গান কভারঃ-💕একদিন মাটির ভিতর হবে ঘর রে মন আমার-💞
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
গান | “একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার” |
---|---|
মূল শিল্পী | বাউল মুনীর সরকার |
গীতিকার | অজানা |
সঙ্গীত | অজানা |
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]
কেন বান্ধ দালান ঘররে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুত
সকলি হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির ও উপর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরি গৌরবে সাজিয়াছ সাজ
সোন দানা কতা কি আর রাজকিয় পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দিবে মার কিনুথন রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
সোর্স
প্রিয় বন্ধুরা আমার আজকের গান কভার আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আজ আমি এখানে আমার লেখা শেষ করতেছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন। |
---|
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
কিছু কিছু গান আছে যেগুলো শুনলে মনো ভালো না খারাপ হয়ে যায়।স্মরণে চলে আসে মৃত্যুর কথা। এই গানটা তার মধ্যে একটা এই গানটা আমার কাছে অনেক পছন্দের। একেবারে বাস্তবসম্মত কথা নিয়ে তৈরি গানটা। দারুণ গেয়েছেন আপু। অনেক সুন্দর হয়েছে।।
এই গান আমি মাঝেমধ্যে শুনে থাকি কারণে এই গানটা শুনলে আমার ভীষণ ভালো লাগে এবং মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
অসাধারণ একটি গান কভার করে শেয়ার করেছেন আপনি। সত্যি আপনার মিষ্টি কন্ঠে এই গানটি শুনে খুবই ভালো লাগলো আমার কাছে। এই গানটি শুনে মনটা ভরে গেল। এরকম গানগুলো মন ছুঁয়ে যায় শুনলে। আপনার কন্ঠ কিন্তু অসাধারণ। এরকম অসাধারণ কন্ঠে এরকম অসাধারণ গান একটু বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার।
অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার গানের গলা সত্যিই অসাধারণ। আসলে আপনার গলায় অদ্ভুত রকমের মায়া আছে। গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনি এত সুন্দর ভাবে গানটি গিয়ে পরিবেশন করেছেন শুনে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু আপনি দারুন গান করেন। দারুন একটি গান গেয়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপু এত এত অনুপ্রেরণা পাই সত্যি বলার মত না আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে আমাকে সহযোগিতা করার জন্য।
এই গানটা প্রথম শুনেছিলাম জখম চিত্র নায়ক মান্না মারা গেছিল।এই গানটা শুনলেই কেমন যেনো সবকিছু ফিকে মনে হয়।আর গানটা এতটা মায়া দিয়ে গেয়েছেন শুনে একটু নস্টালজিক হয়ে গেলাম।জাস্ট অসাধারণ গেয়েছেন আর নিজস্ব স্টাইল এ গেয়েছেন।
আমার কাছেও ভাইয়া এই গানটি শুনলে এক ধরনের চিন্তা মাথায় ঢুকে যায় এবং অনেক আবেগী মনে হয় নিজেকে।
গানটা শুনে কিছুক্ষণের জন্য মৃত্যুর কথা মনে পড়ে গেলো আর বুকের ভিতর টা কেঁপে উঠলো।
খুবই সুন্দর করে গানটি গেয়েছেন আপু আপনার গান সবসময়ই অনেক ভালো লাগে আমার।আশাকরি আপু আপনার থেকে আরও অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবো। সুন্দর গানটি গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু গানটা শুনলে মনের মধ্যে কেমন একটা অনুভূতি চলে আসে।কেন এই দুনিয়াতে এত কিছু করতেছি সে চিন্তা ধারা মাথায় ঢুকে যায়।
হুম আপু ঠিক বলেছেন একদিন তো মাটির ভিতরে হবে ঘর ৷ তবুও এই মানব জীব কত কিছু করে নিজের স্বার্থের জন্য ৷ কিন্তু দিনশেষে যে সবাই কে সবকিছু ছেড়ে যেতে তা কেউ বোঝে না ৷
যা হোক অনেক সুন্দর হয়েছে গানটি ৷ এতো মিষ্টি গানের গলা সত্যি মনোমুগ্ধকর ৷
হুম একদম ঠিক আমরা যাই করি না কেন একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
এই গানটি শুনলে মৃত্যুর কথা মনে পরে যায়। ইস মানুষ যদি সত্যিই এই গান শুনে কিছুটা শুধরে যেতো তাহলে কতই না ভালো হতো।
খুব চমৎকার গেয়েছেন আপু। বেশ দরদ ছিল কন্ঠে।
আমিও ঠিক আপনার মত বলি এই গানটা যদি শুনে শুধরে যেত তাহলে মানুষ এত পাপের দিকে ধাবিত হতো না।বোকা মানুষ কিছু বুঝেনা ভাইয়া।
যদিও এই গান শোনার মত বয়স বা এই গান বোঝার মত সঠিক জ্ঞান হয়তো আমার হয়নি, তবে তারপরও গানটা শুনলাম একবার খুব ভালো করে। বেশ ভালো লাগলো আপনার গলায়।
তবে এই গানের প্রত্যেকটা কথা যদি আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগানো যায় তাহলে হয়তো আমাদের এই সুন্দর পৃথিবীতে এত ঝামেলা আর অর্থের জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ হয় না।
ঠিক বলছেন আসলে আপনার উপলব্ধি করার মত তেমন বয়স হয়নি।হয়তো আপনি বুঝতে পারবেন সময় হলে এই গানের মর্মতা কত।