বিশ্বকাপ সমাচার।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ক্রিকেট হোক বা ফুটবল। বিশ্বকাপ নামটা শুনলেই কেমন জানি একটা উওেজনা তৈরি হয়। আর আমার মতো খেলা প্রেমিরা তো একেবারে ব্যস্ত সময় অতিবাহিত করে। যেমনটা আমি এখন করছি। প্রতিদিনই কোন না কোন দলের খেলা থাকে। বিশ্বকাপে সবচাইতে সেরা দলগুলো খেলে। বলতে গেলে সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায় না। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে খুবই কম দলই থাকে। বিশ্বচ্যাম্পিয়ন অনেক বড় একটা খেতাব। যেটা অনেকে শতচেষ্টার পরেও অর্জন করতে পারে না। ক্রিকেটে এইরকম একটা দল নিউজিল্যান্ড। যারা একাধিক বার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলে খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি। বলতে পারেন তাদের ভাগ্য ছিল না। তবে কিছু দল যারা চ্যাম্পিয়ন না হতে পারলেও দর্শকের মনে সবসময় সেরা হয়েই থেকে যায়। এইরকম দল হচ্ছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। চলুন বিগত কিছু বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নদের দিকে নজর দেয়।
২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। স্বাগতিক দল ছিল ভারত। সেই সময়ে আমি মোটামুটি ক্রিকেট টা বুঝি। সেমিফাইনালে চিরশএু পাকিস্তান কে হারিয়ে ফাইনালে উঠে ভারত। ম্যাচটাতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। অন্যদিকে সেমিফাইনালে উঠে শ্রীলঙ্কা। তখন শ্রীলঙ্কান দলে ছিল অনেক বড় বড় মাপের খেলোয়ার। তবে ভারতীয় দলেও তারকা কম ছিল না। তার উপর ছিল উদীয়মান ভিরাট কোহলি সঙ্গে লিজেন্ড শচীন, শেবাগ, জহির খান। ফাইনাল ম্যাচে অসাধারণ একটা ম্যাচ উপভোগ করে ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহেন্দ্র সিং ধোনির সেই ছক্কা এখনো ক্রিকেট পাগল দর্শকের চোখে ভাসে। ঘরের মাঠে শ্রীলঙ্কা কে হারিয়ে ২৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। সেইবারে স্বাগতিক দেশ ভারতই চ্যাম্পিয়ন হয়।
পরের বিশ্বকাপ ছিল ২০১৫। যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। সেই বিশ্বকাপের থিম সং টা আবার আমার অনেক পছন্দের ছিল। দুই গ্রুপে মোট ১৪ টা দল অংশ নেয় সেই বিশ্বকাপে। সেমিফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা কে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠে। অর্থাৎ দুই স্বাগতিক দেশ ফাইনালে উঠে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে আসলেই ফাইনালে একেবারে ভরাডুবি হয় অস্ট্রেলিয়ার। ফলাফল পঞ্চম বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেবারেও কিন্তু স্বাগতিক দলই বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার আসি ২০১৯ বিশ্বকাপের কথায়। ক্রিকেটের দেশ ইংল্যান্ডে বিশ্বকাপ। অন্যদিকে ইংল্যান্ডের স্কোয়ার্ড টা বেশ শক্তিশালী ছিল। ফলাফল যা হওয়ার সেটাই হলো।
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড উঠে ফাইনালে। ক্রিকেটের ইতিহাসে এক নাটকীয় ফাইনাল দেখেছিল ক্রিকেট বিশ্ব। অনেক নাটক লড়াই এর পর চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবারেও দূভার্গ্য নিউজিল্যান্ডের। পুরো টুর্নামেন্ট অসাধারণ খেললেও ঐ দ্বিতীয় সেরা হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারেও চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দেশ। এখন আসি আসল কথায়। তাহলে এবার বিশ্বকাপে কে খেলবে ফাইনাল এবং কে বা হবে চ্যাম্পিয়ন। স্কোয়ার্ড এর শক্তি বলেন বা বিগত কিছু বিশ্বকাপের ইতিহাস ভারত কিন্তু সবদিক থেকেই এগিয়ে আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। আর নিউজিল্যান্ড যেভাবে টুর্নামেন্টে শুরু করেছে এতে করে মনে হয় না তারা সেমিফাইনালের আগে থামবে। আমার ধারণা অনুযায়ী এবার ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ভারত। এবং ভারতের সঙ্গে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া। এটা ছিল আমার প্রেডিকশন। এখন আপনার মতে এবার চ্যাম্পিয়ন কে হবে সেটা আস্তে করে কমেন্টে লিখে দিয়ে যান!!
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ধারনা যদি সঠিক হয় তাহলে এবারের বিশ্বকাপ নিবে স্বাগতিক দেশ ভারত। আমারও তাই মনে হয়। কারন ভারত সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। তারা ভালো খেলে আবার তাদের দেশে খেলা। সব গুলো স্টেডিয়ামে তাদের খেলার অভিজ্ঞতা আছে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।