HP Laser Jet P1102 প্রিন্টার এর একটি রিভিউ-

in CoPi3 years ago (edited)

HP Laser Jet P1102 প্রিন্টার-

প্রিন্টার্স, আপনি যখন অফিস বা কম্পিউটারকে চিন্তা করবেন তখন আপনাকে অবশ্যই একটি প্রিন্টার্সকে কল্পনা করতে হবে।প্রিন্টার্স ছাড়া আপনি কখনই একটি ডকুমেন্টের হার্ড কপি চিন্তা করতে পারবেন না। কম্পিউটার সিস্টেমে আপনি একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন কিন্ত আপনি যখন সেটাকে ক্রেতা বা কাস্টমারের হাতে পৌছাতে চাইবেন তখন অবশ্যই আপনাকে একটি কপি আউটপুট করতে হবে। আর এই আউটপুট দিতে গেলেই আপনাকে একটি প্রিন্টার্স এর সাহায্য লাগবে। বাংলাদেশ তথা সারা পৃথিবীতে অনেক অনেক প্রিন্টার্স রয়েছে, কিন্তু সব প্রিন্টার্স এর কার্যকারিতা এবং সুযোগ সুবিধা এক নয়।

HP Laser Jet P1102 প্রিন্টার এর রিভিউঃ
আমার রেটিংঃ

সার্ভিস: ★(৪/৫
কোয়ালিটি: (৪/৫)
দাম: (৪/৫)
কালার: (৪/৫)
সর্বোপরি আমার মতামত: (৪/৫)

আজ আমি আপনাদের সামনে HP Laser Jet P1102 প্রিন্টার্সের সুবিধা- অসুবিধা এবং এর কার্যকারিতা, আমার নিজের ব্যবহারের অভিজ্ঞতার ভিক্তিতে একটি রিভিউ আকারে তুলে ধরলাম।

image.png
image source

মূল বৈশিষ্ট্যঃ
মডেল: HP P1102
মুদ্রণের গতি: 18 পিপিএম
রেজোলিউশন: 600 x 600 ডিপিআই
সংযোগ: USB 2.0 পোর্ট

HP Laser Jet P1102 বর্ণনাঃ
HP লেজারজেট প্রফেশনাল P1102 প্রিন্টার
১.প্রিন্টের গতি : সর্বোচ্চ ১৮ পিপিএম আইএসও কালো (A4)
২.প্রথম প্রিন্ট আউট সময় : যত দ্রুত ৮.৫ সেকেন্ড (অটো-অফ থেকে) কালো (A4)
৩.প্রিন্ট রেজোলিউশন : ৬০০ x ৬০০ dpi পর্যন্ত (HP FastRes ১২০০ এর সাথে ১২০০ কার্যকর ডিপিআই) কালো
৪. প্রসেসর: ২৬৬ মেগাহার্টজ
৫. ইন্টারফেস: হাই-স্পীড ইউএসবি ২.০ পোর্ট
৬. মিডিয়া আকার সমর্থিত: A4; A5; A6; B5; পোস্টকার্ড; খাম (C5, DL, B5)
৭. ০১ বছরের ওয়ারেন্টি
৮. ওজন ৫ কেজি

image.png
image source

সুবিধাঃ
১. অতি দ্রুত প্রিন্ট আউট দেওয়া যায়।
২. কাগজ আটকে যায় না।
৩. সুলভ মুল্যে পাওয়া যায়।
৪. বিদ্যু সাশ্রয় পিন্টার।
৫. কাগজে অতিরিক্ত কালি আসে না।

অসুবিধাঃ তুলনামুলক অতিরিক্ত টোনার ব্যবহার করা লাগে।

image.png
image source

Sort:  
 3 years ago 

Nice post

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.030
BTC 81979.25
ETH 1618.09
USDT 1.00
SBD 0.82