//সম্প্রীতির বন্ধন অটুট থাকুক//
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন একটা বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব যদিও এর মাঝে সবাই এই বিষয়টা নিয়ে নিজে নিজের মতামত শেয়ার করেছে। আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম তাই পোস্ট করতে পারি নি।আর আমি নিজে ওই বিষয়ে নিজের মতামত গুলো আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আমার আজকের এই লেখাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তা একদম মেনে নেওয়ার মতো না,,আর কেউ এমনটা মেনেও নেবে না। আমরা সবাই নিজের দেশকে দেশ মাতা বলি কেন? কারণ হচ্ছে দেশ মায়ের সমান।আমরা যদি অন্যের মা কে অসম্মান করি , তাহলে আমরা নিজের মা কে কতটা সম্মান করি সেটা তো বোঝাই যাচ্ছে স্পষ্ট।বর্তমানে বাংলাদেশ, ভারত যে অস্বাভাবিকতাটি চলমান।সেটা কখনোই কাম্য নয়, আমি সমর্থন করি না।এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে গালাগালি করবে,অন্য দেশের পতাকাকে অসম্মান করবে, এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না, কোন শিক্ষিত মানুষের কাজ হতে পারে না।এই কাজ শুধুমাত্র একমাত্র পাগলের দ্বারায় সম্ভব।তবে আমার জায়গা থেকে আমার বক্তব্য খুব স্পষ্ট যে,আমি অন্য দেশের পতাকাকে অসম্মান করা মোটেও সমর্থন করছি না,,এর বিরুদ্ধে তিব্র নিন্দা জানাচ্ছি। আমরা যেমন আমাদের দেশকে ভালবাসি। আমাদের দেশ যেমন আমাদের মায়ের সমান। ঠিক তেমনি সবাই সবার দেশকে অনেক ভালোবাসে। সবার দেশের পতাকা সবার কাছে তাঁদের মায়ের সমান।আর একটি দেশের প্রতীক হচ্ছে তাঁর নিজের দেশের পতাকা।আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই বাঙ্গালী। আমরা একজন বাঙ্গালি হয়ে কেমন করে অন্য একজন বাঙ্গালিকে অসম্মান করতে পারি এটা আমার মাথায় ধরছেনা। যারা নিজেদের স্বার্থের জন্যে এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমার কথা হচ্ছে আমি আমার দেশকে যেমন ভালোবাসি ঠিক তেমনি ভারতকেও ভালোবাসি । আমি চাই আমাদের দুই দেশের ভুল বোঝাবুঝি, গুজব, হিংসা বিদ্বেষ সব কিছু মুছে যাক সারা জীবনের জন্য। আগের মতো শান্তি ফিরে আসুক আমাদের এই দুই দেশের ।
সমাপ্ত
X-promotion (https://x.com/MdAbuBakarR1/status/1863984905052672492?t=Auw1CIveDVSu72pAMDNIug&s=19)
ডেইলি টাস্ক প্রুফ:
দু'দেশের মধ্যে এরকম খারাপ পরিস্থিতি আগে কখনো দেখিনি। যেটা কোন ভাবেই কাম্য নয় ।দু'দেশের সম্পর্ক বন্ধুত্ব পূর্ণ হোক এটাই চাই ।আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যের এর মাধ্যমে অটুট থাকতে চাই।
জ্বি ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর ভাবে সবটা বুঝিয়ে দিলেন। আসলে অন্য দেশের পতাকা হলেও তা অতি সম্মানের একটি বিষয়। কোন দেশের পতাকাকেই পদদলিত করা উচিত নয়। কিন্তু আমরা বারবার ভুল করে ফেলি। আর সেই ভুলের জন্য পরে পস্তাই। নিজের দেশের পতাকা যতটা গুরুত্বপূর্ণ, অন্য পতাকার গুরুত্বও ততখানিই।
ধন্যবাদ দাদা এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।