'মেরিল পেট্রোলিয়াম জেলি' পর্যালোচনা || Meril Petroleum Jelly review

in CoPi3 years ago

meeril 2.png
image source

শরীরের ত্বক হচ্ছে অন্যান্য অঙ্গ গুলি থেকে সম্পূর্ণ আলাদা একটি অঙ্গ। আরয় ত্বক নিয়ে প্রতিদিন বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আমাদেরকে। এই যেমন শুষ্কতা, রুক্ষতা, ত্বক ও শরীরের অন্যান্য অঙ্গ ফেটে যাওয়া ইত্যাদি। শীত কালীন সময়ে বা যেকোনো ঠান্ডা থেকে সুরক্ষার জন্য মেরিল পেট্রোলিয়াম জেলি পরিপূর্ণ একটি সমাধান। এটা নিশ্চিন্তে আপনার ত্বকের শুষ্কতা দূর করে হাত-পা,কোনই,ঠোঁট,পায়ের গোড়ালি, এবং শরীরের অন্য যেকোনো অংশে কোন ধরনের শঙ্কা বা দ্বিধা ছাড়াই এটি ব্যবহার করা যায়। এক কথায় এই পণ্যে পার্শপ্রতিক্রিয়ার কোনো ঝামেলা নেই। যদিও এটি দেখতে অন্য আট দশটা মেরিল পেট্রোলিয়াম জেলির মত অতটা চকচকে বা স্মার্ট নয়। কিন্তু এটির কার্যগুণ ক্ষমতা ও উপকারিতায় পরিপূর্ণ। এতে রয়েছে ভিটামিন সি এবং লেবুর নির্যাস। ভিটামিন-সি এর পরিপূরক এবং প্রতিরোধক হিসেবে কাজ করে। চ্যাটিং এবং পোড়া থেকে সুরক্ষা করে। তাছাড়া এটি সবসময় ব্যবহার করার জন্য উপযোগী।

যে দিকগুলো ভালো লাগেঃ

  • নির্দিষ্ট কোন নিয়ম না মেনে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করলেও ফলাফল পাওয়া যায়।
  • গ্র্রীষ্মকালে তেলতেল বা পানি পানি ছেড়ে দেয় না।
  • ভিটামিন সি এর ক্ষতিপূরণ হিসেবে কাজ করে।
  • ভালো এবং উপকারী পণ্য হিসেবে দাম একেবারে কম।

বর্তমান বাজারে পেট্রোলিয়াম জেলি সম্পর্কিত অনেক ধরনের মেরিল পাওয়া যায়। কিন্তু প্যারার বিষয় হচ্ছে আসলে কোন মেরিলটা সত্যিকার অর্থে ঠান্ডা থেকে রক্ষা করে ত্বক ও ঠোঁটে ফাটা থেকে বাচিয়ে রাখে সেটা বুঝা।

আমি গত প্রায় তিন বছর যাবত চার ধরনের মেরিল পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেছি। যার মধ্যে এই পণ্যটি ব্যবহার করে আমার কাঙ্খিত ফলাফল এবং সবচেয়ে বেশি উপকার পেয়েছি আর তাই এটাই কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছি।

meril 3.jpg
image source

আপনি সত্যিকার অর্থে কার্যকরী ফলাফল পেতে হলে অবশ্যই এই প্রোডাক্টটিই ব্যবহার করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে, এই রিলেটেড অন্যান্য পণ্য গ্রীস্মের মৌসুম আসলে বা গরমের সংস্পর্শ পেলেই ক্রিমটি ভিতরে পানি পানি বা তেলতেলে হয়ে যায়। কিন্তু কিন্তু মেরিল পেট্রোলিয়াম জেলি শীতকালে দেখতে যেমন দেখায় গরমকালেও ঠিক তেমনি থাকে। তাছাড়া এটিকে আলাদাভাবে চেনার উপায় হচ্ছে ঢাকনা খুললে দেখবেন যে মুখে সিলভারের মত একধরনের কাগজ দিয়ে মুড়ে ভালোভাবে আটকানো থাকে।

সামগ্রিক রেটিং (৪.৯/৫)

আমার রেটিং
সেরা পণ্য** ★★★★★ (৫/৫)
পণ্যের গৃুণগতমান★★★★★ (৫/৫)
পণ্যের দাম
★★★★★ (৫/৫)
পণ্যের চাহিদা ও উপকারিতা**★★★★★ (৫/৫)


@sujon309 দ্বারা লেথা হয়েছে

Steemit.com

Sort:  

This needs a bear hug!🐻🤗 And a resteem! Done.👍

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95841.21
ETH 2730.11
SBD 0.68