গান কভারঃ হৃদয়ের আয়না❤️

in আমার বাংলা ব্লগ5 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি গান কভার নিয়ে হাজির হয়েছি। আগে চেষ্টা করতাম প্রত্যেক সপ্তাহে একটি করে গান কভার করে শেয়ার করার। কিন্তু গত কয়েক মাস থেকে খুবই ব্যস্ততায় সময় কাটছে তাই আর গান কভার করা হয়ে ওঠেনি। গতকাল রাতে কিছুতেই ঘুম আসছিলো না। তাই গান শুনছিলাম। হঠাৎ করে হৃদয়ের আয়না নামের এই গানটি আমার শুনতে ইচ্ছে করলো। এই গানটি আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটি গান। মাঝেমধ্যেই তার সঙ্গে গলা মিলিয়ে গানটি গাইতাম।প্রয়োজনের পছন্দের গান তাই এই গানটি কভার করে। ঘুম আসছিল না ভাবলাম সময় কেটে যাবে।

সে ভেবেই গানটি কভার করা। আমাদের ভালোবাসার মানুষের রূপের কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। আশেপাশে যত সুন্দর জিনিস পাখি সমুদ্র সাগর নদী পাহাড় যত কিছুই দেখি না কেন প্রিয় মানুষের রূপের কাছে সবকিছুই হার মেনে যায়। প্রিয় মানুষের সব কিছুই পৃথিবীর সব থেকে সুন্দর লাগে। যেমনটা এই গানে তুলে ধরা হয়েছে।এই পুরনো গানগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় আপনারাও আমার মত এই গানগুলো শুনতে পছন্দ করেন।

তো যাইহোক আশা করছি এই গানটি আপনাদের কাছে ভালো লাগবে।

গানঃ হৃদয়ের আয়না
শিল্পীঃ এন্ড্রু কিশোর/সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ হৃদয়ের আয়না

গানের কথাঃ

কবির লেখা যত কবিতা
শিল্পীর আঁকা যত ছবি
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই
সাঁঝের বেলা রাঙ্গানো তুলি
বর্ষাকালের ভরা নদী
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না.....
আমি হৃদয়ের আয়না
তুমি হৃদয়ের আয়না
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না.......
আমি হৃদয়ের আয়না
বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথাগুলো
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো
ভালবাসার রূপালী তারা
সূর্যের মাঝে যত আলো
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্ণা
আয়না.......
তুমি হৃদয়ের আয়না
আমি হৃদয়ের আয়না
তুমি হৃদয়ের আয়না
আমি হৃদয়ের আয়না

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

তো বন্ধুরা এই ছিল আজকে আমার কভার করা গানটি। আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে হলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000118.png

1000000119.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপু অনেক দিন পরে আপনার কণ্ঠে গান শোনতে পেরে অনেক ভালো লাগলো।সত্যি আপু পৃথিবীতে প্রিয় মানুষের কাছে সব কিছুই হার মেনে যায়।এই গানটি আমারো অনেক পছন্দের। তবে তেমন শোনা হয় না। আজ শোনতে পেরে অনেক ভালো লাগলো।

 5 months ago 

অনেকদিন পর আপনাদের মাঝে সুন্দর একটি গান উপহার দিতে পেরে আমারও ভালো লেগেছে আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

তুমি সাগর নীলিমা নও
মেঘের বর্ষা নও...

কি সুন্দর কথা। নরম এই লিরিক্সে আপনার গলা অসাধারণ মানিয়েছে। সম্পূর্ণ গানটি শুনলাম। প্রশংসা না করে পারছি না। সব মিলিয়ে আপনি দারুণ একটি গান গেয়ে আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ধন্যবাদ। একটি সুন্দর গান শুনতে পারলাম।

 5 months ago 

আপনার সুন্দর একটি মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।

 5 months ago 

বাংলা মুভির নস্টালজিক একটা গান এটা। গানটা আমার অনেক পছন্দের। গানটা বেশ দারুণ কভার করেছেন আপু। এর আগেও আপনার গান শুনেছি। সত্যি চমৎকার। সবমিলিয়ে দারুণ ছিল আপনার কভার টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 5 months ago 

আমার মনে হয় গানটা অনেকেরই পছন্দের ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

একটা সময় এই গান পুরো বাংলাদেশ কাপাত।গানটি আমার ভীষণ রকমের প্রিয় গান ছিল।এখনো মাঝেমধ্যে সোনা হয়।এই গানটি যখন শুনি আমার অতীতের কথা মনে পড়ে যায়।বেশ কিছুদিন পর এই গানটি আপনার গলায় শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।আপনার মিষ্টি কন্ঠে খুব সুন্দর ভাবে গানটি কাভার করেছেন।এত সুন্দর একটি গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই গানগুলো আগে সবার পছন্দ ছিল। গানটা আমারও শুনতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনার কন্ঠে গান শুনতে সত্যিই অনেক ভালো লাগে। পুরো গানটা শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অনেকদিন পর এই গানটা শুনলাম। দারুণভাবে কভার করেছেন পুরো গানটা। এত সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার কন্ঠে এরকম আরো গান শুনতে চাই।

 5 months ago 

গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আপনি দেখতেছি খুব চমৎকার একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো।হৃদয়ের আয়না এই গানটি আমি অনেকবার শুনেছি। গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটি। সুন্দর করে গানটি আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

চেষ্টা করেছি আপু আমি আমার সর্বোচ্চ টা দিয়ে আপনাদের মাঝে একটি উপহার দিয়ে। ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

হৃদয়ের আয়না গানটি আমার খুবই প্রিয় একটি গান। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমার একটি খুবই প্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো।আর দীর্ঘ দিন পর এই গানটি শুনতে পেরে একটু বেশি ভালো লেগেছে।

 5 months ago 

গানটি আমার অনেক পছন্দের ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনার গান আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে। কারণ আপনার গান আমরা প্রায় সময় হ্যাংআউটের শুনে থাকি। আমরা মাঝে মাঝে হ্যাংআউটে আপনার গান খুব মিস করি। আপনার আজকের গানটিও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। সত্যি হ্যাংআউটে গান গাওয়াটা আমিও মিস করি।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 76999.71
ETH 1475.52
USDT 1.00
SBD 0.63