গান|| সাদা(কভার@mohinahmed)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম বারের মত গান শেয়ার করতে যাচ্ছি আপনাদের সামনে। এর আগে হ্যাংআউটে কয়েকবার গান গেয়েছিলাম, তবে গানের কভার তৈরি করে আজকেই প্রথম পোস্ট করছি। আমি যে গানটির কভার তৈরি করেছি, সে গানটির নাম হচ্ছে সাদা। গান গাইতে সবসময়ই আমার খুব ভালো লাগে। যদিও তেমন ভালো গাইতে পারি না। তবে গান গাইলে মন ভালো হয়ে যায়।
গান হচ্ছে এমন একটি জিনিস, যেটা অনেক সময় মানুষ মন খারাপ হলেও গায়,আবার মন ভালো থাকলেও গায়। একটা সময় অনেক গান গাইতাম। বাংলা এবং হিন্দি গান বেশি গাইতাম। গানের পুরোটা লিরিক্স মুখস্হ করে পুরো গানটা গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য সেগুলো আর হয়ে উঠে না। কয়েকজন বন্ধুরা একসাথে হলে প্রায় সময় গানের কলি খেলতাম। আমি মনে করি গান হচ্ছে মানুষের মনের খোরাক। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গানটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি কোন প্রফেশনাল গায়ক নই,সেহেতু কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
গানটির নাম :সাদা
গেয়েছেন :মিনার রহমান
এ্যালবাম :ডানপিটে
কভার :@mohinahmed
গানের লিরিক্স
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
ছন্নছাড়া
গানের লিংক
পোস্টের বিবরণ
পোস্ট | গান |
---|---|
গানের কভার তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২.৩.২০২৩ |
লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
মিনারের এই গানটি আমার ফেভরিটের তালিকায় আছে ভাইয়া! আমি গানটি মাঝে মাঝে শুনে থাকি! আপনি দেখছি ভালোই গান গাইতে পারেন। ভালো হয়েছে, গলার ভয়েসেও মাশাআল্লাহ 🌼🦋
ভাইয়া এই গানটি আমারও অনেক প্রিয় এবং আমি প্রায় সময় এই গানটি শুনি। প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক পছন্দের একটি গান। বেশ ভালো লেগেছে ভাইয়া। বিশেষ অনুষ্ঠান আপনার এই চমক দেখতে চাই। গানের টান গুলো বেশি ভালো লেগেছে।
জি ভাইয়া অবশ্যই গাওয়ার চেষ্টা করব। গানের টান গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাংআউটে গান আশা করেছিলাম ভাই।
ভাই শশুর বাড়িতে বেড়াতে চলে আসছি, সেজন্য অংশগ্রহণ করতে পারি নাই। পরের সপ্তাহে চেষ্টা করবো ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
মিনারের সাদা গান এক সময় টপ লিস্ট এ ছিল। অনেকেই এই গানের ভক্ত ছিল। আপনি খুব সুন্দর ভাবে গানটি গেয়ে কাভার করেছেন। আমার কাছে শুনতে খুব ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
এখনও আমি এই গানের ভক্ত। এই গানের মধ্যে কেমন যেন একটা যাদু আছে, যেটা এই গানটি বারবার শোনার জন্য আমাকে আকৃষ্ট করে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য।
ভাই আপনার গাওয়া গানটি আমার খুবই ভালো লেগেছে। আর এই গানটি আমার প্রিয় একটি গান। আপনি খুব সুন্দর ভাবে গানটি কভার করেছেন। আমিও আপনার সাথে সাথে একবার গেয়ে নিলাম ভাই। খুবই চমৎকার একটি গান, খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমার গাওয়া গানটি আপনার কাছে এতো ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাইয়া। তার সাথে এটাও জানলাম যে, আপনিও আমার সাথে গানটা গেয়ে নিয়েছেন। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে, আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
বেশ পুরনো একটা গান। এই গানটা এক সময় প্রচুর পরিমাণে শুনতাম। আপনার গলায় শুনতেও বেশ ভালো লাগছিল ভাই। আপনার জন্য শুভকামনা রইল, আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের শোনাবেন।
জি ভাইয়া এই গানটি মিনার রহমানের অনেক পুরনো একটি গান। তবে এই গানটি এখনও আমি প্রায়ই শুনি। কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। আপনাদের সাপোর্ট পেলে সামনে আরো সুন্দর সুন্দর গান গেয়ে শোনানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ ভাইয়া,অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য।
আমাদের সাপোর্ট আপনার সাথে অবশ্যই সব সময় থাকবে ভাই। আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটিয়ে যান ভাই।😊
মনের মধ্যে সাহস যোগানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। সবসময় খুব ভালো থাকবেন।
খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ডানপিটে অ্যালবামের এই গানটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কন্ঠে ও গানটি খুবই চমৎকার লাগলো।
আমার কন্ঠে গানটি শুনে আপনার কাছে চমৎকার লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাইয়া। প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।