মুচমুচে সুস্বাদু বেগুনি রেসিপি ❤️
হ্যালো
আমার বাংলা ব্লকবাসি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব মুচমুচে সুস্বাদু বেগুনি রেসিপি আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।
অতিথি আপ্যায়নে কিংবা বিয়ের অনুষ্ঠানে বেগুনি ছাড়া যেন আমাদের চলে না। বেগুনি খেতে অনেক মজাদার হয়ে থাকে। আমার তো ভীষণ পছন্দ এই বেগুনি।বেগুন ভাজা বেগুনের তরকারি সবকিছুই অনেক ভালো লাগে আমার তবে মাঝে মাঝেই আমরা বাড়িতেই বেগুনি ভেজে খাই।বেশ কিছুদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে ভাজাপোড়া জাতীয় খাবার গুলো খেতে মন চাই বেশি তাই আজকে ভাবলাম বেগুনি করা যাক যে কথা সেই কাজ। ঝটপট তৈরি করে নিলাম মজাদার সুস্বাদু বেগুনি ও তা আপনার সাথে ভাগ করে নিলাম। আপনাদের কেমন লাগে এই বেগুনি তা অবশ্যই জানাবেন।
তো চলুন দেখা যাক আজকের বেগুনি রেসিপিটি কেমন
বেগুন |
---|
বেসন |
লবন |
হলুদ |
ভোজ্য তেল |
প্রথম ধাপ
প্রথমে বেগুন গুলো পাতলা করে কেটে নিতে হবে ও ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
দ্বিতীয় ধাপ
এখন বেসন নিতে হবে একটি পাত্রে পরিমাণ মতো এরপর তাতে লবন, হলুদ ও জল দিয়ে গুলিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ
এখন চুলায় কড়াই বসাতে হবে এবং তাতে বেগুনি ভাজার জন্য তেল দিয়ে গরম করে নিতে হবে।
চতুর্থ ধাপ
এখন আগে থেকে মেখে রাখা বেসনে বেগুন গুলো মেখে নিতে এবং গরম তেলে একে একে দিয়ে দিতে হবে ভাজার জন্য।
পঞ্চম ধাপ
এখন এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে।
ষষ্ঠ ধাপ
ভাজা হয়েছে ভালো ভাবে তাই পরিবেশের জন্য নামিয়ে নিতে হবে ও পরিবেশন করতে হবে।
পরিবেশন
এই ছিল আমার আজকের মুচমুচে মজাদার বেগুনি রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি। আবারো দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | রেসিপি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
বেগুনি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনি তো দেখছি আজকে অনেক মজাদার ভাবে বেগুনি তৈরি করেছেন। হালকা একটু মুচমুচে আর গরম গরম বেগুনি যদি পাওয়া যায়, তাহলে অনেক মজা করেই খাওয়া যায়। এই চপ জাতীয় খাবার গুলো আমরা রমজান মাসেই বেশি তৈরি করে থাকি। আর মাঝেমধ্যে এমনিতে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য তৈরি করা হয়ে থাকে। সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এগুলো পারফেক্ট হয়। নিশ্চয়ই এই চপ গুলো মজা করে খেয়েছেন। আমার তো দেখে ইচ্ছে করছে এখনই কয়েকটা নিয়ে খেয়ে ফেলি।
ঠিক বলেছেন আপু হালকা মুচমুচে গরম গরম বেগুনি খেতে ভীষণ ভালো লাগে।ধন্যবাদ চমৎকার সুন্দর বেগুনি রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
বেগুনি খেতে আমি অনেক পছন্দ করি। আর আপনি এত সুন্দর করে বেগুনি তৈরি করেছেন দেখেই তো খেতে ইচ্ছা করছে। গরম গরম বেগুনি খাওয়ার মজাই আলাদা। আর আপনার তৈরি করা রেসিপি খুবই লোভনীয় লাগছে আপু। দারুন হয়েছে।
ঠিক বলেছেন আপু গরম গরম বেগুনি খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
তেলে ভাজা খাবার খেতে আমার খুবই ভালো লাগে। একটা সময় ছিল যখন তেলে ভাজা খাবার অনেক খাওয়া হতো। এখন খুবই কম খাওয়ার চেষ্টা করি। তবে এত লোভনীয় খাবার সামনে পড়লে তো বারবার খেতে ইচ্ছে করবে আপু। আপনার তৈরি করা বেগুনি রেসিপি দুর্দান্ত হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া তেলে ভাজা খেতে ভীষণ চমৎকার লাগে।এরকম তেলে ভাজা দেখলে ডায়েট ভুলে গিয়ে খাওয়া শুরু করি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তেলেভাজা খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে জেনে ভালো লাগলো। আমাদের এখানে তেমন বৃষ্টি হচ্ছে না। মুচমুচে সুস্বাদু বেগুনি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। পারফেক্ট ভাবে তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপি পরিবেশন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া ঠান্ডা আবহাওয়ায় তেলে ভাজা খেতে ভীষন ভালো লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি আপু এমন বেগুনী খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বিকেলের নাস্তায়। তবে অনেক দিন হলো এই বেগুনি গুলো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন বিকেলের নাস্তায় এমন বেগুনি খেতে অসাধারণ সুস্বাদু লাগে।
ভাজা পোড়া দেখলেই কেমন যেন জিভে পানি এসে যায়, বেগুনি, পিয়াজু, আলুর চপ ইত্যাদি ইত্যাদি। আপনি আমাদের মাঝে বেগুনির রেসিপি শেষ করেছেন, লুকটা অনেক সুন্দর লাগছে, আশা করছি খেতে ও অনেক মজাদার হয়েছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আমার রেসিপিটি তে।আপনি মনে হয় ভুল করে তিনতিনটি একই কমেন্ট করে ফেলেছেন।ডিলিট করে দিন বারতি কমেন্ট গুলো।
দিদি বেসন দিয়ে বেগুন ভাজি রেসিপিটা আমার কাছে যে, কতটা প্রিয় সেটা বলে বোঝাতে পারবো না। শুধু ডাউল, ভাত আর বেগুন ভাজি হলে আর কিছু লাগেনা আমার। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে প্রচন্ড এলার্জি বাড়ার কারণে বেগুন খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আপনার রেসিপিটা দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
একদমই ঠিক বলেছেন ডাউল,ভাত,বেগুনি দিয়ে চমৎকার লাগে খেতে।
মুচমুচে সুস্বাদু বেগুনি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আসলে বেগুনি রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার রেসিপিটা দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।
এই রেসিপিগুলো আমি খুবই পছন্দ করি আপু। বেশি দারুণ হয়েছে আপনার সুন্দর এই রেসিপি তৈরি করা। এক কথায় বলতে গেলে অসাধারণ। এ জাতীয় রেসিপি গুলো খাওয়ার জন্য মাঝেমধ্যে ১০ কিলো পথ অতিক্রম করে বামুন্দি বাজারে উপস্থিত হয়ে থাকে। যাইহোক খুব ভালো লেগেছে।
হাহাহাহা ভাইয়া ১০ কিলোমিটার পথ অতিক্রম করে বাজারে খেতে যান আসলে খুব ভালো লাগে খেতে আমিও মাঝে মাঝো কিনে খাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এটি একদম ঠিক বলেছেন বৃষ্টিতে ভাজা পোড়া গুলো বেশি খেতে মন চায়। আজকে আপনি অনেক সুন্দর করে বেগুনি রেসিপি করেছেন। তবে বিকেলবেলা এই বিকেলগুলো খেতে বেশি ভালো লাগে। এবং বাহিরের তুলনায় নিজে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া বাইরের তুলনায় নিজ বাড়িতে বানানো স্বাস্থ্যের জন্য উপকারী হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।