অ্যালোভেরা জেল ক্রিম এর রিভিউ

in CoPi3 years ago
প্রতিদিন হাজার কর্ম ব্যস্ততার মাঝেও ত্বক সুন্দর ও নমনীয় রাখা আমাদের একান্ত কর্তব্য। আর এই ত্বককে সুন্দর রাখার জন্য আমরা ব্যবহার করি অ্যালোভেরা জেল ক্রিম। এটি অত্যন্ত উপকারী একটি জেল। মুখের ত্বককে সুন্দর ও মূল্যায়ন করতে সাহায্য করে থাকে

download (9).jfif

ব্যবহার:

অ্যালোভেরা ত্বকে লাগাতে হলে প্রথমেই মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটি তাজা অ্যালোভেরার ভেতরের অংশ থেকে রস সংগ্রহ করে নিন। সেই রস তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন।
এটি একটি ভাল প্রোডাক্ট যা মুখে অনেক সুন্দর ও নমনীয়রাখে। অ্যালোভেরা জেল ক্রিমের কোয়ালিটি অনেক ভালো। অনেক ভালো কাজ করে থাকে। একশ থেকে দেড়শ টাকার মধ্যে মোটামুটি বড় সাইজের অ্যালোভেরা জেল ক্রিম পাওয়া যায়। এলোভেরা জেল তিন মাস মুখে ইউজ করা যায়।

ক্রিম হিসেবে:★★★★(৪/৫)
কার্যকারিতা হিসেবে:★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
সর্বোপরিআমারমতামত:
★ ★ ★ ★ (৪/৫)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67