাওয়াবো।অসাধারণ অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ♥️🙏🙏